ETV Bharat / bharat

মোদি-শাহ'র বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার তামিল লেখক - caa 2019

সম্প্রতি, CAA ইশুতে সোশাল ডেমোক্র্যাটিক পার্টির তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেখানেই এক বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে উস্কানিমূলক মন্তব্য করেন তামিলনাড়ুর লেখক নেল্লাই কান্নন । তার জেরেই গতকাল গ্রেপ্তার করা হয় তাঁকে।

kannan
ছবি
author img

By

Published : Jan 2, 2020, 7:54 AM IST

বেঙ্গালুরু, 2 জানুয়ারি : CAA ইশুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ৷ যার জেরে গ্রেপ্তার তামিলনাড়ুর লেখক নেল্লাই কান্নন । অভিযোগকারীর দাবি, নেল্লাই যে মন্তব্য করেছেন তাতে প্রাণ সংশয় হতে পারে মোদি ও শাহ'র ৷ অভিযোগের ভিত্তিতে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়ানো, ইচ্ছাকৃতভাবে অপমান ও শান্তিভঙ্গের চেষ্টাসহ একাধিক ধারায় নেল্লাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ৷

সম্প্রতি, CAA ইশুতে সোশাল ডেমোক্র্যাটিক পার্টির তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেখানেই একটি ভিডিয়ো ঘিরে ঘটনার সূত্রপাত । CAA সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে এক বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে কান্নন সেদিন বলেন, "যদি অমিত শাহ শেষ হয়ে যান তাহলে মোদিও শেষ হয়ে যাবেন । আমি আশা করছিলাম, আপনারা সেই রকমই কিছু করবেন । কিন্তু কেউই এটা করছেন না ।" একথা বলার পর হাসতে থাকেন কান্নন । এই ভিডিয়ো ভাইরাল হয় ৷ তারপরই নেল্লাই জেলার BJP সভাপতি দয়াশংকর নেল্লাই কান্ননের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগপত্রে লেখেন, কান্ননের মন্তব্যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাণ সংশয় হতে পারে । এরপর সোমবার রাজ্য BJP-র মুখপাত্র নারায়ণন তিরুপতি নেল্লাইয়ের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেন ।

নেল্লাইকে গ্রেপ্তার করতে মঙ্গলবার তাঁর বাড়িতে যায় পুলিশ । কিন্তু সে সময় বুকে ব্যথা অনুভব করায় লেখককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 504, 505(1) ও 505(2) ধারায় মামলা দায়ের হয়েছে ।

এদিকে, নেল্লাইয়ের গ্রেপ্তারির দাবিতে মারিনা বিচে প্রতিবাদ মিছিল করে BJP। সেই সভা থেকে পুলিশ পন রাধাকৃষ্ণণ, এইচ রাজাসহ একাধিক BJP কর্মী-সমর্থককে আটক করে ।

বেঙ্গালুরু, 2 জানুয়ারি : CAA ইশুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ৷ যার জেরে গ্রেপ্তার তামিলনাড়ুর লেখক নেল্লাই কান্নন । অভিযোগকারীর দাবি, নেল্লাই যে মন্তব্য করেছেন তাতে প্রাণ সংশয় হতে পারে মোদি ও শাহ'র ৷ অভিযোগের ভিত্তিতে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়ানো, ইচ্ছাকৃতভাবে অপমান ও শান্তিভঙ্গের চেষ্টাসহ একাধিক ধারায় নেল্লাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ৷

সম্প্রতি, CAA ইশুতে সোশাল ডেমোক্র্যাটিক পার্টির তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেখানেই একটি ভিডিয়ো ঘিরে ঘটনার সূত্রপাত । CAA সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে এক বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে কান্নন সেদিন বলেন, "যদি অমিত শাহ শেষ হয়ে যান তাহলে মোদিও শেষ হয়ে যাবেন । আমি আশা করছিলাম, আপনারা সেই রকমই কিছু করবেন । কিন্তু কেউই এটা করছেন না ।" একথা বলার পর হাসতে থাকেন কান্নন । এই ভিডিয়ো ভাইরাল হয় ৷ তারপরই নেল্লাই জেলার BJP সভাপতি দয়াশংকর নেল্লাই কান্ননের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগপত্রে লেখেন, কান্ননের মন্তব্যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাণ সংশয় হতে পারে । এরপর সোমবার রাজ্য BJP-র মুখপাত্র নারায়ণন তিরুপতি নেল্লাইয়ের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেন ।

নেল্লাইকে গ্রেপ্তার করতে মঙ্গলবার তাঁর বাড়িতে যায় পুলিশ । কিন্তু সে সময় বুকে ব্যথা অনুভব করায় লেখককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 504, 505(1) ও 505(2) ধারায় মামলা দায়ের হয়েছে ।

এদিকে, নেল্লাইয়ের গ্রেপ্তারির দাবিতে মারিনা বিচে প্রতিবাদ মিছিল করে BJP। সেই সভা থেকে পুলিশ পন রাধাকৃষ্ণণ, এইচ রাজাসহ একাধিক BJP কর্মী-সমর্থককে আটক করে ।

Ahmedabad (Gujarat), Jan 02 (ANI): In view of the chilly weather, the authorities at Kankaria Zoo in Ahmedabad have made special arrangements for the animals. Heating facilities have been installed in the enclosure for tigers and lions. Paddy straws also have been put in place to keep animals warm. While speaking to ANI, RK Sahu, Director, Kankaria Zoo, said, "We have made special arrangement to protect the animals from chilly winter. We have installed heaters near the cages of the animals.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.