ETV Bharat / bharat

গান্ধি-নেহরু 'ব্র্যান্ড ভ্যালু' কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে জরুরি : অধীর

অধীরবাবু বলেন, "গান্ধি-নেহেরু পরিবারের 'ব্র্যান্ড ভ্যালু' কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে খুব জরুরি ।"

author img

By

Published : Aug 17, 2019, 5:10 PM IST

গান্ধি-নেহরু 'ব্র্যান্ড ভ্যালু' কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে জরুরি : অধীর

কলকাতা, 17 অগাস্ট : লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরির মতে গান্ধি-নেহরু পরিবারের বাইরে কারও পক্ষে কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া খুব কঠিন বিষয় । অধীরবাবু বলেন, "গান্ধি-নেহেরু পরিবারের 'ব্র্যান্ড ভ্যালু' কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে খুব জরুরি ।"

তিনি আরও ববেন, "কংগ্রেসের পুনরুজ্জীবনের জন্য মতাদর্শহীন আঞ্চলিক দলগুলির পতন প্রয়োজন । ভারতের রাজনৈতিক সমীকরণ ধীরে ধীরে মেরুকরণের দিকে এগোচ্ছে । এই পরিস্থিতিতে কংগ্রেসের মতো ধর্ম নিরপেক্ষ ও আদর্শগত ভাবে দৃঢ় দলই BJP-র মোকাবিলা করতে সক্ষম হবে ।"

অধীরবাবু জানান, কংগ্রেসের শীর্ষ পদে আসীন হওয়ার বিষয়ে সনিয়া গান্ধি অনিচ্ছুক হলেও এই পরিস্থিতিতে তাঁকেই দলের হাল ধরতে হত । অধীরবাবু বলেন, "সনিয়া গান্ধি অনেক সংকটে দলের হাল ধরেছেন । তাঁর নেতৃত্বেই কংগ্রেস দু'বার সরকার গঠন করেছে ।"

গান্ধি-নেহরু পরিবারের 'ব্র্যান্ড ভ্যালু' প্রসঙ্গে অধীরবাবু বলেন, "গান্ধি-নেহরু পরিবারের বাইরে কারও পক্ষে কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া খুব কঠিন কাজ হবে । সব কিছুর মতো রাজনীতিতেও ব্র্যান্ড ভ্যালু খুব দরকার । বর্তমানে আপনি BJP-কেই দেখুন । নরেন্দ্র মোদি ও অমিত শাহ ছাড়া BJP কী এত ভালো করতে পারত ? না । সেরকম ভাবেই আমাদের দলেও গান্ধি পরিবার আমাদের ব্র্যান্ড ভ্যালু । সত্যি বলতে, আমাদের দলে তাঁদের (গান্ধি পরিবার) মতো প্রতিভা কারও নেই ।"

কংগ্রেসের সভাপতির পদ থেকে রাহুল গান্ধির পদত্যাগের পর 10 অগাস্ট অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে সোনিয়াকেই বেছে নেওয়া হয় । যাঁর নেতৃত্বে সীতারাম কেশরীর পর ঘুরে দাঁড়িয়েছিল দল, সেই ইন্দিরা-পুত্রবধূর হাত ধরেই আবারও কঠিন সময়ে লড়াইয়ের রসদ খুঁজছে কংগ্রেস ৷

কলকাতা, 17 অগাস্ট : লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরির মতে গান্ধি-নেহরু পরিবারের বাইরে কারও পক্ষে কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া খুব কঠিন বিষয় । অধীরবাবু বলেন, "গান্ধি-নেহেরু পরিবারের 'ব্র্যান্ড ভ্যালু' কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে খুব জরুরি ।"

তিনি আরও ববেন, "কংগ্রেসের পুনরুজ্জীবনের জন্য মতাদর্শহীন আঞ্চলিক দলগুলির পতন প্রয়োজন । ভারতের রাজনৈতিক সমীকরণ ধীরে ধীরে মেরুকরণের দিকে এগোচ্ছে । এই পরিস্থিতিতে কংগ্রেসের মতো ধর্ম নিরপেক্ষ ও আদর্শগত ভাবে দৃঢ় দলই BJP-র মোকাবিলা করতে সক্ষম হবে ।"

অধীরবাবু জানান, কংগ্রেসের শীর্ষ পদে আসীন হওয়ার বিষয়ে সনিয়া গান্ধি অনিচ্ছুক হলেও এই পরিস্থিতিতে তাঁকেই দলের হাল ধরতে হত । অধীরবাবু বলেন, "সনিয়া গান্ধি অনেক সংকটে দলের হাল ধরেছেন । তাঁর নেতৃত্বেই কংগ্রেস দু'বার সরকার গঠন করেছে ।"

গান্ধি-নেহরু পরিবারের 'ব্র্যান্ড ভ্যালু' প্রসঙ্গে অধীরবাবু বলেন, "গান্ধি-নেহরু পরিবারের বাইরে কারও পক্ষে কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া খুব কঠিন কাজ হবে । সব কিছুর মতো রাজনীতিতেও ব্র্যান্ড ভ্যালু খুব দরকার । বর্তমানে আপনি BJP-কেই দেখুন । নরেন্দ্র মোদি ও অমিত শাহ ছাড়া BJP কী এত ভালো করতে পারত ? না । সেরকম ভাবেই আমাদের দলেও গান্ধি পরিবার আমাদের ব্র্যান্ড ভ্যালু । সত্যি বলতে, আমাদের দলে তাঁদের (গান্ধি পরিবার) মতো প্রতিভা কারও নেই ।"

কংগ্রেসের সভাপতির পদ থেকে রাহুল গান্ধির পদত্যাগের পর 10 অগাস্ট অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে সোনিয়াকেই বেছে নেওয়া হয় । যাঁর নেতৃত্বে সীতারাম কেশরীর পর ঘুরে দাঁড়িয়েছিল দল, সেই ইন্দিরা-পুত্রবধূর হাত ধরেই আবারও কঠিন সময়ে লড়াইয়ের রসদ খুঁজছে কংগ্রেস ৷

********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Copyright 2013 CCTV. All rights reserved.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.