দিল্লি, 28 জুন : "তখন কে সংঘর্ষবিরোধী চুক্তি করেছিলেন ? জওহরলাল নেহরু করেছিলেন । আর সেই অংশটা (বর্তমানে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর) পাকিস্তানকে দিয়েছিলেন । আপনারা বলেন, আমরা মানুষের কথা শুনি না । কিন্তু, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা না শুনেই নেহরু এই কাজ করেছিলেন ।" আজ লোকসভায় একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
আজ লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল (সংশোধনী) বিল পেশ করেন অমিত শাহ । বিলটির উদ্দেশ্য ছিল, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LOC) বরাবর আন্তর্জাতিক সীমান্তের 10 কিলোমিটারের বাসিন্দাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে সংরক্ষণের বন্দোবস্ত করা । সেই সময় জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, "এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে নির্বাচন সম্ভবপর নয় । ডিসেম্বরের মধ্যে ভোট হবে ।" এর বিরোধিতা করে কংগ্রেস । মণীশ তিওয়ারি বলেন, "জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর কোনও যুক্তিযুক্ত ভিত্তি নেই । " জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে বিলম্ব নিয়ে কংগ্রেসের সুরে সুর মেলান RSP সাংসদ কে প্রেমাচন্দন । কী কারণে জম্মু-কাশ্মীরে নির্বাচন হতে আরও কিছুটা সময় লাগবে সে কারণও ব্যাখ্যা করেন স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, "লোকসভার পর সঙ্গে সঙ্গে বিধানসভা নির্বাচন করা যেত না । প্রথমে রমজ়ান ছিল । পরে 1 জুলাই থেকে 15 অগাস্ট পর্যন্ত অমরনাথ যাত্রা চলবে । পাশাপাশি, গুর্জ্জর ও বখরওয়ালরা বছরের এই সময়ে কাজের জন্য অন্য জায়গায় যান । তাঁরা অক্টোবরের শেষে ফিরে আসেন । নির্বাচনে সবাই যাতে সমানভাবে থাকতে পারেন সেজন্য এখনই নির্বাচন করা হচ্ছে না । নির্বাচন কমিশন যেদিন বলবে, তখনই ভোটে করতে পারবে সরকার ।"
এই সংক্রান্ত আরও খবর : সিলমোহর লোকসভার, আরও 6 মাস রাষ্ট্রপতি শাসন জম্মু-কাশ্মীরে
পরে পালটা জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারির জন্য কংগ্রেসকে দায়ি করেন স্বরাষ্ট্রমন্ত্রী । তাঁর অভিযোগ, সংবিধানের 356 ধারাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস । পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, "বিশেষ পরিস্থিতির জন্য আমরা রাষ্ট্রপতি শাসন জারি করেছিলাম । আজকের আগে 132 বার 356 ধারা প্রয়োগ করা হয়েছে । এর মধ্যে 93 বার কংগ্রেসের আমলে হয়েছে । এখন তারা আমাদের শেখাবে কীভাবে 356 ধারা ব্যবহার করা উচিত ? " কংগ্রেসের সংশোধনী বিলটির বিরোধিতা করার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মণীশ তিওয়ারি আজ দেশভাগ নিয়ে বলছেন । আমি তাঁকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই । দেশভাগের জন্য কে দায়ি ? এখন জম্মু ও কাশ্মীরের এক-তৃতীয়াংশ আমাদের হাতে নেই । সেজন্য কে দায়ি ?" এখানেই না থেমে কাশ্মীর সমস্যার জন্য সরাসরি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দায়ি করেন স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, "মহারাজা হরিসিংজি ভারতের সঙ্গে চুক্তি করার পর ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের সেনাকে হটিয়ে দিচ্ছিল । তাদের অনেকটা সরিয়ে দিয়েছিল । কিন্তু, কে সংঘর্ষবিরোধী চুক্তি করেছিল ?"
উপত্যকায় সন্ত্রাসের জন্য কংগ্রেসকে দায়ি করেন স্বরাষ্ট্রমন্ত্রী । তাঁর অভিযোগ, ভারত-বিরোধীদের সর্বদা তোষামোদ করেছে কংগ্রেস । তাঁর কথায়, "জম্মু-কাশ্মীরে সন্ত্রাসের সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগ রয়েছে । ভারত-বিরোধীদের শক্তিদের সুরক্ষা দেওয়া হয়েছিল । কাকে খুশি করতে চান ? ভারত বিরোধী মন্তব্য করলেই সুরক্ষা দেওয়া হত । ভারতের হয়ে যারা কথা বলতেন তাঁদের মারা হত ।" সেজন্য ক্ষমতায় এসে NDA সরকার 919 জনের নিরাপত্তা প্রত্যাহার করেছিল । পাশাপাশি, জামাত-ই-ইসলামিকে দীর্ঘদিন নিষিদ্ধ করা হয়নি কেন তা নিয়েও কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী । বলেন, "কেন এখনও পর্যন্ত জামাত-ই-ইসলামিকে নিষিদ্ধ করা হয়নি ? আপনারা কাদের খুশি করতে চান ? BJP সরকার জামাত-ই-ইসলামিকে নিষিদ্ধ করেছিল । কে JKLF-কে নিষিদ্ধ করেছিল ? BJP সরকার করেছিল ।"
NDA সরকারের আমলে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, "জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে 2 হাজার 307 কোটি টাকা ব্যয় করা হয়েছে ।" পাশাপাশি, তাঁর আশ্বাস, "সন্ত্রাসবাদের প্রতি জ়িরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে । আমাদের সরকার জম্মু-কাশ্মীরে থাকা পাকিস্তানের এজেন্টদের ছাড়বে না ।"