ETV Bharat / bharat

সুস্থ হয়েছেন প্রায় 20 শতাংশ কোরোনা আক্রান্ত : স্বাস্থ্য মন্ত্রক - corona virus news

এপর্যন্ত দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 21 হাজার 393 । এর মধ্যে 4 হাজার 257 জন সুস্থ হয়ে উঠেছেন ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 23, 2020, 5:44 PM IST

দিল্লি, 23 এপ্রিল : দেশে এপর্যন্ত প্রায় 20 শতাংশ কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন । আজ সাংবাদিক বৈঠকে একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল ।

ইতিমধ্যেই দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 20 হাজার পেরিয়েছে । এই পরিস্থিতিতে আজকের সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, দেশে মোট কোরোনা আক্রান্তের 19.89 শতাংশ সুস্থ হয়ে উঠেছেন । পাশাপাশি, এই মুহূর্তে দেশে এমন বেশ কয়েকটি জেলা রয়েছে, যেখানে গত 28 দিনে কোনও নতুন আক্রান্তের সন্ধান মেলেনি ।

আজকের সাংবাদিক বৈঠকে এবিষয়ে লভ আগরওয়াল বলেন, "1 হাজার 409টি নতুন সংক্রমণ নিয়ে এই মুহূর্তে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 21 হাজার 393 । এই 21 হাজার 393 জনের মধ্যে এপর্যন্ত 4 হাজার 257 জন সুস্থ হয়ে উঠেছেন । এর মধ্য়ে গতকালই 388 জন সুস্থ হয়েছেন । যা মোট আক্রান্তের প্রায় 19.89 শতাংশ ।"

লভ আগরওয়াল আরও বলেন, "ভারতে এরকম 12টি জেলা রয়েছে যেখানে গত 28 দিনে একটিও নতুন সংক্রমণের খোঁজ পাওয়া যায়নি । পাশাপাশি 23টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 78টি জেলায় গত 14 দিনে কোনও নতুন সংক্রমণের হদিশ পাওয়া যায়নি । "

দিল্লি, 23 এপ্রিল : দেশে এপর্যন্ত প্রায় 20 শতাংশ কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন । আজ সাংবাদিক বৈঠকে একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল ।

ইতিমধ্যেই দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 20 হাজার পেরিয়েছে । এই পরিস্থিতিতে আজকের সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, দেশে মোট কোরোনা আক্রান্তের 19.89 শতাংশ সুস্থ হয়ে উঠেছেন । পাশাপাশি, এই মুহূর্তে দেশে এমন বেশ কয়েকটি জেলা রয়েছে, যেখানে গত 28 দিনে কোনও নতুন আক্রান্তের সন্ধান মেলেনি ।

আজকের সাংবাদিক বৈঠকে এবিষয়ে লভ আগরওয়াল বলেন, "1 হাজার 409টি নতুন সংক্রমণ নিয়ে এই মুহূর্তে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 21 হাজার 393 । এই 21 হাজার 393 জনের মধ্যে এপর্যন্ত 4 হাজার 257 জন সুস্থ হয়ে উঠেছেন । এর মধ্য়ে গতকালই 388 জন সুস্থ হয়েছেন । যা মোট আক্রান্তের প্রায় 19.89 শতাংশ ।"

লভ আগরওয়াল আরও বলেন, "ভারতে এরকম 12টি জেলা রয়েছে যেখানে গত 28 দিনে একটিও নতুন সংক্রমণের খোঁজ পাওয়া যায়নি । পাশাপাশি 23টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 78টি জেলায় গত 14 দিনে কোনও নতুন সংক্রমণের হদিশ পাওয়া যায়নি । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.