ETV Bharat / bharat

"বন্দে ভারত মিশন"-এ দেশে ফিরেছে 6 হাজার 37 জন

11 তারিখ শুরু হয়েছে এই "বন্দে ভারত মিশন"-এর তৃতীয় দফা । চলবে এমাসের শেষ পর্যন্ত ।

হরদীপ সিং পুরি
হরদীপ সিং পুরি
author img

By

Published : Jun 24, 2020, 12:14 PM IST

দিল্লি, 24 জুন : "বন্দে ভারত মিশন"-এর আওতায় এপর্যন্ত 1 লাখ 25 হাজার জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে । জানালেন কেন্দ্রীয় অসমারিক বিমান পরিষেবা মন্ত্রী হরদীপ সিং পুরি । যার মধ্যে গতকালই ফিরেছে 6 হাজার 37 জন ।

লকডাউনের জেরে দেশের বাইরে যারা আটকে পড়েছিল তাদের ফেরাতে মে মাসে "বন্দে ভারত মিশন'-এর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিশ্বের প্রায় সব দেশ থেকেই নাগরিকদের ফেরাতে বিশেষ বিমানের বন্দোবস্ত করা হয় । যাতে এপর্যন্ত এক লাখ 25 হাজার জনকে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী । গতকাল তিনি টুইটারে লেখেন, "বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে পড়া ভারতীয়দের জন্য বন্দে ভারত অভিযান একটা আনন্দের বিষয় । এখনও পর্যন্ত 1 লাখ 25 হাজার জন এই অভিযানের আওতায় দেশে ফিরেছে ।"

  • Vande Bharat continues to be a mission of hope & happiness for stranded & distressed Indians around the world.

    So far nearly 125K Indians have come back on these evacuation flights & nearly 43K have flown out of India.

    Today 6037 people returned from different countries. pic.twitter.com/AUaMGMGSqY

    — Hardeep Singh Puri (@HardeepSPuri) June 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চলছে এই অভিযানের তৃতীয় দফা । এই দফায় 550টি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়েছে ।

দিল্লি, 24 জুন : "বন্দে ভারত মিশন"-এর আওতায় এপর্যন্ত 1 লাখ 25 হাজার জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে । জানালেন কেন্দ্রীয় অসমারিক বিমান পরিষেবা মন্ত্রী হরদীপ সিং পুরি । যার মধ্যে গতকালই ফিরেছে 6 হাজার 37 জন ।

লকডাউনের জেরে দেশের বাইরে যারা আটকে পড়েছিল তাদের ফেরাতে মে মাসে "বন্দে ভারত মিশন'-এর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিশ্বের প্রায় সব দেশ থেকেই নাগরিকদের ফেরাতে বিশেষ বিমানের বন্দোবস্ত করা হয় । যাতে এপর্যন্ত এক লাখ 25 হাজার জনকে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী । গতকাল তিনি টুইটারে লেখেন, "বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে পড়া ভারতীয়দের জন্য বন্দে ভারত অভিযান একটা আনন্দের বিষয় । এখনও পর্যন্ত 1 লাখ 25 হাজার জন এই অভিযানের আওতায় দেশে ফিরেছে ।"

  • Vande Bharat continues to be a mission of hope & happiness for stranded & distressed Indians around the world.

    So far nearly 125K Indians have come back on these evacuation flights & nearly 43K have flown out of India.

    Today 6037 people returned from different countries. pic.twitter.com/AUaMGMGSqY

    — Hardeep Singh Puri (@HardeepSPuri) June 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চলছে এই অভিযানের তৃতীয় দফা । এই দফায় 550টি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.