ETV Bharat / bharat

জুনেই 2043 টি গার্হস্থ্য হিংসার অভিযোগ মহিলা কমিশনে - নারী সুরক্ষা

লকডাউনে বেড়েছে মহিলাদের উপর অত্যাচার । মহিলা কমিশনের কাছে ফোন এসেছে অনেক মহিলার ।

NCW
National Commission for Women
author img

By

Published : Jul 3, 2020, 8:11 PM IST

দিল্লি, 3 জুলাই : লকডাউনে বেড়েছে গার্হস্থ্যহিংসা । সাহায্য চেয়ে জাতীয় মহিলা কমিশনে আর্জি । শুধুমাত্র জুন মাসেই 2043 টি অভিযোগ জমা পড়েছে মহিলা কমিশনে ।যা শেষ আট মাসে সর্বোচ্চ ।

জাতীয়মহিলা কমিশনের দেওয়া তথ্য বলছে, 2043টি অভিযোগের মধ্যে 603টিই মর্যাদার সঙ্গে বাঁচার অধিকারসংক্রান্ত, যেখানেমহিলাদের মানসিক অত্যাচারের ঘটনাই বেশি । গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষাসংক্রান্ত মোট 452টিঅভিযোগ এসেছে ।

জাতীয়মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা জানান, সোশাল মিডিয়ায় কমিশনের বিভিন্নকার্যকলাপ বেড়ে যাওয়ায় টুইটার ও অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমেও অনেক বেশিসংখ্যক মহিলা অভিযোগ জানাতে পেরেছেন । কমিশনের ওপর মহিলাদের আস্থা বেড়েছে বলেওদাবি করেন তিনি ।

বিবাহিতমহিলাদের ওপর অত্যাচার ও পণের দাবিতে নির্যাতন সংক্রান্ত 252টি অভিযোগ এসেছে, বলছে তথ্য । জাতীয় মহিলা কমিশনেরতথ্যে দেখা গেছে, শ্লীলতাহানিরঅভিযোগ রয়েছে 194টি। এমনকী তথ্যে প্রকাশ, মহিলাদেরপ্রতি পুলিশী উদাসীনতার 113টিএবং সাইবার অপরাধের 100টিঅভিযোগ সামনে এসেছে ।

ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার প্রায়78টি অভিযোগ এবং একমাসে যৌন হয়রানির 38টি অভিযোগ পাওয়া গেছে বলে তথ্যে জানিয়েছে মহিলাকমিশন । জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বলেন, “নারীর সুরক্ষা ও ক্ষমতায়নের জন্য কাজ করছে মহিলাকমিশন । তাঁরা যে কোনও সময়, যে কোনও দিন নিজেদের সমস্যা নিয়ে আমাদের কাছে আসতেপারেন ।

জুনেই 2043 টি গার্হস্থ্য হিংসার অভিযোগ মহিলা কমিশনে

দিল্লি, 3 জুলাই : লকডাউনে বেড়েছে গার্হস্থ্যহিংসা । সাহায্য চেয়ে জাতীয় মহিলা কমিশনে আর্জি । শুধুমাত্র জুন মাসেই 2043 টি অভিযোগ জমা পড়েছে মহিলা কমিশনে ।যা শেষ আট মাসে সর্বোচ্চ ।

জাতীয়মহিলা কমিশনের দেওয়া তথ্য বলছে, 2043টি অভিযোগের মধ্যে 603টিই মর্যাদার সঙ্গে বাঁচার অধিকারসংক্রান্ত, যেখানেমহিলাদের মানসিক অত্যাচারের ঘটনাই বেশি । গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষাসংক্রান্ত মোট 452টিঅভিযোগ এসেছে ।

জাতীয়মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা জানান, সোশাল মিডিয়ায় কমিশনের বিভিন্নকার্যকলাপ বেড়ে যাওয়ায় টুইটার ও অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমেও অনেক বেশিসংখ্যক মহিলা অভিযোগ জানাতে পেরেছেন । কমিশনের ওপর মহিলাদের আস্থা বেড়েছে বলেওদাবি করেন তিনি ।

বিবাহিতমহিলাদের ওপর অত্যাচার ও পণের দাবিতে নির্যাতন সংক্রান্ত 252টি অভিযোগ এসেছে, বলছে তথ্য । জাতীয় মহিলা কমিশনেরতথ্যে দেখা গেছে, শ্লীলতাহানিরঅভিযোগ রয়েছে 194টি। এমনকী তথ্যে প্রকাশ, মহিলাদেরপ্রতি পুলিশী উদাসীনতার 113টিএবং সাইবার অপরাধের 100টিঅভিযোগ সামনে এসেছে ।

ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার প্রায়78টি অভিযোগ এবং একমাসে যৌন হয়রানির 38টি অভিযোগ পাওয়া গেছে বলে তথ্যে জানিয়েছে মহিলাকমিশন । জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বলেন, “নারীর সুরক্ষা ও ক্ষমতায়নের জন্য কাজ করছে মহিলাকমিশন । তাঁরা যে কোনও সময়, যে কোনও দিন নিজেদের সমস্যা নিয়ে আমাদের কাছে আসতেপারেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.