মুঙ্গের, 11 নভেম্বর : পরিবারে 18 জন ভোটার, তবে NCP-র প্রার্থী পেলেন মাত্র 2 টি ভোট ৷ এমনই ঘটনা ঘটেছে বিহারের জামালপুর বিধানসভার NCP প্রার্থী ইন্দ্রদেব দাসের সঙ্গে ৷ মঙ্গলবার বিহার বিধানসভার ফল বেরোনোর পর এই তথ্য় সামনে আসে ৷ যা নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে, প্রার্থীর দলের মধ্য়ে এমনকী বিহারেও আলোচনা তুঙ্গে ৷
এমন অদ্ভুত ঘটনায় অবশ্য় EVM কারচুপির অভিযোগ এনেছেন NCP-র প্রার্থী ৷ তিনি ই-টিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তাঁর পরিবারে 18 জন ভোটার আছেন৷ তাঁরা সবাই নির্বাচনী প্রচারে তাঁকে সমর্থন করেছেন ৷ প্রচারের সময় তাঁর সঙ্গে থেকে সাহায্য় করেছেন ৷ অথচ ভোটের ফল বেরোনোর পর তিনি মাত্র 2টি ভোট পেয়েছেন। তা হতে পারে না বলে জানান পরাজিত প্রার্থী ৷ তিনি নিজে জামালপুর কেন্দ্রের 177 নং বুথের ভোটার ৷ তাঁর পরিবারের সব সদস্য় তাঁকেই সেই বুথে ভোট দিয়েছেন ৷ তা সত্ত্বেও এমন ফলাফল আসা সম্ভব নয় বলে মনে করেন ইন্দ্রদেব দাস ৷ তিনি সরাসরি EVM কারচুপির অভিযোগ করেছেন ৷ এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন ইন্দ্রদেব দাস ৷
একই রকম ঘটনা ঘটেছে পঞ্জাবের নির্দল প্রার্থীর সঙ্গেও ৷ নিতু সুতরেনওয়ালা নামে ওই নির্দল প্রার্থী বিহারের লোকসভা উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন ৷ তাঁর পরিবারে 9 জন ভোটার থাকা সত্ত্বেও মাত্র 5টি ভোট তিনি পেয়েছেন ৷ তিনি জলন্ধর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন ৷ এসবের ঊধর্বে এদিন নির্বাচন কমিশন বিহার ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে ৷ যেখানে NDA 125টি আসনে জিতে সংখ্য়াগরিষ্ঠতা লাভ করেছে ৷ যেখানে মহাজোট পয়েছে 110টি আসন ৷ AIMIM পেয়েছে 5 আসন, BSP 1টি, LJP 1টি এবং নির্দল প্রার্থী পেয়েছে 1টি ভোট ৷