দিল্লি, 18 ডিসেম্বর : টাটা সন্সের এগজ়িকিউটিভ চেয়ারম্যানের পদ ফিরে পাচ্ছেন সাইরাস মিস্ত্রি ৷ বোর্ড সদস্যদের আস্থা হারিয়েছেন, এই অভিযোগে তিন বছর আগে চেয়ারম্যান পদ থেকে সরানো হয় সাইরাসকে ৷ তাঁকে পদ ফিরিয়ে দিতে হবে, আজ ন্যাশনাল কম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনাল এই রায় দেয় ।
ন্যাশনাল কম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের দুই বিচারক সাইরাস মিস্ত্রিকে পুনর্বহালের নির্দেশ দেন ৷ সাইরাসকে পদ থেকে সরানোর পর নটরাজন চন্দ্রশেখরণকে টাটা সন্সের এগজ়িকিউটিভ চেয়ারম্যানের পদে বসানো হয় ৷ বিচারকদের রায়, এই নিয়োগ বেআইনি ৷ ট্রাইবুনালের আরও নির্দেশ, এখনই চেয়ারম্যান পদে যোগ দিতে পারবেন না সাইরাস ৷ সেজন্য তাঁকে আরও চার সপ্তাহ অপেক্ষা করতে হবে ৷ ন্যাশনাল কম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে টাটা গোষ্ঠী ৷
প্রসঙ্গত, একবছর আগে ন্যাশনাল কম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনাল নির্দেশ দেয়, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাইরাস মিস্ত্রিকে তাঁর শেয়ার বিক্রির জন্য বাধ্য করতে পারবে না টাটা সন্স ।
2016 সালের অক্টোবর মাসে বহিষ্কার করা হয় সাইরাস মিস্ত্রিকে । তারপর থেকে তিনি আইনি লড়াই শুরু করেন ৷ 2012 সালে রতন টাটার অবসর গ্রহণের পর টাটা গোষ্ঠীর ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্থালাভিষিক্ত হন সাইরাস ৷ তাঁকে বহিষ্কারের পর শিল্পজগতে আলোড়ন পড়ে যায় ৷