ETV Bharat / bharat

মামলায় জয়, টাটা সন্সের এগজ়িকিউটিভ চেয়ারম্যান পদে ফিরছেন সাইরাস - NCLAT restores Cyrus Mistry as chairman of Tata Group

2016 সালের অক্টোবর মাসে বহিষ্কার করা হয় সাইরাস মিস্ত্রিকে । তারপর থেকে আইনি লড়াই শুরু করেন তিনি ৷ 2012 সালে রতন টাটার অবসর গ্রহণের পর টাটা গোষ্ঠীর ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্থালাভিষিক্ত হন সাইরাস ৷

Cyrus Mistry
সাইরাস মিস্ত্রি
author img

By

Published : Dec 18, 2019, 6:13 PM IST

দিল্লি, 18 ডিসেম্বর : টাটা সন্সের এগজ়িকিউটিভ চেয়ারম্যানের পদ ফিরে পাচ্ছেন সাইরাস মিস্ত্রি ৷ বোর্ড সদস্যদের আস্থা হারিয়েছেন, এই অভিযোগে তিন বছর আগে চেয়ারম্যান পদ থেকে সরানো হয় সাইরাসকে ৷ তাঁকে পদ ফিরিয়ে দিতে হবে, আজ ন্যাশনাল কম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনাল এই রায় দেয় ।

ন্যাশনাল কম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের দুই বিচারক সাইরাস মিস্ত্রিকে পুনর্বহালের নির্দেশ দেন ৷ সাইরাসকে পদ থেকে সরানোর পর নটরাজন চন্দ্রশেখরণকে টাটা সন্সের এগজ়িকিউটিভ চেয়ারম্যানের পদে বসানো হয় ৷ বিচারকদের রায়, এই নিয়োগ বেআইনি ৷ ট্রাইবুনালের আরও নির্দেশ, এখনই চেয়ারম্যান পদে যোগ দিতে পারবেন না সাইরাস ৷ সেজন্য তাঁকে আরও চার সপ্তাহ অপেক্ষা করতে হবে ৷ ন্যাশনাল কম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে টাটা গোষ্ঠী ৷

প্রসঙ্গত, একবছর আগে ন্যাশনাল কম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনাল নির্দেশ দেয়, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাইরাস মিস্ত্রিকে তাঁর শেয়ার বিক্রির জন্য বাধ্য করতে পারবে না টাটা সন্স ।

2016 সালের অক্টোবর মাসে বহিষ্কার করা হয় সাইরাস মিস্ত্রিকে । তারপর থেকে তিনি আইনি লড়াই শুরু করেন ৷ 2012 সালে রতন টাটার অবসর গ্রহণের পর টাটা গোষ্ঠীর ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্থালাভিষিক্ত হন সাইরাস ৷ তাঁকে বহিষ্কারের পর শিল্পজগতে আলোড়ন পড়ে যায় ৷

দিল্লি, 18 ডিসেম্বর : টাটা সন্সের এগজ়িকিউটিভ চেয়ারম্যানের পদ ফিরে পাচ্ছেন সাইরাস মিস্ত্রি ৷ বোর্ড সদস্যদের আস্থা হারিয়েছেন, এই অভিযোগে তিন বছর আগে চেয়ারম্যান পদ থেকে সরানো হয় সাইরাসকে ৷ তাঁকে পদ ফিরিয়ে দিতে হবে, আজ ন্যাশনাল কম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনাল এই রায় দেয় ।

ন্যাশনাল কম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের দুই বিচারক সাইরাস মিস্ত্রিকে পুনর্বহালের নির্দেশ দেন ৷ সাইরাসকে পদ থেকে সরানোর পর নটরাজন চন্দ্রশেখরণকে টাটা সন্সের এগজ়িকিউটিভ চেয়ারম্যানের পদে বসানো হয় ৷ বিচারকদের রায়, এই নিয়োগ বেআইনি ৷ ট্রাইবুনালের আরও নির্দেশ, এখনই চেয়ারম্যান পদে যোগ দিতে পারবেন না সাইরাস ৷ সেজন্য তাঁকে আরও চার সপ্তাহ অপেক্ষা করতে হবে ৷ ন্যাশনাল কম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে টাটা গোষ্ঠী ৷

প্রসঙ্গত, একবছর আগে ন্যাশনাল কম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনাল নির্দেশ দেয়, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাইরাস মিস্ত্রিকে তাঁর শেয়ার বিক্রির জন্য বাধ্য করতে পারবে না টাটা সন্স ।

2016 সালের অক্টোবর মাসে বহিষ্কার করা হয় সাইরাস মিস্ত্রিকে । তারপর থেকে তিনি আইনি লড়াই শুরু করেন ৷ 2012 সালে রতন টাটার অবসর গ্রহণের পর টাটা গোষ্ঠীর ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্থালাভিষিক্ত হন সাইরাস ৷ তাঁকে বহিষ্কারের পর শিল্পজগতে আলোড়ন পড়ে যায় ৷

Rohtas (Bihar), Dec 18 (ANI): A minor girl against whom a rape attempt was made was killed in Bihar's Rohtas district on December 17. She was shot by four men in Rajpur block of Rohtas. The investigation is underway in this regard. While speaking to ANI, the Superintendent of Police (SP) of Rohtas, Satya Veer Singh said, "All the rape attempt accused were detained by the police earlier." "She was shot at by unknown persons. Investigation is underway in the case," he added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.