দিল্লি, 16 অগাস্ট : বৃহৎ সম্প্রসারণ প্রকল্পের উদ্দেশে ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC)-এর একটি প্রস্তাব অনুমোদন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্প্রসারণের কথা ঘোষণা করার পরই আজ এই অনুমোদন দিলেন রাজনাথ সিং ।
173টি সীমান্ত এবং উপকূলবর্তী জেলা থেকে মোট এক লাখ ক্যাডেটকে NCC-তে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা করেন প্রতিরক্ষা মন্ত্রী । যার এক তৃতীয়াংশে মেয়েরা থাকবে বলেও জানান তিনি ।
NCC-র এই সম্প্রসারণ প্রকল্পের জন্য সীমান্ত ও উপকূলবর্তী জেলাগুলিতে হাজারেরও বেশি স্কুল ও কলেজ চিহ্নিত করা হয়েছে যেখানে NCC চালু হবে ।সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে সীমান্ত এবং উপকূলীয় অঞ্চলে NCC ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মোট 83টি NCC ইউনিটকে (সেনা 53, নৌবাহিনী 20, বিমানবাহিনী 10) উন্নীত করা হবে ।সেনাবাহিনী সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত NCC ইউনিটগুলিকে প্রশিক্ষণ এবং প্রশাসনিক সহায়তা দেবে, নৌবাহিনী উপকূলীয় অঞ্চলে NCC ইউনিটগুলিকে সহায়তা দেবে এবং এয়ারফোর্স স্টেশনগুলির কাছাকাছি অবস্থিত NCC ইউনিটগুলিকে সহায়তা প্রদান করবে বিমান বাহিনী ।
এই সম্প্রসারণের লক্ষ্য, সীমান্ত এবং উপকূলবর্তী অঞ্চলের যুবকদের সামরিক এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাত্রার প্রশিক্ষণের পাশাপাশি তাদের সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্যও উদ্বুদ্ধ করা । সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গেই NCC-র এই সম্প্রসারণ প্রকল্পের বাস্তবায়ন করা হবে ।