ETV Bharat / bharat

রিয়াকে জিজ্ঞাসাবাদ NCB-র - sushant singh death case

আজ সকালে রিয়া চক্রবর্তীর বাড়ি যায় NCB ও পুলিশ ।

ncb summoned rhea chakraborty for investigation
রিয়া চক্রবর্তীকে তলব NCB-র
author img

By

Published : Sep 6, 2020, 8:55 AM IST

Updated : Sep 6, 2020, 12:58 PM IST

মুম্বই, 6 সেপ্টেম্বর : তলব পেয়ে NCB-র অফিসে পৌঁছালেন রিয়া চক্রবর্তী । আজ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করে নারকোটিক্স কন্ট্রোল বিউরো(NCB) । সকালে মুম্বইয়ের বাড়ি গিয়ে তাঁকে তলব করা হয় । NCB-র অফিসে পৌঁছানোর পর রিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা ।

রিয়ার বাড়ি থেকে বের হওয়ার পর NCB-র জয়েন্ট ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে বলেন, "রিয়াকে তলব করা হয়েছে । তিনি তাঁর বাড়িতেই ছিলেন ।" রিয়াকে আজই গ্রেপ্তার করা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে ।

কয়েকদিন আগে সুশান্তের মৃত্যুর তদন্তে মাদক যোগের তথ্য সামনে আসে । এরপর তদন্তে নেমে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করে NCB । গতকাল গ্রেপ্তার হয় সুশান্তের রাঁধুনি দীপেশ সাওয়ান্ত । NCB-র ডেপুটি ডিরেক্টর কে পি এস মলহোত্রা জানান, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার সন্দেহে দীপেশকে গ্রেপ্তার করা হয়েছে। বয়ান ও ডিজিটাল প্রমাণের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । আজ সকাল 11 টায় তাঁকে আদালতে পেশ করা হবে ।

এদিকে রিয়ার আইনজীবী সতীশ মানশিন্দে বলেছিলেন, "রিয়া জীবনে কখনও মাদক সেবন করেননি । যে কোনও সময় রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত তিনি ।"

রিয়া চক্রবর্তীকে তলব করল NCB

মুম্বই, 6 সেপ্টেম্বর : তলব পেয়ে NCB-র অফিসে পৌঁছালেন রিয়া চক্রবর্তী । আজ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করে নারকোটিক্স কন্ট্রোল বিউরো(NCB) । সকালে মুম্বইয়ের বাড়ি গিয়ে তাঁকে তলব করা হয় । NCB-র অফিসে পৌঁছানোর পর রিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা ।

রিয়ার বাড়ি থেকে বের হওয়ার পর NCB-র জয়েন্ট ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে বলেন, "রিয়াকে তলব করা হয়েছে । তিনি তাঁর বাড়িতেই ছিলেন ।" রিয়াকে আজই গ্রেপ্তার করা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে ।

কয়েকদিন আগে সুশান্তের মৃত্যুর তদন্তে মাদক যোগের তথ্য সামনে আসে । এরপর তদন্তে নেমে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করে NCB । গতকাল গ্রেপ্তার হয় সুশান্তের রাঁধুনি দীপেশ সাওয়ান্ত । NCB-র ডেপুটি ডিরেক্টর কে পি এস মলহোত্রা জানান, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার সন্দেহে দীপেশকে গ্রেপ্তার করা হয়েছে। বয়ান ও ডিজিটাল প্রমাণের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । আজ সকাল 11 টায় তাঁকে আদালতে পেশ করা হবে ।

এদিকে রিয়ার আইনজীবী সতীশ মানশিন্দে বলেছিলেন, "রিয়া জীবনে কখনও মাদক সেবন করেননি । যে কোনও সময় রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত তিনি ।"

রিয়া চক্রবর্তীকে তলব করল NCB
Last Updated : Sep 6, 2020, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.