ETV Bharat / bharat

কোচিতে নৌবাহিনীর প্রশিক্ষণ বিমান ভেঙে মৃত 2 - kochi Navy glider crash

আজ সকালে কোচিতে ট্রেনিং গ্লাইডারটি ভেঙে পড়ে কোচিতে । দুই নৌসেনা কর্মীর মৃত্যু হয় ।

kochi
kochi
author img

By

Published : Oct 4, 2020, 11:09 AM IST

কোচি, 4 অক্টোবর : প্রশিক্ষণ চলাকালীন গ্লাইডার ভেঙে মৃত্যু হল দুই নৌসেনা কর্মীর । আজ সাউদার্ন নাভাল কমান্ডের ট্রেনিং গ্লাইডারটি ভেঙে পড়ে । অন্য দিনের মতোই আজ সকালে কোচিতে প্রশিক্ষণ চলছিল । সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে ।

INS গরুদা থেকে গ্লাডা ওড়ে । নৌ বেসের কাছে থোপ্পামপাডি সেতুর কাছে এসেই ভেঙে যায় বিমানটি । লেফট্যানেন্ট রাজীব ঝা এবং আধিকারিক সুনীল কুমারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় INHS সঞ্জীবনী হাসপাতালে । সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয় ।

কী কারণে বিমানটি ভেঙে পড়ল তা এখনও জানা যায়নি । নৌসেনা আধিকারিক এবং পুলিশ ঘটনাস্থানে পৌঁছেছে । এলাকায় কড়া নিরাপত্তা জারি হয়েছে ।

কোচি, 4 অক্টোবর : প্রশিক্ষণ চলাকালীন গ্লাইডার ভেঙে মৃত্যু হল দুই নৌসেনা কর্মীর । আজ সাউদার্ন নাভাল কমান্ডের ট্রেনিং গ্লাইডারটি ভেঙে পড়ে । অন্য দিনের মতোই আজ সকালে কোচিতে প্রশিক্ষণ চলছিল । সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে ।

INS গরুদা থেকে গ্লাডা ওড়ে । নৌ বেসের কাছে থোপ্পামপাডি সেতুর কাছে এসেই ভেঙে যায় বিমানটি । লেফট্যানেন্ট রাজীব ঝা এবং আধিকারিক সুনীল কুমারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় INHS সঞ্জীবনী হাসপাতালে । সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয় ।

কী কারণে বিমানটি ভেঙে পড়ল তা এখনও জানা যায়নি । নৌসেনা আধিকারিক এবং পুলিশ ঘটনাস্থানে পৌঁছেছে । এলাকায় কড়া নিরাপত্তা জারি হয়েছে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.