দিল্লি, 10 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কে ক্রমশ ছেদ পড়েছে ৷ আশঙ্কা করা হচ্ছে, যে কোনও মূহূর্তে হতে পারে সন্ত্রাসবাদী হামলা ৷ আর তার জেরেই হাই অ্যালার্ট জারি করল ভারতীয় নৌ সেনা ৷
বৃহস্পতিবার, পাকিস্তান বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মজ ফয়জ়ল বলেন, "প্রধানমন্ত্রী ইমরান খান যে কোনও ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ৷" তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না হামলার আশঙ্কা ৷
গতকাল লেফটেনন্ট জেনেরাল কে জি এস ধিলোঁ বলেন, "পাকিস্তানের যে কোনও আক্রমণের যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা ৷ কাশ্মীরের কিছু ঘটনায় পাকিস্তান হুঁশিয়ারি দিচ্ছে ৷ আমরা যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি৷ যে কাউকে আসতে দাও, কাশ্মীরের শান্তিভঙ্গের চেষ্টা করতে দাও ৷ আমরা তাদের নিকেশ করব ৷"