ETV Bharat / bharat

হামলা চালাতে পারে পাকিস্তান, হাই অ্যালার্ট নৌ সেনার - হাই অ্যালার্ট নৌ সেনার

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই ভারত পাকিস্তান সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকেছে । যে কোনও মূহূর্তেই সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা রয়েছে ৷ আর তার জেরেই হাই অ্যালার্ট জারি করল ভারতীয় নৌ সেনা ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 10, 2019, 7:10 AM IST

দিল্লি, 10 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কে ক্রমশ ছেদ পড়েছে ৷ আশঙ্কা করা হচ্ছে, যে কোনও মূহূর্তে হতে পারে সন্ত্রাসবাদী হামলা ৷ আর তার জেরেই হাই অ্যালার্ট জারি করল ভারতীয় নৌ সেনা ৷

বৃহস্পতিবার, পাকিস্তান বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মজ ফয়জ়ল বলেন, "প্রধানমন্ত্রী ইমরান খান যে কোনও ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ৷" তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না হামলার আশঙ্কা ৷

গতকাল লেফটেনন্ট জেনেরাল কে জি এস ধিলোঁ বলেন, "পাকিস্তানের যে কোনও আক্রমণের যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা ৷ কাশ্মীরের কিছু ঘটনায় পাকিস্তান হুঁশিয়ারি দিচ্ছে ৷ আমরা যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি৷ যে কাউকে আসতে দাও, কাশ্মীরের শান্তিভঙ্গের চেষ্টা করতে দাও ৷ আমরা তাদের নিকেশ করব ৷"

দিল্লি, 10 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কে ক্রমশ ছেদ পড়েছে ৷ আশঙ্কা করা হচ্ছে, যে কোনও মূহূর্তে হতে পারে সন্ত্রাসবাদী হামলা ৷ আর তার জেরেই হাই অ্যালার্ট জারি করল ভারতীয় নৌ সেনা ৷

বৃহস্পতিবার, পাকিস্তান বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মজ ফয়জ়ল বলেন, "প্রধানমন্ত্রী ইমরান খান যে কোনও ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ৷" তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না হামলার আশঙ্কা ৷

গতকাল লেফটেনন্ট জেনেরাল কে জি এস ধিলোঁ বলেন, "পাকিস্তানের যে কোনও আক্রমণের যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা ৷ কাশ্মীরের কিছু ঘটনায় পাকিস্তান হুঁশিয়ারি দিচ্ছে ৷ আমরা যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি৷ যে কাউকে আসতে দাও, কাশ্মীরের শান্তিভঙ্গের চেষ্টা করতে দাও ৷ আমরা তাদের নিকেশ করব ৷"

New Delhi, Aug 09 (ANI): As the software ecosystem gets advanced, the bugs also get complex to find. To make the bugs hunting process more rewarding, Apple has increased its bounty for ethical hackers. From the current bounty of USD 200,000 per vulnerability, Apple will award USD 1 million for bugs discovered in macOS as well as iOS , starting this fall, ZDNet reports. In addition to that, Apple is also offering a 50 per cent bonus for bugs reported in pre-release builds.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.