কলকাতা, 19 অগাস্ট : ব্যাঙ্ক বা রেলে নিয়োগের জন্য এখন আর আলাদা পরীক্ষা হবে না । হবে কমন এলিজিবিলিটি টেস্ট । এর জন্য একটি অভিন্ন এজেন্সি তৈরিতেও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা । জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ।
এক্ষেত্রে নন-গেজেটেড পোস্ট, গ্রুপ বি ও সি পোস্টগুলির ক্ষেত্রে একটি মাত্র পরীক্ষা দিলেই হবে । কমন এলিজিবিলিটি টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি কমন এলিজিবিলিটি লিস্টও তৈরি করা হবে । যার তিন বছর মেয়াদ থাকবে । অর্থাৎ একবার পাশ করলেই তিনবছর চাকরির জন্য আবেদন করা যাবে ।
এবিষয়ে প্রকাশ জাওড়েকর বলেন, "কেন্দ্রীয় সরকার ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি তৈরির সিদ্ধান্ত নিয়েছে । যারা কমন এলিজিবিলিটি টেস্ট নেবে । এটি সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে একটি বৈপ্লবিক সংস্কার ।"
-
The #NationalRecruitmentAgency will prove to be a boon for crores of youngsters. Through the Common Eligibility Test, it will eliminate multiple tests and save precious time as well as resources. This will also be a big boost to transparency. https://t.co/FbCLAUrYmX
— Narendra Modi (@narendramodi) August 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The #NationalRecruitmentAgency will prove to be a boon for crores of youngsters. Through the Common Eligibility Test, it will eliminate multiple tests and save precious time as well as resources. This will also be a big boost to transparency. https://t.co/FbCLAUrYmX
— Narendra Modi (@narendramodi) August 19, 2020The #NationalRecruitmentAgency will prove to be a boon for crores of youngsters. Through the Common Eligibility Test, it will eliminate multiple tests and save precious time as well as resources. This will also be a big boost to transparency. https://t.co/FbCLAUrYmX
— Narendra Modi (@narendramodi) August 19, 2020
এই নতুন ব্যবস্থায় RRB বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, IPBS (ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন) এবং SSC (স্টাফ সিলেকশন কমিশন)-এর প্রিলিমিনারি পর্যায়ে একটি কমন এলিজিবিলিটি টেস্ট হবে । এই টেস্টের ভিত্তিতেই কমন এলিজিবিলিটি লিস্ট তৈরি করা হবে । যেখানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীরা এই তিন বিভাগের যে কোনও একটির শূন্যপদে আবেদন করতে পারবেন ।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আপাতত কেন্দ্রীয় সরকারের এই তিনটি বিভাগের পরীক্ষার প্রিলিমিনারি স্টেজে এই পরীক্ষা হবে । পরবর্তীকালে বাকি এজেন্সিগুলিকেও এর আওতায় আনা হবে । কেন্দ্রীয় সরকারের তরফে আরও জানানো হয়, শুধু কেন্দ্রের সব এজেন্সি নয়, রাজ্য সরকারগুলিও কমন এলিজিবিলিটি লিস্ট ব্যবহার করতে পারে ।
এবিষয়ে মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, "রাজ্য সরকারগুলিও কমন এলিজিবিলিটি লিস্ট ব্যবহার করতে পারবে । তাদের এই বিষয়ে আমরা পরামর্শ দেব । ওরা যখন বুঝতে পারব, তখন দেখবে এটায় লাভ আছে । রাজ্য সরকারের রাজস্বও বাঁচবে এর ফলে ।"
এবিষয়ে টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি কোটি কোটি যুবককে সাহায্য করবে । এর মাধ্যমে একাধিক পরীক্ষার বদলে একটি পরীক্ষাই নেওয়া হবে যাতে সময় অনেকটাই বাঁচবে ।