দিল্লি, 28 এপ্রিল: বিশ্বব্যাপী কোরোনা সংকটে দুই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আজ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে টেলিফোনে আলোচনা সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের কাছে ইন্দোনেশিয়া আগেই চিকিৎসা সরঞ্জাম চেয়েছিল, ভারত সেই পণ্য উপকূলবর্তী প্রতিবেশী দেশটিকে দিয়ে সাহায্য করবে বলে প্রেসিডেন্ট জোকো উইদোদোকে জানালেন নরেন্দ্র মোদি।
এদিনের আলোচনা প্রসঙ্গে একটি সংবাদ সংস্থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "বিশ্বব্যপী COVID 19 সংকট নিয়ে প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে কথা হয়েছে। ভারত ও ইন্দোনেশিয়া প্রতিবেশী দেশ তো বটেই, পাশাপাশি আমরা কৌশলগত বন্ধুও বটে। তাই সংকটকালে দুই দেশের স্থাস্থ্য পরিষেবা ও অর্থনৈতিক কাঠামোক মজবুত রাখতে একাধিক লেনদেনে সহমত হয়েছি আমরা।"
প্রধানমন্ত্রীর দপ্তরের সরকারি বিবৃতিতে এদিন জানানো হয়, মঙ্গলবারের আলোচনায় দুই রাষ্ট্রনেতা নিজেদের দেশের তথা গোটা বিশ্বের কোরোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন ভাবনার আদানপ্রদান করেন। নরেন্দ্র মোদি ইন্দোনেশিয়ার প্রসিডেন্টকে আশ্বস্ত করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে চিকিৎসা সরঞ্জাম সহ অন্য গুরুত্বপূর্ণ পণ্যের বাণিজ্য অব্যাহত থাকবে। অন্যদিকে, ইন্দোনেশিয়াকে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করায় প্রেসিডেন্ট জোকো উইদোদো ভারতের প্রশংসা করেন। আজ দুই রাষ্ট্রনেতা লকডাউন চলাকালীন নিজেদের দেশের সাধারণ নাগরিকাদের সুবিধা-অসুবিধা নিয়েও আলোচনা করেন। COVID 19 সংকটে একে অপরের পাশে দাঁড়ালে ভারত ও ইন্দোনেশিয়া উভয়ই লাভবান হবে বলে সহমত হন প্রেসিটেন্ট জোকো উইদোদো ও প্রধানমন্ত্রী মোদি।
আজ আলোচনার শেষ পর্বে প্রেসিডেন্ট জোকো উইদোদো ও ইন্দোনেশিয়ার সাধারণ নাগরিকদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি।