ETV Bharat / bharat

22.6 কেজি রুপোর ইট দিয়ে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী - ram temple

এই ইটের ওজন 22.6 কেজি । রুপোর বর্তমান দাম অনুযায়ী ইটের মূল্য প্রায় 15 লাখ 59 হাজার । 5 অগাস্ট এই ইট দিয়ে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ।

রপোর ইট
রপোর ইট
author img

By

Published : Jul 28, 2020, 10:34 PM IST

অযোধ্যা, 28 জুলাই : রামমন্দিরের ভূমিপুজোর দিন এগিয়ে আসছে । সেদিকে তাকিয়েই যাবতীয় প্রস্তুতি তুঙ্গে । ভূমিপুজোর জন্য ইতিমধ্যেই নানা নদীর জল, তীর্থস্থানের মাটি আনানো শুরু হয়েছে । সেই মতো অযোধ্যায় এসে পৌঁছেছে রুপোর ইট । 5 অগাস্ট এই 22.6 কেজি ওজনের ইট দিয়েই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

5 অগাস্ট বেলা 12 টা বেজে 15 মিনিট 15 সেকেন্ডে এই ইটকে স্থাপন করবেন নরেন্দ্র মোদি । সপ্তাহখানেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে । ইতিমধ্যেই এই ইট অযোধ্যাতে এসে পৌঁছেছে । রুপোর বর্তমান মূল্য অনুযায়ী ইটটির মূল্য প্রায় 15 লাখ 59 হাজার । 3 অগাস্ট থেকেই শুরু হবে নানা বৈদিক আচার । 4 অগাস্ট চলবে গৌরি-গণেশ পুজো, রামনাম নানা অনুষ্ঠান । পরের দিন ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে ।

490 বছরের বিতর্কের অবসান ঘটিয়ে গতবছর 9 নভেম্বর রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট । রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল বিতর্কিত 2.77 একর জমিতে তৈরি হবে রামমন্দির ৷ জমির ভিতর ও বাইরের চত্বরের মালিকানা থাকবে ট্রাস্টের হাতে ৷ আর বিকল্প হিসেবে মসজিদ তৈরির জন্য পাঁচ একর জমি পাবে সুন্নি ওয়াকফ বোর্ড । এরপর বেশ কয়েকবার সু্প্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আর্জি জানানো হয় এবং পরে তা খারিজ হয়ে যায় । 5 অগাস্ট রামমন্দিরের ভূমিপুজোর দিন ধার্য হয় । সেই লক্ষ্যেই প্রস্তুতি চলছে ।

অযোধ্যা, 28 জুলাই : রামমন্দিরের ভূমিপুজোর দিন এগিয়ে আসছে । সেদিকে তাকিয়েই যাবতীয় প্রস্তুতি তুঙ্গে । ভূমিপুজোর জন্য ইতিমধ্যেই নানা নদীর জল, তীর্থস্থানের মাটি আনানো শুরু হয়েছে । সেই মতো অযোধ্যায় এসে পৌঁছেছে রুপোর ইট । 5 অগাস্ট এই 22.6 কেজি ওজনের ইট দিয়েই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

5 অগাস্ট বেলা 12 টা বেজে 15 মিনিট 15 সেকেন্ডে এই ইটকে স্থাপন করবেন নরেন্দ্র মোদি । সপ্তাহখানেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে । ইতিমধ্যেই এই ইট অযোধ্যাতে এসে পৌঁছেছে । রুপোর বর্তমান মূল্য অনুযায়ী ইটটির মূল্য প্রায় 15 লাখ 59 হাজার । 3 অগাস্ট থেকেই শুরু হবে নানা বৈদিক আচার । 4 অগাস্ট চলবে গৌরি-গণেশ পুজো, রামনাম নানা অনুষ্ঠান । পরের দিন ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে ।

490 বছরের বিতর্কের অবসান ঘটিয়ে গতবছর 9 নভেম্বর রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট । রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল বিতর্কিত 2.77 একর জমিতে তৈরি হবে রামমন্দির ৷ জমির ভিতর ও বাইরের চত্বরের মালিকানা থাকবে ট্রাস্টের হাতে ৷ আর বিকল্প হিসেবে মসজিদ তৈরির জন্য পাঁচ একর জমি পাবে সুন্নি ওয়াকফ বোর্ড । এরপর বেশ কয়েকবার সু্প্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আর্জি জানানো হয় এবং পরে তা খারিজ হয়ে যায় । 5 অগাস্ট রামমন্দিরের ভূমিপুজোর দিন ধার্য হয় । সেই লক্ষ্যেই প্রস্তুতি চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.