ETV Bharat / bharat

চেন্নাই-পোর্ট ব্লেয়ার সংযোগকারী সাবমেরিন OFC-র উদ্বোধন প্রধানমন্ত্রীর

author img

By

Published : Aug 10, 2020, 11:33 AM IST

Updated : Aug 10, 2020, 1:02 PM IST

2018 সালে 30 ডিসেম্বর এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী । আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তারই উদ্বোধন করেন তিনি ।

Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দিল্লি , 10 অগাস্ট : আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে অপটিক্যাল ফাইবার কেবল (OFC) সংযোগের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই অপটিক্যাল ফাইবার কেবলটি চেন্নাই ও পোর্ট ব্লেয়ারের মধ্যে সংযোগ স্থাপন করেছে । 2018 সালে 30 ডিসেম্বর এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী । আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তারই উদ্বোধন করেন তিনি ।

উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রকল্পটিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দাদের জন্য উপহার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী । তিনি বলেন , "স্বাধীনতা দিবসের আগে কেন্দ্রের তরফে আন্দামান-নিকোবরের মানুষকে উপহার দিতে পেরে আমি খুশি । কোরোনা পরিস্থিতি আমাদের কাজে বাধা দিতে পারেনি । সময়ের আগেই আমরা কাজ শেষ করতে পেরেছি । আন্দামান নিকোবরের মানুষকে যোগাযোগ প্রদান করা আমাদের দায়িত্ব ও কর্তব্য । "

এই প্রকল্পটির রূপায়ণ খুব একটা সহজ ছিল না । প্রধানমন্ত্রী বলেন , " সমুদ্রের নিচে 2,300 কিলোমিটার কেবল স্থাপন এবং তারের মান বজায় রেখে সময়ের আগে কাজ শেষ করা রীতিমতো প্রশংসনীয় । কোরোনা পরিস্থিতি , ঝড়-ঝঞ্জা , জলের ঢেউয়ের ওঠানামা ইত্যাদি বাধার মধ্যে কাজটা খুব একটা সহজ ছিল না । "

ফাইবার কেবল অপারেটরের সংযোগ স্থাপনের ফলে আন্দামানের বাসিন্দাদের বিভিন্ন দিক থেকে লাভ হয়েছে । তারা অনলাইন ক্লাস , ব্যাঙ্কিং , অনলাইন কেনাকাটা ইত্যাদির সুযোগ পাবেন । ডিজ়িটাল ইন্ডিয়ার সুবিধা পাবেন । শুধুমাত্র তাই নয়, পর্যটকদের ক্ষেত্রে অনেক লাভ হয়েছে । আজ এমনটাই জানান প্রধানমন্ত্রী ।

সড়ক , আকাশ , জলপথের মাধ্যমে সংযোগ স্থাপনের বিষয়ে জোরদার কাজ চলছে । এই বিষয়ে তিনি বলেন , "আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 12 টি দ্বীপে উচ্চ পর্যায়ের প্রকল্পগুলি সম্প্রসারণ করা হচ্ছে । আজ মোবাইল এবং ইন্টারনেট সংযোগের একটি বড় সমস্যার সমাধান করা হয়েছে এবং সড়ক, আকাশ ও জলপথে সংযোগব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে । যে কোনও ট্যুরিজ়ম হাবের প্রথম প্রয়োজনগুলির মধ্যে অন্যতম হল ভালো ইন্টারনেট সংযোগ । এই সমস্যার এখন সমাধান করা হয়েছে । "

তিনি আরও বলেন , " ভারত মহাসাগর হাজার বছর ধরে ভারতের বাণিজ্য ও কৌশলগত দক্ষতার কেন্দ্রবিন্দু । ভারত যখন ইন্দো-পেসিফিক বাণিজ্য ও সহযোগিতার নতুন নীতি অনুসরণ করছে, তখন আন্দামান ও নিকোবরসহ আমাদের দ্বীপপুঞ্জের গুরুত্ব আরও বেড়েছে । আইন-পূর্ব নীতির আওতায় পূর্ব এশীয় দেশ এবং সমুদ্রের দ্বারা যুক্ত অন্যান্য দেশের সঙ্গে ভারতের সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে আন্দামান ও নিকোবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আরও বাড়তে চলেছে ।"

দিল্লি , 10 অগাস্ট : আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে অপটিক্যাল ফাইবার কেবল (OFC) সংযোগের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই অপটিক্যাল ফাইবার কেবলটি চেন্নাই ও পোর্ট ব্লেয়ারের মধ্যে সংযোগ স্থাপন করেছে । 2018 সালে 30 ডিসেম্বর এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী । আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তারই উদ্বোধন করেন তিনি ।

উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রকল্পটিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দাদের জন্য উপহার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী । তিনি বলেন , "স্বাধীনতা দিবসের আগে কেন্দ্রের তরফে আন্দামান-নিকোবরের মানুষকে উপহার দিতে পেরে আমি খুশি । কোরোনা পরিস্থিতি আমাদের কাজে বাধা দিতে পারেনি । সময়ের আগেই আমরা কাজ শেষ করতে পেরেছি । আন্দামান নিকোবরের মানুষকে যোগাযোগ প্রদান করা আমাদের দায়িত্ব ও কর্তব্য । "

এই প্রকল্পটির রূপায়ণ খুব একটা সহজ ছিল না । প্রধানমন্ত্রী বলেন , " সমুদ্রের নিচে 2,300 কিলোমিটার কেবল স্থাপন এবং তারের মান বজায় রেখে সময়ের আগে কাজ শেষ করা রীতিমতো প্রশংসনীয় । কোরোনা পরিস্থিতি , ঝড়-ঝঞ্জা , জলের ঢেউয়ের ওঠানামা ইত্যাদি বাধার মধ্যে কাজটা খুব একটা সহজ ছিল না । "

ফাইবার কেবল অপারেটরের সংযোগ স্থাপনের ফলে আন্দামানের বাসিন্দাদের বিভিন্ন দিক থেকে লাভ হয়েছে । তারা অনলাইন ক্লাস , ব্যাঙ্কিং , অনলাইন কেনাকাটা ইত্যাদির সুযোগ পাবেন । ডিজ়িটাল ইন্ডিয়ার সুবিধা পাবেন । শুধুমাত্র তাই নয়, পর্যটকদের ক্ষেত্রে অনেক লাভ হয়েছে । আজ এমনটাই জানান প্রধানমন্ত্রী ।

সড়ক , আকাশ , জলপথের মাধ্যমে সংযোগ স্থাপনের বিষয়ে জোরদার কাজ চলছে । এই বিষয়ে তিনি বলেন , "আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 12 টি দ্বীপে উচ্চ পর্যায়ের প্রকল্পগুলি সম্প্রসারণ করা হচ্ছে । আজ মোবাইল এবং ইন্টারনেট সংযোগের একটি বড় সমস্যার সমাধান করা হয়েছে এবং সড়ক, আকাশ ও জলপথে সংযোগব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে । যে কোনও ট্যুরিজ়ম হাবের প্রথম প্রয়োজনগুলির মধ্যে অন্যতম হল ভালো ইন্টারনেট সংযোগ । এই সমস্যার এখন সমাধান করা হয়েছে । "

তিনি আরও বলেন , " ভারত মহাসাগর হাজার বছর ধরে ভারতের বাণিজ্য ও কৌশলগত দক্ষতার কেন্দ্রবিন্দু । ভারত যখন ইন্দো-পেসিফিক বাণিজ্য ও সহযোগিতার নতুন নীতি অনুসরণ করছে, তখন আন্দামান ও নিকোবরসহ আমাদের দ্বীপপুঞ্জের গুরুত্ব আরও বেড়েছে । আইন-পূর্ব নীতির আওতায় পূর্ব এশীয় দেশ এবং সমুদ্রের দ্বারা যুক্ত অন্যান্য দেশের সঙ্গে ভারতের সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে আন্দামান ও নিকোবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আরও বাড়তে চলেছে ।"

Last Updated : Aug 10, 2020, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.