ETV Bharat / bharat

নেহরু প্রসঙ্গ তুলে কংগ্রেসকে তুলোধনা মোদির - বাজেট সেশন ২০২০

আজ সংসদে বক্তব্য রাখার সময়ে নেহরু-লিয়াকত চুক্তি প্রসঙ্গ টানেন নরেন্দ্র মোদি । নেহরুর নীতির সমালোচনা করে মোদি বলেন, নেহরুর মতো একজন ধর্মনিরপেক্ষ মানুষ কেন সমস্ত নাগরিকের কথা উল্লেখ না করে শুধু ধর্মীয় সংখ্যালঘু মানুষের কথা উল্লেখ করলেন?

modi
modi
author img

By

Published : Feb 6, 2020, 8:52 PM IST

দিল্লি, 6 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রেক্ষিতে দেশের সংখ্যালঘুদের উপর বৈষম্যমূলক আচরণের অভিযোগ আজ সংসদে অস্বীকার করেন প্রধানমন্ত্রী । পালটা অভিযোগ করেন কংগ্রেসের বিরুদ্ধে । জওহরলাল নেহরুর প্রসঙ্গ টেনে বলেন, দেশভাগ, 1975 সালের জরুরি অবস্থা এবং 1984-র শিখ বিরোধী লড়াইয়ের জন্য কংগ্রেস দায়ি ।

CAA-র বিরুদ্ধে মানুষকে ভুল বুঝিয়ে প্রতিবাদের পথে নিয়ে যাচ্ছে বাম ও কংগ্রেস, এই বলেও অভিযোগ তোলেন নরেন্দ্র মোদি । এবং এই আইন যে ভারতীয় নাগরিকদের উপর কোনও প্রভাব ফেলবে না সেই বিষয়েও আশ্বাস দেন । বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপর কোনও বৈষম্যমূলক আচরণ করছে না কেন্দ্র ।

কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের 'ফাউন্ডিং ফাদারস'(মহাত্মা গান্ধি, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, বল্লবভাই প্যাটেল )- দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন BJP সরকার সেই স্বপ্নপূরণের চেষ্টা করছে । কিন্তু কংগ্রেসের সেই বিষয়েও সমস্যা রয়েছে বলে অভিযোগ করেন মোদি ।

দেশভাগের পর পাকিস্তানের সংখ্যালঘুদের জন্য জওহরলাল নেহরুর রাজনৈতিক নীতির বিষয়ে মোদি বিস্তারিত কথা বলেন । বিরোধীদের বিতর্কের জবাব দিয়ে নরেন্দ্র মোদি বলেন , "ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পূরণের জন্য দেশের ম্যাপে বিভাজন রেখা টানা হয়েছিল । ভারত দু'ভাগে ভাগ হয়েছিল । দেশভাগের পর অন্য দেশে হিন্দু, শিখ এবং অন্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কী পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তা কল্পনার অতীত ।"

নেহরু-লিয়াকত চুক্তির প্রসঙ্গও আনেন নরেন্দ্র মোদি । এই চুক্তিতে লেখা হয়েছিল পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর কোনও বৈষম্যমূলক আচরণ করা হবে না । কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, নেহরুর মতো একজন ধর্ম নিরপেক্ষ মানুষ কেন সমস্ত নাগরিকের কথা উল্লেখ না করে শুধু ধর্মীয় সংখ্যালঘু মানুষের কথা উল্লেখ করলেন ? নিশ্চয় কোনও কারণ আছে ।

নাগরিকত্ব সংশোধনী প্রসঙ্গে বক্তব্য করেন প্রধানমন্ত্রী । বলেন, ভারতের নাগরিকদের উপর CAA কোনও প্রভাব ফেলবে না । এমনকী সংখ্যালঘুদেরও কোনও ক্ষতি করবে না বলে আশ্বাস দেন ।

দিল্লি, 6 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রেক্ষিতে দেশের সংখ্যালঘুদের উপর বৈষম্যমূলক আচরণের অভিযোগ আজ সংসদে অস্বীকার করেন প্রধানমন্ত্রী । পালটা অভিযোগ করেন কংগ্রেসের বিরুদ্ধে । জওহরলাল নেহরুর প্রসঙ্গ টেনে বলেন, দেশভাগ, 1975 সালের জরুরি অবস্থা এবং 1984-র শিখ বিরোধী লড়াইয়ের জন্য কংগ্রেস দায়ি ।

CAA-র বিরুদ্ধে মানুষকে ভুল বুঝিয়ে প্রতিবাদের পথে নিয়ে যাচ্ছে বাম ও কংগ্রেস, এই বলেও অভিযোগ তোলেন নরেন্দ্র মোদি । এবং এই আইন যে ভারতীয় নাগরিকদের উপর কোনও প্রভাব ফেলবে না সেই বিষয়েও আশ্বাস দেন । বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপর কোনও বৈষম্যমূলক আচরণ করছে না কেন্দ্র ।

কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের 'ফাউন্ডিং ফাদারস'(মহাত্মা গান্ধি, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, বল্লবভাই প্যাটেল )- দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন BJP সরকার সেই স্বপ্নপূরণের চেষ্টা করছে । কিন্তু কংগ্রেসের সেই বিষয়েও সমস্যা রয়েছে বলে অভিযোগ করেন মোদি ।

দেশভাগের পর পাকিস্তানের সংখ্যালঘুদের জন্য জওহরলাল নেহরুর রাজনৈতিক নীতির বিষয়ে মোদি বিস্তারিত কথা বলেন । বিরোধীদের বিতর্কের জবাব দিয়ে নরেন্দ্র মোদি বলেন , "ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পূরণের জন্য দেশের ম্যাপে বিভাজন রেখা টানা হয়েছিল । ভারত দু'ভাগে ভাগ হয়েছিল । দেশভাগের পর অন্য দেশে হিন্দু, শিখ এবং অন্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কী পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তা কল্পনার অতীত ।"

নেহরু-লিয়াকত চুক্তির প্রসঙ্গও আনেন নরেন্দ্র মোদি । এই চুক্তিতে লেখা হয়েছিল পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর কোনও বৈষম্যমূলক আচরণ করা হবে না । কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, নেহরুর মতো একজন ধর্ম নিরপেক্ষ মানুষ কেন সমস্ত নাগরিকের কথা উল্লেখ না করে শুধু ধর্মীয় সংখ্যালঘু মানুষের কথা উল্লেখ করলেন ? নিশ্চয় কোনও কারণ আছে ।

নাগরিকত্ব সংশোধনী প্রসঙ্গে বক্তব্য করেন প্রধানমন্ত্রী । বলেন, ভারতের নাগরিকদের উপর CAA কোনও প্রভাব ফেলবে না । এমনকী সংখ্যালঘুদেরও কোনও ক্ষতি করবে না বলে আশ্বাস দেন ।


Srinagar (JandK), Feb 06 (ANI): An explosion was heard near Lal Bazar police station in Srinagar on Feb 06. The police station is located on the outskirts of the city. More details in the matter are awaited. The area can be seen heavily guarded by the forces.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.