ETV Bharat / bharat

দয়া করো বাপু, এই প্রশ্নটা নাই বা করলে ; প্রধানমন্ত্রীকে চা-ওয়ালা মন্তব্যে বললেন মণিশংকর - Mani Shankar Aiyar on Narendra Modi's chaiwala

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চা বিক্রি নিয়ে তিনি কিছুই বলেননি, দাবি কংগ্রেস নেতার ৷ তবে মোদি চাইলে তাঁকে সাহায্য করবেন, এমনটা বলেছিলেন জানান আইয়ার ৷

দয়া কর বাপু, এই প্রশ্নটা নাই বা করলে, প্রধানমন্ত্রীকে চা-ওয়ালা মন্তব্যে বললেন মণিশঙ্কর
author img

By

Published : Aug 13, 2019, 8:35 PM IST

Updated : Aug 13, 2019, 10:20 PM IST

দিল্লি, 13 অগাস্ট : 2014 সালে লোকসভা ভোটের সময়ে নরেন্দ্র মোদিকে ‘চা-ওয়ালা’ বলে কটাক্ষ করে বিজেপির পালেই হাওয়া লাগিয়ে দিয়েছিলেন তিনি? এই প্রশ্ন পিছু ছাড়ছে না কংগ্রেস নেতা মণিশংকর আইয়ারের ৷

ইটিভি ভারতের সাংবাদিক এই প্রশ্ন করতেই হাত জোড় করে পা ছুঁতে চাইলেন সাংবাদিকের ৷ বললেন, ''দয়া করো বাপু, এই প্রশ্নটা আর নাই বা করলে !'' খানিকটা কণ্ঠস্বর বদলে বললেন, অনেক ধন্যবাদ ৷ নেতার কথায়, ''এই প্রশ্নটা পাঁচ বছর পরেও কেন ? আমি এমন বলিইনি ৷'' মণিশংকর আইয়ার বলেন, তিনি কিছুই মনে করতে পারেন না এই ইশু নিয়ে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চা বিক্রি নিয়ে তিনি কিছুই বলেননি, দাবি কংগ্রেস নেতার ৷ তবে মোদি চাইলে তাঁকে সাহায্য করবেন আইয়ার, এমনটা বলেছিলেন জানান আইয়ার ৷

বললেন, ''দয়া কর বাপু, এই প্রশ্নটা আর নাই বা করলে !'' খানিকটা কণ্ঠস্বর বদলে বললেন, অনেক ধন্যবাদ ৷

এর আগে গুজরাত ভোটের মুখে নরেন্দ্র মোদিকে ‘নীচ’ আখ্যা দিয়ে দলকে বেজায় অস্বস্তিতে ফেলেছিলেন মণিশঙ্কর । অস্বস্তি এড়াতে দল তাঁকে সাসপেন্ড করে । জিন্নাকে ‘কয়েদ-ই-আজ়ম’ তথা ‘মহান নেতা’ বলার জন্য ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন মণিশংকর ।

দিল্লি, 13 অগাস্ট : 2014 সালে লোকসভা ভোটের সময়ে নরেন্দ্র মোদিকে ‘চা-ওয়ালা’ বলে কটাক্ষ করে বিজেপির পালেই হাওয়া লাগিয়ে দিয়েছিলেন তিনি? এই প্রশ্ন পিছু ছাড়ছে না কংগ্রেস নেতা মণিশংকর আইয়ারের ৷

ইটিভি ভারতের সাংবাদিক এই প্রশ্ন করতেই হাত জোড় করে পা ছুঁতে চাইলেন সাংবাদিকের ৷ বললেন, ''দয়া করো বাপু, এই প্রশ্নটা আর নাই বা করলে !'' খানিকটা কণ্ঠস্বর বদলে বললেন, অনেক ধন্যবাদ ৷ নেতার কথায়, ''এই প্রশ্নটা পাঁচ বছর পরেও কেন ? আমি এমন বলিইনি ৷'' মণিশংকর আইয়ার বলেন, তিনি কিছুই মনে করতে পারেন না এই ইশু নিয়ে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চা বিক্রি নিয়ে তিনি কিছুই বলেননি, দাবি কংগ্রেস নেতার ৷ তবে মোদি চাইলে তাঁকে সাহায্য করবেন আইয়ার, এমনটা বলেছিলেন জানান আইয়ার ৷

বললেন, ''দয়া কর বাপু, এই প্রশ্নটা আর নাই বা করলে !'' খানিকটা কণ্ঠস্বর বদলে বললেন, অনেক ধন্যবাদ ৷

এর আগে গুজরাত ভোটের মুখে নরেন্দ্র মোদিকে ‘নীচ’ আখ্যা দিয়ে দলকে বেজায় অস্বস্তিতে ফেলেছিলেন মণিশঙ্কর । অস্বস্তি এড়াতে দল তাঁকে সাসপেন্ড করে । জিন্নাকে ‘কয়েদ-ই-আজ়ম’ তথা ‘মহান নেতা’ বলার জন্য ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন মণিশংকর ।

Intro:Body:Conclusion:
Last Updated : Aug 13, 2019, 10:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.