শ্রীনগর(জম্মু ও কাশ্মীর), 1 জুন : জম্মু-কাশ্মীরের পুলিশের জালে ধরা পড়ল মাদক পাচারকারীদের একটি দল । কেন্দ্রীয় কাশ্মীরের বদগাঁও জেলার চাডুরা এলাকার ঘটনা । ধৃত 6 । অনুমান, প্রত্যেকেই এরা জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত ।
ধৃতদের নাম মুদাসর ফায়াজ, সাবির গানাই, সাগির আহম্মদ পোশওয়াল, ইশাক ভাট, আরশিদ থোকার । মুদাশির ও শাবির দুজন বদগাঁও, সাগির কুপওয়াড়া এবং ইশাক ও আরশিদ সোপিয়ানের বাসিন্দা । পুলিশ সূত্রে জানা যায়, একটি চিনা পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি হ্যান্ড গ্রেনেড, 1 কেজি হেরোইন ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ।
সিনিয়র পুলিশ অফিসারের বক্তব্য, ধৃতরা জইশ-ই-মহম্মদ নামক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত । পাচারকারীরা মাদকদ্রব্য, অস্ত্রশস্ত্র ও ভারতীয় মুদ্রা পাচার করছে । এছাড়া পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে সক্রিয় ভূমিকা ছিল বলেই জানা গিয়েছে ।