দিল্লি, 5মে: কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির নির্দেশে ক্ষুদ্র-মাঝরি-ছোট শিল্প মন্ত্রক স্বল্প মূল্যের PPE কিট উৎপাদন শুরু করেছে । টুইটারে একটি ভিডিয়ো প্রকাশের মাধ্যমে সামনে আনা হয়েছে এই তথ্য ।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, চিন থেকে আমদানিকৃত PPE কিটগুলির মান খারাপ । এই কারণে উচ্চ মানের ও স্বল্প মূল্যের PPE কিট উৎপাদনের প্রয়োজনীয়তা রয়েছে । গড়করির কথায়, "500-600টাকার মধ্যে তিন ধরনের PPE কিট উৎপাদন করা হচ্ছে । বর্তমানে বাজারে বিক্রি হওয়া কিটগুলির থেকে এর দাম অনেকটাই কম । প্রতিদিন 10,000 কিট তৈরি পরিকল্পনা রয়েছে আমাদের ।"
বর্তমান বাজারে যে PPE কিটগুলি মিলছে সেগুলির দাম 1500-1600 টাকার মধ্যে । মূলত চিকিৎসক, নার্স, প্যারা-মেডিকেল ফোর্সের কর্মী, সাফাইকর্মী ও পুলিশকর্মীরা এই কিট ব্যবহার করতে পারেন । নীতিন গড়করি জানিয়েছেন শীঘ্রই কিটগুলি অন্য রাজ্যে পাঠানোর ব্যবস্থা করা হবে ।