ETV Bharat / bharat

ছেলে যা পাপ করেছে, তার ক্ষমা নেই : বিকাশ দুবের বাবা - উত্তরপ্রদেশ পুলিশ

"বিকাশ আমাদের কথা কখনও ভাবেনি ৷ কখনও কোনও সাহায্য করেনি ৷ ওর জন্য আমাদের পৈতৃক ভিটেটাও খুইয়েছি ৷ ও আটজন পুলিশ আধিকারিককে খুন করেছে ৷ এই পাপের ক্ষমা নেই ৷" বললেন বিকাশের বাবা রামকুমার দুবে ৷

Vikas Dubey encounter
রামকুমার দুবে
author img

By

Published : Jul 11, 2020, 7:44 AM IST

কানপুর, 11 জুলাই : উত্তরপ্রদেশ প্রশাসন আমার ছেলের বিরুদ্ধে যা ব্যবস্থা নিয়েছে, তা একেবারে ঠিক করেছে ৷ বললেন বিকাশ দুবের বাবা ৷

ছেলের এনকাউন্টারের খবর আগেই পেয়েছেন ৷ এবার ক্লান্ত, জীর্ণ মুখে বিকাশ দুবের বাবা রামকুমার দুবে বলেন, "আমার ছেলে আটজন পুলিশ আধিকারিককে খুন করেছে ৷ এই পাপের কোনও ক্ষমা হয় না ৷"

সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, "ও আমাদের কথা শুনলে, ওর জীবনটা এভাবে শেষ হত না ৷ বিকাশ আমাদের কথা কখনও ভাবেনি ৷ কখনও কোনও সাহায্য করেনি ৷ ওর জন্য আমাদের পৈতৃক ভিটেটাও খুইয়েছি ৷ ও আটজন পুলিশ আধিকারিককে খুন করেছে ৷ এই পাপের ক্ষমা নেই ৷ প্রশাসন যা করেছে, তা একেবারে ঠিক করেছে ৷ আজ প্রশাসন না মারলে, কাল অন্য কেউ তাকে মারত ৷"

রামকুমার দুবের কথায়, "প্রতিটি মানুষকে বাঁচানো মুখ্যমন্ত্রীর দায়িত্ব ৷ পুলিশের মাধ্যমে তিনি সেই কাজ করেন ৷ ও পুলিশের উপর হামলা করেছে ৷ এর ক্ষমা হয় না ৷"

বিকাশের বাবা এখন শুধু চাইছেন, তাঁর পৈতৃক ভিটেতে যেন সরকার এবার তাঁকে প্রবেশের অনুমতি দেয় ৷ প্রসঙ্গত, এনকাউন্টারের পর কানপুরের ভৈরব ঘাচে বিকাশ দুবেকে দাহ করা হয় ৷ শেষকৃত্যের সময়ে সেখানে উপস্থিত ছিলেন, তার স্ত্রী, ছোটো ছেলে ও শ্যালক ৷ পরিবারের অন্য কাউকে সেখানে দেখা যায়নি ৷

উত্তরপ্রদেশ পুলিশের তরফে বলা হচ্ছে, কানপুর টোলপ্লাজ়ার কাছে STF-র গাড়ি দুর্ঘটনার সুযোগে পুলিশের পিস্তল নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে । তাকে আত্মসমর্পনের কথা বললে পাত্তা না দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে বিকাশ । এরপরই পুলিশের পালটা গুলিতে গুরুতর জখম হয় সে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকাশকে মৃত বলে ঘোষণা করেন ।

কানপুর, 11 জুলাই : উত্তরপ্রদেশ প্রশাসন আমার ছেলের বিরুদ্ধে যা ব্যবস্থা নিয়েছে, তা একেবারে ঠিক করেছে ৷ বললেন বিকাশ দুবের বাবা ৷

ছেলের এনকাউন্টারের খবর আগেই পেয়েছেন ৷ এবার ক্লান্ত, জীর্ণ মুখে বিকাশ দুবের বাবা রামকুমার দুবে বলেন, "আমার ছেলে আটজন পুলিশ আধিকারিককে খুন করেছে ৷ এই পাপের কোনও ক্ষমা হয় না ৷"

সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, "ও আমাদের কথা শুনলে, ওর জীবনটা এভাবে শেষ হত না ৷ বিকাশ আমাদের কথা কখনও ভাবেনি ৷ কখনও কোনও সাহায্য করেনি ৷ ওর জন্য আমাদের পৈতৃক ভিটেটাও খুইয়েছি ৷ ও আটজন পুলিশ আধিকারিককে খুন করেছে ৷ এই পাপের ক্ষমা নেই ৷ প্রশাসন যা করেছে, তা একেবারে ঠিক করেছে ৷ আজ প্রশাসন না মারলে, কাল অন্য কেউ তাকে মারত ৷"

রামকুমার দুবের কথায়, "প্রতিটি মানুষকে বাঁচানো মুখ্যমন্ত্রীর দায়িত্ব ৷ পুলিশের মাধ্যমে তিনি সেই কাজ করেন ৷ ও পুলিশের উপর হামলা করেছে ৷ এর ক্ষমা হয় না ৷"

বিকাশের বাবা এখন শুধু চাইছেন, তাঁর পৈতৃক ভিটেতে যেন সরকার এবার তাঁকে প্রবেশের অনুমতি দেয় ৷ প্রসঙ্গত, এনকাউন্টারের পর কানপুরের ভৈরব ঘাচে বিকাশ দুবেকে দাহ করা হয় ৷ শেষকৃত্যের সময়ে সেখানে উপস্থিত ছিলেন, তার স্ত্রী, ছোটো ছেলে ও শ্যালক ৷ পরিবারের অন্য কাউকে সেখানে দেখা যায়নি ৷

উত্তরপ্রদেশ পুলিশের তরফে বলা হচ্ছে, কানপুর টোলপ্লাজ়ার কাছে STF-র গাড়ি দুর্ঘটনার সুযোগে পুলিশের পিস্তল নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে । তাকে আত্মসমর্পনের কথা বললে পাত্তা না দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে বিকাশ । এরপরই পুলিশের পালটা গুলিতে গুরুতর জখম হয় সে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকাশকে মৃত বলে ঘোষণা করেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.