ETV Bharat / bharat

স্বাস্থ্যবিধি মেনে কালীপুজো মুম্বইয়ের বেঙ্গল ক্লাবে - mumbai's bengal club

এবছর কোরোনা প্যানডেমিকের কারণে সংক্রমণ এড়াতে বাড়ি বসে অনলাইনে পুজো দেখার ব্যবস্থা করা হয়েছে ৷ ভোগের আয়োজন করা হয়নি ।

Mumbai's Bengal Club witnesses muted Kali Puja
মুম্বই বেঙ্গল ক্লাবের কালীপুজো
author img

By

Published : Nov 15, 2020, 9:20 AM IST

মুম্বই, 15 নভেম্বর : কোরোনা পরিস্থিতিতে স্বাস্ত্যবিধি মেনেই কালীপুজো হল মুম্বইয়ের শিবাজী পার্কে ৷ অনলাইনে অঞ্জলী ও পুজো দেখার ব্য়বস্থা করা হয়েছিল । যদিও অনেকেই প্রতিমা দর্শন করতে মন্দিরে এসেছিলেন ৷

জয় চক্রবর্তী নামে বেঙ্গল ক্লাবের এক সদস্য বলেন, "শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে মায়ের দর্শন করতে ও পুজো দিতে এসে থাকেন ৷ কারণ খুব পুরোনো কালীমন্দির এটি ৷ প্রতিবছর খুব বড় করে উদযাপন করা হয় ৷ কিন্তু এবছর কোরোনা প্যানডেমিকের কারণে সংক্রমণ এড়াতে বাড়ি বসে অনলাইনে পুজো দেখার ব্যবস্থা করা হয়েছে ৷ আমরা ভক্তদের জন্য অনলাইনে সরাসরি পুজো দেখার ব্যবস্থা করি ৷"

তিনি আরও বলেন, এবছর সুরক্ষার কথা মাথায় রেখে ভোগের আয়োজন করা হয়নি ৷ বলেন, "যখন সারা দেশে দীপাবলি উদযাপন করে আমরা কালীপুজো করি ৷ যদিও এখানে সারাবছরই পুজো চলে ৷ "

মুম্বই, 15 নভেম্বর : কোরোনা পরিস্থিতিতে স্বাস্ত্যবিধি মেনেই কালীপুজো হল মুম্বইয়ের শিবাজী পার্কে ৷ অনলাইনে অঞ্জলী ও পুজো দেখার ব্য়বস্থা করা হয়েছিল । যদিও অনেকেই প্রতিমা দর্শন করতে মন্দিরে এসেছিলেন ৷

জয় চক্রবর্তী নামে বেঙ্গল ক্লাবের এক সদস্য বলেন, "শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে মায়ের দর্শন করতে ও পুজো দিতে এসে থাকেন ৷ কারণ খুব পুরোনো কালীমন্দির এটি ৷ প্রতিবছর খুব বড় করে উদযাপন করা হয় ৷ কিন্তু এবছর কোরোনা প্যানডেমিকের কারণে সংক্রমণ এড়াতে বাড়ি বসে অনলাইনে পুজো দেখার ব্যবস্থা করা হয়েছে ৷ আমরা ভক্তদের জন্য অনলাইনে সরাসরি পুজো দেখার ব্যবস্থা করি ৷"

তিনি আরও বলেন, এবছর সুরক্ষার কথা মাথায় রেখে ভোগের আয়োজন করা হয়নি ৷ বলেন, "যখন সারা দেশে দীপাবলি উদযাপন করে আমরা কালীপুজো করি ৷ যদিও এখানে সারাবছরই পুজো চলে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.