ETV Bharat / bharat

অযোধ্যা রায়ের পুনর্বিবেচনা চাইবে মুসলিম পার্সোনাল ল বোর্ড - অযোধ্যা জমিজট রায়ের পুনর্বিবেচনার আবেদন

অযোধ্যা জমিজট রায়ের পুনর্বিবেচনার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে চলেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড ৷ সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ডের (AIMPLB) বৈঠক শেষে এমনই জানালেন মৌলানা আরশাদ মাদানি ৷ সুপ্রিম কোর্টের রায় নিয়ে যে তাঁরা সন্তুষ্ট নন, সাফ জানিয়ে দেন তিনি ৷

অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের
author img

By

Published : Nov 17, 2019, 5:22 PM IST

Updated : Nov 17, 2019, 7:20 PM IST

লখনউ (উত্তরপ্রদেশ), 17 নভেম্বর : অযোধ্যা জমিজট মামলার রায়ের পুনর্বিবেচনার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে চলেছে মুসলিম পার্সোনাল ল বোর্ডে ৷ আজই অযোধ্যা রায় নিয়ে সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ডের (AIMPLB) বৈঠক ছিল ৷ বৈঠক শেষে জামাত উলেমা-ই-হিন্দের তরফে মৌলানা আরশাদ মাদানি রায়ের পুনর্বিবেচনার আবেদন করার কথা জানান ৷

অযোধ্যা জমিজটের রায় ঘোষণার পর থেকেই শুরু হয়েছিল চাপানউতোর ৷ রায় ঘোষণার দিনই সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষের আইনজীবী জ়াফরিয়ব জিলানি রায় নিয়ে অসন্তোষের কথা জানিয়েছিলেন ৷

  • Maulana Arshad Madani, Jamiat Ulema-e-Hind on AIMPLB meeting on Supreme Court's Ayodhya Verdict: Despite the fact that we already know that our review petition will be dismissed 100%, we must file a review petition. It is our right. pic.twitter.com/VvvnkqEtnX

    — ANI UP (@ANINewsUP) November 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পূর্বে এলাহাবাদ হাই কোর্ট বিতর্কিত জমি রামলালা, সুন্নি ওয়াকফ বোর্ড এবং নির্মোহি আখরার মধ্যে সমান ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিবাদমান তিন পক্ষ ৷ সম্প্রতি সুপ্রিম কোর্ট জানায় বিতর্কিত জমিতে কোনও মুসলিম ধ্বংসাবশেষ ছিল না ৷ রায় যায় রামলালার পক্ষে ৷ সুপ্রিম কোর্ট ইতিমধ্যে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির গঠনের জন্য কমিটি প্রস্তুত করতে ৷ পাশাপাশি সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র কোথাও জমি দেওয়ার জন্যও কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছিল ৷

বৈঠক শেষে আজ মৌলানা আরশাদ মাদানি বলেন, " আমরা জানি পুনর্বিবেচনার আবেদন 100 শতাংশ খারিজ হয়ে যাবে, তবুও আমরা রায় পুনর্বিবেচনার আবেদন জানাব ৷ এটা আমাদের অধিকার ৷ " পাশাপাশি তিনি ক্ষোভপ্রকাশ করে বলেন, " আমরা 70 বছর ধরে মামলা লড়ছি; কিন্তু কোনও ন্যায়বিচার পেলাম না ৷ এটা আমাদের অহংবোধের বিষয় নয় ৷ এটা শরিয়ৎ আইনের বিষয় ৷ আমাদের মসজিদের জমি নিয়ে নেওয়া হচ্ছে ৷ পরিবর্তে অন্য কোনও জমি দেওয়া হচ্ছে ৷"

লখনউ (উত্তরপ্রদেশ), 17 নভেম্বর : অযোধ্যা জমিজট মামলার রায়ের পুনর্বিবেচনার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে চলেছে মুসলিম পার্সোনাল ল বোর্ডে ৷ আজই অযোধ্যা রায় নিয়ে সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ডের (AIMPLB) বৈঠক ছিল ৷ বৈঠক শেষে জামাত উলেমা-ই-হিন্দের তরফে মৌলানা আরশাদ মাদানি রায়ের পুনর্বিবেচনার আবেদন করার কথা জানান ৷

অযোধ্যা জমিজটের রায় ঘোষণার পর থেকেই শুরু হয়েছিল চাপানউতোর ৷ রায় ঘোষণার দিনই সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষের আইনজীবী জ়াফরিয়ব জিলানি রায় নিয়ে অসন্তোষের কথা জানিয়েছিলেন ৷

  • Maulana Arshad Madani, Jamiat Ulema-e-Hind on AIMPLB meeting on Supreme Court's Ayodhya Verdict: Despite the fact that we already know that our review petition will be dismissed 100%, we must file a review petition. It is our right. pic.twitter.com/VvvnkqEtnX

    — ANI UP (@ANINewsUP) November 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পূর্বে এলাহাবাদ হাই কোর্ট বিতর্কিত জমি রামলালা, সুন্নি ওয়াকফ বোর্ড এবং নির্মোহি আখরার মধ্যে সমান ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিবাদমান তিন পক্ষ ৷ সম্প্রতি সুপ্রিম কোর্ট জানায় বিতর্কিত জমিতে কোনও মুসলিম ধ্বংসাবশেষ ছিল না ৷ রায় যায় রামলালার পক্ষে ৷ সুপ্রিম কোর্ট ইতিমধ্যে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির গঠনের জন্য কমিটি প্রস্তুত করতে ৷ পাশাপাশি সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র কোথাও জমি দেওয়ার জন্যও কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছিল ৷

বৈঠক শেষে আজ মৌলানা আরশাদ মাদানি বলেন, " আমরা জানি পুনর্বিবেচনার আবেদন 100 শতাংশ খারিজ হয়ে যাবে, তবুও আমরা রায় পুনর্বিবেচনার আবেদন জানাব ৷ এটা আমাদের অধিকার ৷ " পাশাপাশি তিনি ক্ষোভপ্রকাশ করে বলেন, " আমরা 70 বছর ধরে মামলা লড়ছি; কিন্তু কোনও ন্যায়বিচার পেলাম না ৷ এটা আমাদের অহংবোধের বিষয় নয় ৷ এটা শরিয়ৎ আইনের বিষয় ৷ আমাদের মসজিদের জমি নিয়ে নেওয়া হচ্ছে ৷ পরিবর্তে অন্য কোনও জমি দেওয়া হচ্ছে ৷"


Kathmandu (Nepal), Nov 17 (ANI): Nepali Prime Minister KP Sharma Oli underwent the third hemodialysis on Saturday. PM Oli had undergone kidney transplant 13 years ago in Apollo Hospital, New Delhi. He is expected to have another as he is reported to have encountered health issues that are growing serious. The Grande International Hospital in Nepal where the prime minister underwent his third dialysis issued a joint release by Prime Minister Private Doctor and Medical Director of the Hospital. PM Oli had undergone a kidney transplant at Apollo Hospital in New Delhi, India. In the following years, he has been going on regular check-ups either to Delhi or Singapore. In his latest foreign check-ups, PM Oli had undergone plasmapheresis at the Singapore-based National University Hospital, in the month of August.


Last Updated : Nov 17, 2019, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.