দিল্লি, 30 জানুয়ারি : মুসলিম মহিলারা মসজিদে প্রবেশ করতে পারেন ৷ তাদের এই অধিকার দেয় ইসলাম ৷ গতকাল সুপ্রিম কোর্টে একথা জানাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ৷ তবে শুক্রবারের প্রার্থনায় মসজিদে যাওয়া মহিলাদের জন্য বাধ্যতামূলক নয়, শীর্ষ আদালতে জানিয়েছে পার্সোনাল ল বোর্ড ৷ প্রসঙ্গত, মহারাষ্ট্রের এক মুসলিম দম্পতি মসজিদে মহিলাদের প্রার্থনার অধিকার নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷ তার শুনানি ছিল গতকাল ৷ সেখানেই মুসলিম ল বোর্ডের তরফে মসজিদে মহিলাদের প্রবেশাধিকারের বিষয়টি জানানো হয় ৷
সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় ল বোর্ড আরও জানিয়েছে, পুরুষ ও মহিলাদের মসজিদে একসঙ্গে বসে প্রার্থনা করার অধিকার দেয় ইসলাম ৷ দুনিয়ার সব মসজিদেই এক নিয়ম ৷ তাদের ধর্মগ্রন্থ এই অনুমতি দেয় ৷ অন্য কোনও ফতোয়াকে মানতে বাধ্য নয় মুসলিম সম্প্রদায়ের মানুষ ৷
প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জ নির্ভয়া অপরাধীর, নাকচ সুপ্রিম কোর্টে
গত বছর অক্টেবরে, ইয়াসমিন জ়ুবের আহমেদ পিরজাদে নামের এক মহিলা সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, মসজিদে মহিলাদের প্রবেশ করতে দেওয়া হয় না ৷ তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয় ৷ মহিলাদের সাংবিধানিক অধিকার, সমানাধিকার ও লিঙ্গ বৈষম্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি ৷ মুসলিম পুরুষ ও মহিলাদের একসঙ্গে প্রার্থনা করতে দেওয়ার দাবিও জানান তিনি ৷ ইয়াসমিনের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সেই সময় নোটিশ জারি করে ৷