ETV Bharat / bharat

মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশাধিকার রয়েছে, সুপ্রিম কোর্টে জানাল ল বোর্ড - Enter in mosque

মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়, মসজিদে মহিলাদের প্রবেশের অধিকার ইসলাম দেয় ৷ তবে শুক্রবারের প্রার্থনায় মহিলাদের মসজিদে গিয়ে প্রার্থনা করা বাধ্যতামূলক নয় ৷

Muslim Women can enter in mosque
মসজিদে প্রবেশ করতে পারবেন মহিলারা
author img

By

Published : Jan 30, 2020, 11:02 AM IST

দিল্লি, 30 জানুয়ারি : মুসলিম মহিলারা মসজিদে প্রবেশ করতে পারেন ৷ তাদের এই অধিকার দেয় ইসলাম ৷ গতকাল সুপ্রিম কোর্টে একথা জানাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ৷ তবে শুক্রবারের প্রার্থনায় মসজিদে যাওয়া মহিলাদের জন্য বাধ্যতামূলক নয়, শীর্ষ আদালতে জানিয়েছে পার্সোনাল ল বোর্ড ৷ প্রসঙ্গত, মহারাষ্ট্রের এক মুসলিম দম্পতি মসজিদে মহিলাদের প্রার্থনার অধিকার নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷ তার শুনানি ছিল গতকাল ৷ সেখানেই মুসলিম ল বোর্ডের তরফে মসজিদে মহিলাদের প্রবেশাধিকারের বিষয়টি জানানো হয় ৷

সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় ল বোর্ড আরও জানিয়েছে, পুরুষ ও মহিলাদের মসজিদে একসঙ্গে বসে প্রার্থনা করার অধিকার দেয় ইসলাম ৷ দুনিয়ার সব মসজিদেই এক নিয়ম ৷ তাদের ধর্মগ্রন্থ এই অনুমতি দেয় ৷ অন্য কোনও ফতোয়াকে মানতে বাধ্য নয় মুসলিম সম্প্রদায়ের মানুষ ৷

প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জ নির্ভয়া অপরাধীর, নাকচ সুপ্রিম কোর্টে


গত বছর অক্টেবরে, ইয়াসমিন জ়ুবের আহমেদ পিরজাদে নামের এক মহিলা সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, মসজিদে মহিলাদের প্রবেশ করতে দেওয়া হয় না ৷ তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয় ৷ মহিলাদের সাংবিধানিক অধিকার, সমানাধিকার ও লিঙ্গ বৈষম্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি ৷ মুসলিম পুরুষ ও মহিলাদের একসঙ্গে প্রার্থনা করতে দেওয়ার দাবিও জানান তিনি ৷ ইয়াসমিনের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সেই সময় নোটিশ জারি করে ৷

দিল্লি, 30 জানুয়ারি : মুসলিম মহিলারা মসজিদে প্রবেশ করতে পারেন ৷ তাদের এই অধিকার দেয় ইসলাম ৷ গতকাল সুপ্রিম কোর্টে একথা জানাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ৷ তবে শুক্রবারের প্রার্থনায় মসজিদে যাওয়া মহিলাদের জন্য বাধ্যতামূলক নয়, শীর্ষ আদালতে জানিয়েছে পার্সোনাল ল বোর্ড ৷ প্রসঙ্গত, মহারাষ্ট্রের এক মুসলিম দম্পতি মসজিদে মহিলাদের প্রার্থনার অধিকার নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷ তার শুনানি ছিল গতকাল ৷ সেখানেই মুসলিম ল বোর্ডের তরফে মসজিদে মহিলাদের প্রবেশাধিকারের বিষয়টি জানানো হয় ৷

সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় ল বোর্ড আরও জানিয়েছে, পুরুষ ও মহিলাদের মসজিদে একসঙ্গে বসে প্রার্থনা করার অধিকার দেয় ইসলাম ৷ দুনিয়ার সব মসজিদেই এক নিয়ম ৷ তাদের ধর্মগ্রন্থ এই অনুমতি দেয় ৷ অন্য কোনও ফতোয়াকে মানতে বাধ্য নয় মুসলিম সম্প্রদায়ের মানুষ ৷

প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জ নির্ভয়া অপরাধীর, নাকচ সুপ্রিম কোর্টে


গত বছর অক্টেবরে, ইয়াসমিন জ়ুবের আহমেদ পিরজাদে নামের এক মহিলা সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, মসজিদে মহিলাদের প্রবেশ করতে দেওয়া হয় না ৷ তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয় ৷ মহিলাদের সাংবিধানিক অধিকার, সমানাধিকার ও লিঙ্গ বৈষম্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি ৷ মুসলিম পুরুষ ও মহিলাদের একসঙ্গে প্রার্থনা করতে দেওয়ার দাবিও জানান তিনি ৷ ইয়াসমিনের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সেই সময় নোটিশ জারি করে ৷

New Delhi, Jan 30 (ANI): 'Sufi Basant' festival was celebrated in the holy shrine of Saint Hazrat Nizamuddin Aulia on January 29. It is celebrated in five major Dargahs of Delhi since the 18th century and accounts of the same have been mentioned in a book - 'Muraqqa-e-Delhi'. Festival of Basant Panchami is being celebrated across India which marks the onset of spring and it is celebrated on fifth day of Magha month of Hindu calendar. Goddess Saraswati - the Goddess of knowledge, arts and music - is worshipped on this occasion. Qawwals gathered together in one of the lanes in the basti and sang qawwalis. Basant festival is the only time of the year when singing qawwali is allowed inside the shrine which is otherwise done outside in the courtyard. Devotees in yellow turbans offered yellow coloured sacred chaadar at the shrine. Various cultural ceremonies are organised on this day.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.