ETV Bharat / bharat

একই সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে খুন 3 BJP নেতা - সাহারানপুর

অজ্ঞাত পরিচয় দুই আততায়ীর হাতে গতকাল খুন হয়ে যান সাহারানপুরের ভারতীয় জনতা পার্টির কর্পোরেটর ধারা সিং ৷ এই নিয়ে পরপর তিন BJP নেতা খুন ৷ রাজনৈতিক হত্যা? না অন্য কিছু? খুনের প্রকৃত কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ ৷

h
author img

By

Published : Oct 13, 2019, 3:38 PM IST

সাহারানপুর, 13 অক্টোবর : গত এক সপ্তাহে তিনটি খুন উত্তরপ্রদেশে ৷ তিনজনেই ভারতীয় জনতা পার্টির সদস্য ৷ তৃতীয় খুনটি হয় গতকাল ৷ ঘটনাস্থান উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দ অঞ্চলে ৷

অজ্ঞাত পরিচয় দুই আততায়ীর হাতে গতকাল খুন হয়ে যান সাহারানপুরের ভারতীয় জনতা পার্টির কর্পোরেটর ধারা সিং ৷ বয়স 47 ৷ তিনি স্থানীয় একটি চিনির কারখানার সেক্টর-ইনচার্জ হিসেবে নিযুক্ত ছিলেন ৷ নিজ বাসস্থান থেকে কাজে যাওয়ার সময় নিকটবর্তী একটি রেলগেটের সামনে তাঁর পথ আগলে দাঁড়ায় দুই অজ্ঞাত পরিচয় যুবক ৷ বাইকে চেপে আসা ওই দুই আঁততায়ী ধারা সিং-কে গুলি করেন ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

সাহারানপুরের SSP দিনেশ কুমার জানান, " রানখণ্ডি রেলগেটের কাছে অজ্ঞাত পরিচয় আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন ধারা সিং ৷ গুরুতরভাবে আহত ওই ব্যক্তিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷"

রাজনৈতিক হত্যা? না অন্য কিছু? খুনের প্রকৃত কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ ৷

দীনেশ কুমার আরও বলেন, " মৃতের পরিবারের সঙ্গে কথা বলে আমরা খুনের কিনারা করার চেষ্টা করছি ৷ "

8 অক্টোবর এই একইরকমভাবে দেওবন্দে খুন হন BJP নেতা চৌধুরি যশপাল সিং ৷ তার দু'দিন বাদে অর্থাৎ 10 অক্টোবর বাস্তি অঞ্চলে খুন হন আরও এক BJP নেতা ৷ নাম কবীর তিওয়ারি ৷ প্রাক্তন এই ছাত্রনেতার খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ৷ সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ ঘটনা এতদূর গড়ায় যে বাস্তির SP পঙ্কজ কুমারকে বদলি করে দেওয়া হয় ৷ এমন কী তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয় ৷

স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত সচিব অবিনাশ অবস্থি জানান, " প্রাথমিক তদন্তে জানা গেছে পঙ্কজ কুমারের গাফিলতি ছিল ৷ তাঁর এই গাফিলতির জন্য তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ বাস্তির DIG-র নির্দেশ সঠিকভাবে পালন করেননি বলে বিভাগীয় তদন্তে জানা গেছে ৷"

এরই মাঝে আবারও তৃতীয় খুনটি ঘটে গেল দেওবন্দ অঞ্চলে গতকাল ৷ পরপর তিন BJP নেতার খুন ৷ এই তিনটি খুনের ঘটনার মধ্যে কোনও মিল আছে কি না তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি ৷

সাহারানপুর, 13 অক্টোবর : গত এক সপ্তাহে তিনটি খুন উত্তরপ্রদেশে ৷ তিনজনেই ভারতীয় জনতা পার্টির সদস্য ৷ তৃতীয় খুনটি হয় গতকাল ৷ ঘটনাস্থান উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দ অঞ্চলে ৷

অজ্ঞাত পরিচয় দুই আততায়ীর হাতে গতকাল খুন হয়ে যান সাহারানপুরের ভারতীয় জনতা পার্টির কর্পোরেটর ধারা সিং ৷ বয়স 47 ৷ তিনি স্থানীয় একটি চিনির কারখানার সেক্টর-ইনচার্জ হিসেবে নিযুক্ত ছিলেন ৷ নিজ বাসস্থান থেকে কাজে যাওয়ার সময় নিকটবর্তী একটি রেলগেটের সামনে তাঁর পথ আগলে দাঁড়ায় দুই অজ্ঞাত পরিচয় যুবক ৷ বাইকে চেপে আসা ওই দুই আঁততায়ী ধারা সিং-কে গুলি করেন ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

সাহারানপুরের SSP দিনেশ কুমার জানান, " রানখণ্ডি রেলগেটের কাছে অজ্ঞাত পরিচয় আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন ধারা সিং ৷ গুরুতরভাবে আহত ওই ব্যক্তিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷"

রাজনৈতিক হত্যা? না অন্য কিছু? খুনের প্রকৃত কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ ৷

দীনেশ কুমার আরও বলেন, " মৃতের পরিবারের সঙ্গে কথা বলে আমরা খুনের কিনারা করার চেষ্টা করছি ৷ "

8 অক্টোবর এই একইরকমভাবে দেওবন্দে খুন হন BJP নেতা চৌধুরি যশপাল সিং ৷ তার দু'দিন বাদে অর্থাৎ 10 অক্টোবর বাস্তি অঞ্চলে খুন হন আরও এক BJP নেতা ৷ নাম কবীর তিওয়ারি ৷ প্রাক্তন এই ছাত্রনেতার খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ৷ সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ ঘটনা এতদূর গড়ায় যে বাস্তির SP পঙ্কজ কুমারকে বদলি করে দেওয়া হয় ৷ এমন কী তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয় ৷

স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত সচিব অবিনাশ অবস্থি জানান, " প্রাথমিক তদন্তে জানা গেছে পঙ্কজ কুমারের গাফিলতি ছিল ৷ তাঁর এই গাফিলতির জন্য তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ বাস্তির DIG-র নির্দেশ সঠিকভাবে পালন করেননি বলে বিভাগীয় তদন্তে জানা গেছে ৷"

এরই মাঝে আবারও তৃতীয় খুনটি ঘটে গেল দেওবন্দ অঞ্চলে গতকাল ৷ পরপর তিন BJP নেতার খুন ৷ এই তিনটি খুনের ঘটনার মধ্যে কোনও মিল আছে কি না তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি ৷

Shivamogga (Karnataka), Oct 13 (ANI): One elephant, Naganna, recently died after getting infected by the virus Herpes in Karnataka's Shivamogga. The virus threat at Shivamogga Sakrebailu Elephant Camp has become a cause of concern. Chandrasekhar, Deputy Forest Conservator, said that precautionary measures are being taken to ensure the rest of the elephants do not get infected by Herpes."We are taking precautionary measures in the camp for the rest of the elephant. Ten elephants are under observation and have been kept outside Sakrebailu Elephant Camp," he said. As many as 24 elephants in the camp are undergoing treatment.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.