ETV Bharat / bharat

জন্মদিনের অছিলায় উত্তরপ্রদেশে 20 শিশুকে পণবন্দী খুনে অভিযুক্তর - 20 শিশুকে পণবন্দী

ঘটনাস্থান ঘিরে রেখেছে পুলিশ ৷ শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে ৷ ঘটনার খোঁজখবর নিচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ কয়েকঘণ্টা পর একটি শিশুকে ছাড়ে অভিযুক্ত ব্যক্তি ৷

20 শিশুকে পণবন্দী
20 শিশুকে পণবন্দী
author img

By

Published : Jan 31, 2020, 1:27 AM IST

ফারুখাবাদ (উত্তরপ্রদেশে), 31 জানুয়ারি : মেয়ের জন্মদিন রয়েছে ৷ সেই অছিলায় প্রতিবেশী শিশুদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল ৷ শিশুরা যাওয়ার পরই তাদের পণবন্দী করল খুনে অভিযুক্ত এক ব্যক্তি ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের ফারুখাবাদের ৷

অভিযুক্তর নাম সুভাষ বাথাম ৷ একটি খুনের মামলায় সে অভিযুক্ত ৷ সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছে ৷ তার বাড়ি ফারুখাবাদের কাঠারিয়া গ্রামে ৷ মেয়ের জন্মদিন পালনের জন্য আজ প্রতিবেশী শিশুদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল ৷

বাড়িতে 20 জনের মতো শিশু আসার পরই সবাইকে পণবন্দী করে সে ৷ তার স্ত্রী ও একবছরের মেয়েও ভিতরে রয়েছে ৷

পণবন্দীর খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ বাড়িটি ঘিরে ফেলে ৷ তবে শিশুদের নিরাপত্তার জন্য ভিতরে ঢোকেনি ৷ শিশুদের ছেড়ে দেওয়া নিয়ে অভিযুক্তর সঙ্গে আলোচনা শুরু করে ৷ সেইসময় এক বিধায়ক এবং ফারুখাবাদের পুলিশ সুপারকে আলোচনার জন্য কাছে ডাকে সুভাষ ৷ তাঁদের সঙ্গে সতীশ চন্দ্র দুবে নামে এক গ্রামবাসী সামনে গেলে গুলি চালায় সে ৷ সতীশের পায়ে গুলি লাগে ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

এরপর পুলিশকে লক্ষ্য করেও সে গুলি চালায় ৷ এমনকী, একটি হ্যান্ড গ্রেনেড ছোড়ে ৷ তাতে তিন পুলিশকর্মী এবং এক গ্রামবাসী আহত হয়েছেন ৷


মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব, DGP, ADGP( আইনশৃঙ্খলা) ৷ যোগী আদিত্যনাথ ফারুখাবাদের জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথাও বলেন ৷

শিশুদের উদ্ধারে ডাকা হয়েছে অ্যান্টি টেরোরিজ়ম স্কয়্যাডকে (ATS) ৷ ATS-র একটি টিম ফারুখাবাদের উদ্দেশে রওনা দিয়েছে ৷

উত্তরপ্রদেশ পুলিশের ADG (আইনশৃঙ্খলা) পি ভি রামাশাস্ত্রী বলেন, "বাড়িটিতে 20 জনের মতো শিশু রয়েছে ৷ উদ্ধারকাজ চলছে ৷ কুইক রেসপন্স টিম (QRT) এবং স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ঘটনাস্থানে রয়েছে ৷ ATS টিম আসছে ৷"

DGP ও পি সিং বলেন, শিশুদের যাতে কোনও ক্ষতি না হয়, সেজন্য প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়া হচ্ছে ৷ শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে যত দ্রুত সম্ভব উদ্ধারের চেষ্টা চলছে ৷ পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থানে রয়েছেন ৷ স্থানীয় বিধায়ক নগেন্দ্র সিং অভিযুক্তর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন ৷

ফারুখাবাদ (উত্তরপ্রদেশে), 31 জানুয়ারি : মেয়ের জন্মদিন রয়েছে ৷ সেই অছিলায় প্রতিবেশী শিশুদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল ৷ শিশুরা যাওয়ার পরই তাদের পণবন্দী করল খুনে অভিযুক্ত এক ব্যক্তি ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের ফারুখাবাদের ৷

অভিযুক্তর নাম সুভাষ বাথাম ৷ একটি খুনের মামলায় সে অভিযুক্ত ৷ সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছে ৷ তার বাড়ি ফারুখাবাদের কাঠারিয়া গ্রামে ৷ মেয়ের জন্মদিন পালনের জন্য আজ প্রতিবেশী শিশুদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল ৷

বাড়িতে 20 জনের মতো শিশু আসার পরই সবাইকে পণবন্দী করে সে ৷ তার স্ত্রী ও একবছরের মেয়েও ভিতরে রয়েছে ৷

পণবন্দীর খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ বাড়িটি ঘিরে ফেলে ৷ তবে শিশুদের নিরাপত্তার জন্য ভিতরে ঢোকেনি ৷ শিশুদের ছেড়ে দেওয়া নিয়ে অভিযুক্তর সঙ্গে আলোচনা শুরু করে ৷ সেইসময় এক বিধায়ক এবং ফারুখাবাদের পুলিশ সুপারকে আলোচনার জন্য কাছে ডাকে সুভাষ ৷ তাঁদের সঙ্গে সতীশ চন্দ্র দুবে নামে এক গ্রামবাসী সামনে গেলে গুলি চালায় সে ৷ সতীশের পায়ে গুলি লাগে ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

এরপর পুলিশকে লক্ষ্য করেও সে গুলি চালায় ৷ এমনকী, একটি হ্যান্ড গ্রেনেড ছোড়ে ৷ তাতে তিন পুলিশকর্মী এবং এক গ্রামবাসী আহত হয়েছেন ৷


মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব, DGP, ADGP( আইনশৃঙ্খলা) ৷ যোগী আদিত্যনাথ ফারুখাবাদের জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথাও বলেন ৷

শিশুদের উদ্ধারে ডাকা হয়েছে অ্যান্টি টেরোরিজ়ম স্কয়্যাডকে (ATS) ৷ ATS-র একটি টিম ফারুখাবাদের উদ্দেশে রওনা দিয়েছে ৷

উত্তরপ্রদেশ পুলিশের ADG (আইনশৃঙ্খলা) পি ভি রামাশাস্ত্রী বলেন, "বাড়িটিতে 20 জনের মতো শিশু রয়েছে ৷ উদ্ধারকাজ চলছে ৷ কুইক রেসপন্স টিম (QRT) এবং স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ঘটনাস্থানে রয়েছে ৷ ATS টিম আসছে ৷"

DGP ও পি সিং বলেন, শিশুদের যাতে কোনও ক্ষতি না হয়, সেজন্য প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়া হচ্ছে ৷ শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে যত দ্রুত সম্ভব উদ্ধারের চেষ্টা চলছে ৷ পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থানে রয়েছেন ৷ স্থানীয় বিধায়ক নগেন্দ্র সিং অভিযুক্তর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন ৷

Intro:Body:

breaking


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.