মুম্বই, 4 অক্টোবর : প্রায় ছয় মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে ফের খুলে যাচ্ছে মহারাষ্ট্রের রেস্তরাঁ, বার, হোটেল । আট লাখেরও বেশি রেস্তরাঁ, বার ও হোটেল রয়েছে মহারাষ্ট্রে । কোরোনার জেরে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে বন্ধ ছিল এগুলি । অবশেষে আনলকের পঞ্চম পর্যায়ে ফের একবার খোলার অনুমতি মিলল ।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে 28 সেপ্টেম্বর ঘোষণা করেছিলেন মুম্বইয়ের সব রেস্তরাঁ ও হোটেল খোলার বিষয়ে । মহারাষ্ট্রে বছরে প্রায় 18,000 কোটি টাকারও বেশি আয় হয় এই ক্ষেত্রগুলি থেকে । প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 2 কোটি 40 লাখ মানুষ রেস্তরাঁ ও হোটেলগুলিতে কাজ করেন । এগুলির মধ্যে শুধুমাত্র মুম্বইতেই রয়েছে এক লাখেও বেশি হোটেল-রেস্তরাঁ ও বার ।
আরও পড়ুন : আনলক-5 : স্কুল-কলেজ খোলার অনুমতি কেন্দ্রের
ওয়েস্টার্ন ইন্ডিয়ার হোটেল ও রেস্তরাঁ অ্যাসোসিয়েশনের সভাপতি শেরি ভাটিয়া বলেন, "মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে যে ছয় মাস ব্যবসা বন্ধ ছিল, সেই ছয় মাসের জন্য লাইসেন্স ফি মকুব করার জন্য আমাদের আবেদনের বিষয়ে বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন ।"
লকডাউনের সময়েও রেস্তরাঁগুলির একটি অংশ হোম ডেলিভারির মাধ্যমে চালু ছিল । এবার পুরো দমে চালু করার অনুমতি দেওয়া হলেও কোরোনা সংক্রান্ত যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে । কেবলমাত্র 50 শতাংশ আসনেই গ্রাহকদের বসার ব্যবস্থা করতে পারবে রেস্তরাঁগুলি । বাধ্যতামূলক করা হয়েছে সামাজিক দূরত্ববিধিও ।