ETV Bharat / bharat

পিটার মুখোপাধ্যায়কে জামিন মুম্বই হাইকোর্টের - মুম্বই হাইকোর্টে জামিনে মুক্তি পিটার মুখোপাধ্যায়ের

শিনা বোরা খুনের ঘটনায় 2015 সালের 19 নভেম্বর পিটার মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় । আজ মুম্বই হাইকোর্টের বিচারপতি নীতিন সামব্রে 2 লাখ টাকার বন্ডে পিটার মুখোপাধ্যায়কে জামিন দেন ।

peter
পিটার
author img

By

Published : Feb 6, 2020, 5:56 PM IST

মুম্বই, 6 ফেব্রুয়ারি : মু্ম্বই হাইকোর্টে জামিন পেলেন পিটার মুখোপাধ্যায় । শিনা বোরা খুনের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল । প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে আদালতের তরফে জানানো হয়েছে । তবে এখনই ছাড়া পাচ্ছেন না তিনি ৷ সেন্ট্রাল বিউরো অফ ইনভেস্টিগেশন (CBI)-র অনুরোধে আদালত তার রায়ের উপর 6 সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে ।

শিনা বোরা খুনের ঘটনায় 2015 সালের 19 নভেম্বর পিটার মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় । এই ঘটনায় তাঁর প্রাক্তন স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায় প্রধান অভিযুক্ত । 2012 সালে 24 এপ্রিল শিনা বোরাকে খুনের অভিযোগ ওঠে । ইন্দ্রাণীর আগের পক্ষের মেয়ে ছিলেন শিনা বোরা । মেয়েকে খুনের ঘটনায় গ্রেপ্তার হন ইন্দ্রাণী । 2015 সালে ঘটনাটি প্রকাশ্যে আসে । যখন ইন্দ্রাণীর গাড়ি চালক শ্যামওয়ার রাইকে অন্য একটি ঘটনায় গ্রেপ্তার করা হয় । গাড়িচালকের বিরুদ্ধে অভিযোগ, ইন্দ্রাণীকে মৃতদেহ লুকিয়ে ফেলতে সাহায্য করেছিল সে ।

মুম্বই হাইকোর্টের বিচারপতি নীতিন সামব্রে 2 লাখ টাকার বন্ডে পিটার মুখোপাধ্যায়কে জামিন দেন । বিচারপতি বলেন, "যে সময় ঘটনাটি ঘটেছিল সেই সময়ে পিটার দেশে ছিলেন না । তিনি চার বছরের বেশি জেলে রয়েছেন । সম্প্রতি তাঁর বাইপাস সার্জারি হয়েছে । "

মুম্বই, 6 ফেব্রুয়ারি : মু্ম্বই হাইকোর্টে জামিন পেলেন পিটার মুখোপাধ্যায় । শিনা বোরা খুনের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল । প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে আদালতের তরফে জানানো হয়েছে । তবে এখনই ছাড়া পাচ্ছেন না তিনি ৷ সেন্ট্রাল বিউরো অফ ইনভেস্টিগেশন (CBI)-র অনুরোধে আদালত তার রায়ের উপর 6 সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে ।

শিনা বোরা খুনের ঘটনায় 2015 সালের 19 নভেম্বর পিটার মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় । এই ঘটনায় তাঁর প্রাক্তন স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায় প্রধান অভিযুক্ত । 2012 সালে 24 এপ্রিল শিনা বোরাকে খুনের অভিযোগ ওঠে । ইন্দ্রাণীর আগের পক্ষের মেয়ে ছিলেন শিনা বোরা । মেয়েকে খুনের ঘটনায় গ্রেপ্তার হন ইন্দ্রাণী । 2015 সালে ঘটনাটি প্রকাশ্যে আসে । যখন ইন্দ্রাণীর গাড়ি চালক শ্যামওয়ার রাইকে অন্য একটি ঘটনায় গ্রেপ্তার করা হয় । গাড়িচালকের বিরুদ্ধে অভিযোগ, ইন্দ্রাণীকে মৃতদেহ লুকিয়ে ফেলতে সাহায্য করেছিল সে ।

মুম্বই হাইকোর্টের বিচারপতি নীতিন সামব্রে 2 লাখ টাকার বন্ডে পিটার মুখোপাধ্যায়কে জামিন দেন । বিচারপতি বলেন, "যে সময় ঘটনাটি ঘটেছিল সেই সময়ে পিটার দেশে ছিলেন না । তিনি চার বছরের বেশি জেলে রয়েছেন । সম্প্রতি তাঁর বাইপাস সার্জারি হয়েছে । "




New Delhi, Feb 06 (ANI): Prime Minister Narendra Modi replied in Lok Sabha to the Motion of Thanks on the President's Address, on February 06. Prime Minister took a dig at Adhir Ranjan Chowdhury over his 'proactive gestures'in Parliament. "When I see and hear Adhir Ranjan Chowdhury ji, I congratulate Kiren Rijiju ji, Adhir ji promotes the 'Fit India Movement' launched by Rijiju ji very well. He also does gymming while delivering his speeches,"said the Prime Minister.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.