ETV Bharat / bharat

সীমান্তে উত্তেজনা : মাঝপথে ফিরে গেল ভারতগামী কানাডার বিমান - air canada

ভারত-পাক টানাপোড়েনের মাঝেই পরিষেবা স্থগিত রাখল এয়ার কানাডা। গতকাল থেকে ভারতে তারা নিজেদের পরিষেবা স্থগিত রাখা হয়েছে।

এয়ার কানাডার বিমান
author img

By

Published : Feb 28, 2019, 7:18 AM IST

দিল্লি, ২৮ ফেব্রুয়ারি : ভারত-পাক টানাপোড়েনের মাঝেই পরিষেবা স্থগিত রাখল এয়ার কানাডা। সংস্থার তরফে বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, ভারত ও কানাডার মধ্যে যাত্রীবাহী বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে, গতকাল টরেন্টো থেকে ভারতে আসার সময় মাঝপথে একটি বিমানকে টরেন্টোয় ফিরিয়ে আনা হয়েছে।

গতকাল থেকে ভারতে তাদের পরিষেবা স্থগিত করে দিয়েছে এয়ার কানাডা। এয়ার কানাডার তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, "যে সমস্ত যাত্রীরা আমাদের সিদ্ধান্তের জন্য সমস্যায় পড়েছেন তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। পুরো বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। যত শীঘ্র সম্ভব পরিষেবা স্বাভাবিক করা হবে।"

টরেন্টো ও ভ্যানকুভার থেকে দিল্লি পর্যন্ত দৈনিক বিমান পরিষেবা রয়েছে এয়ার কানাডার। এছাড়া টরেন্টো ও মুম্বইয়ের মধ্যে সপ্তাহে চারটি করে বিমান চালায় সংস্থাটি।

অন্যদিকে এই পরিস্থিতিতে ভারতের কয়েকটি বিমান সংস্থা দেশের একাধিক রুটে ভাড়া বাড়িয়েছে বলে জানা গেছে। মুম্বই ও দিল্লির মধ্যে বিমান ভাড়া প্রায় ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। কয়েকটি পর্যটন সংস্থা ও যাত্রীদের একাংশ জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে ডোমেস্টিক রুটে বিমান ভাড়া একধাক্কায় বেড়েছে অনেকটাই।

undefined

দিল্লি, ২৮ ফেব্রুয়ারি : ভারত-পাক টানাপোড়েনের মাঝেই পরিষেবা স্থগিত রাখল এয়ার কানাডা। সংস্থার তরফে বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, ভারত ও কানাডার মধ্যে যাত্রীবাহী বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে, গতকাল টরেন্টো থেকে ভারতে আসার সময় মাঝপথে একটি বিমানকে টরেন্টোয় ফিরিয়ে আনা হয়েছে।

গতকাল থেকে ভারতে তাদের পরিষেবা স্থগিত করে দিয়েছে এয়ার কানাডা। এয়ার কানাডার তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, "যে সমস্ত যাত্রীরা আমাদের সিদ্ধান্তের জন্য সমস্যায় পড়েছেন তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। পুরো বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। যত শীঘ্র সম্ভব পরিষেবা স্বাভাবিক করা হবে।"

টরেন্টো ও ভ্যানকুভার থেকে দিল্লি পর্যন্ত দৈনিক বিমান পরিষেবা রয়েছে এয়ার কানাডার। এছাড়া টরেন্টো ও মুম্বইয়ের মধ্যে সপ্তাহে চারটি করে বিমান চালায় সংস্থাটি।

অন্যদিকে এই পরিস্থিতিতে ভারতের কয়েকটি বিমান সংস্থা দেশের একাধিক রুটে ভাড়া বাড়িয়েছে বলে জানা গেছে। মুম্বই ও দিল্লির মধ্যে বিমান ভাড়া প্রায় ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। কয়েকটি পর্যটন সংস্থা ও যাত্রীদের একাংশ জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে ডোমেস্টিক রুটে বিমান ভাড়া একধাক্কায় বেড়েছে অনেকটাই।

undefined

Chennai (Tamil Nadu), Feb 28 (ANI): A 35-year-old man from Chennai began a mission naming 'Freedom Seat' in Chennai on Wednesday. He will ride 8500+km from Chennai to Hamburg in Germany in 90 days on a cycle to raise awareness about human trafficking and child abuse. Naresh Kumar aims to raise charity for survivors of human trafficking and child abuse. Speaking to ANI, Naresh Kumar said, "The reason for this cause is to end human slavery. I am very self-sustained on this journey. I will be going through 12 different borders through Middle East and Europe. I have done similar missions in New Zealand and Australia, and all for the same cause."

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.