ETV Bharat / bharat

দেশের 50টি বিস্ফোরণে অভিযুক্ত, নিখোঁজ হওয়া ডঃ বম্বকে গ্রেপ্তার পুলিশের - Doctor Bomb

দেশের প্রায় 50 টি বিস্ফোরণে অভিযুক্ত নিখোঁজ জালিস আনসারিকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশ । কয়েকদিন আগে প্যারোলে জেল থেকে মুক্তি পায় সে । তাকে যাবজ্জীবন সাজা দিয়েছিল আদালত ।

Mumbai Blasts Convict "Doctor Bomb" Who Jumped Parole Arrested In UP
নিখোঁজ ডঃ বম্বকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশ
author img

By

Published : Jan 18, 2020, 8:41 AM IST

Updated : Jan 18, 2020, 10:33 AM IST

লখনউ, 18 জানুয়ারি : নিখোঁজ জালিস আনসারি ওরফে ডঃ বম্বকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ জালিস আনসারি, উত্তরপ্রদেশের সন্ত কবির নগরের বাসিন্দা ৷ তিনি একজন MBBS ৷ গত 16 তারিখ থেকেই নিখোঁজ ছিল 1993 - র মু্ম্বই বিস্ফোরণে অভিযুক্ত জালিস ( 68 ) ৷ কয়েকদিন আগে প্যারোলে জেল থেকে মুক্তি পায় সে ৷ তাকে যাবজ্জীবন জেলের সাজা শোনায় আদালত ৷

পুলিশ সূত্রে খবর, আনসারি নেপাল রুটে দেশ থেকে পালানোর চেষ্টা করছিল ৷ তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷ উত্তরপ্রদেশের শীর্ষ পুলিশকর্তা ও পি সিং বলেন , " গতকাল মসজিদ থেকে বেরোনোর সময় জালিস আনসারিকে গ্রেপ্তার করা হয় ৷ তাকে লখনউতে আনা হয়েছে । এটি উত্তরপ্রদেশ পুলিশের একটি অন্যতম সফলতা ৷ "

পুলিশের সন্দেহ, জালিস দেশের 50 টিরও বেশি বোমা বিস্ফোরণের সঙ্গে যুক্ত ৷ সে SIMI , ইন্ডিয়ান মুজাহিদিন-এর মতো সন্ত্রাসবাদী দলের সঙ্গে যুক্ত ৷ তিনি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে বোমা বানাতে শেখান বলেও অভিযোগ ৷ 2008 ও 2011 সালের মু্ম্বই হামলায় NIA-র তরফে তাকে জিজ্ঞাসাবাদও করা হয় ৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, আনসারিকে রাজস্থানের আজমের কেন্দ্রীয় কারাগারে রাখা হয় ৷ সেখান থেকে তিন সপ্তাহের প্যারোলে সে মুক্তি পায় ৷ চলতি সপ্তাহে শুক্রবার তার আত্মসমর্পণ করার কথা ছিল ৷ প্যারোল চলাকালীন তার উপস্থিতি নিশ্চিত করতে প্রতিদিন অগ্রিপদা থানায় 10.30 থেকে 12টার মধ্যে তাকে হাজিরার নির্দেশ ছিল । তবে গত বৃহস্পতিবার আনসারি থানায় যায়নি ৷ এরপর তার ছেলে আনসারির নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা, মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী স্কয়্যাড ঘটনার তদন্তে নামে ৷

লখনউ, 18 জানুয়ারি : নিখোঁজ জালিস আনসারি ওরফে ডঃ বম্বকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ জালিস আনসারি, উত্তরপ্রদেশের সন্ত কবির নগরের বাসিন্দা ৷ তিনি একজন MBBS ৷ গত 16 তারিখ থেকেই নিখোঁজ ছিল 1993 - র মু্ম্বই বিস্ফোরণে অভিযুক্ত জালিস ( 68 ) ৷ কয়েকদিন আগে প্যারোলে জেল থেকে মুক্তি পায় সে ৷ তাকে যাবজ্জীবন জেলের সাজা শোনায় আদালত ৷

পুলিশ সূত্রে খবর, আনসারি নেপাল রুটে দেশ থেকে পালানোর চেষ্টা করছিল ৷ তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷ উত্তরপ্রদেশের শীর্ষ পুলিশকর্তা ও পি সিং বলেন , " গতকাল মসজিদ থেকে বেরোনোর সময় জালিস আনসারিকে গ্রেপ্তার করা হয় ৷ তাকে লখনউতে আনা হয়েছে । এটি উত্তরপ্রদেশ পুলিশের একটি অন্যতম সফলতা ৷ "

পুলিশের সন্দেহ, জালিস দেশের 50 টিরও বেশি বোমা বিস্ফোরণের সঙ্গে যুক্ত ৷ সে SIMI , ইন্ডিয়ান মুজাহিদিন-এর মতো সন্ত্রাসবাদী দলের সঙ্গে যুক্ত ৷ তিনি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে বোমা বানাতে শেখান বলেও অভিযোগ ৷ 2008 ও 2011 সালের মু্ম্বই হামলায় NIA-র তরফে তাকে জিজ্ঞাসাবাদও করা হয় ৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, আনসারিকে রাজস্থানের আজমের কেন্দ্রীয় কারাগারে রাখা হয় ৷ সেখান থেকে তিন সপ্তাহের প্যারোলে সে মুক্তি পায় ৷ চলতি সপ্তাহে শুক্রবার তার আত্মসমর্পণ করার কথা ছিল ৷ প্যারোল চলাকালীন তার উপস্থিতি নিশ্চিত করতে প্রতিদিন অগ্রিপদা থানায় 10.30 থেকে 12টার মধ্যে তাকে হাজিরার নির্দেশ ছিল । তবে গত বৃহস্পতিবার আনসারি থানায় যায়নি ৷ এরপর তার ছেলে আনসারির নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা, মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী স্কয়্যাড ঘটনার তদন্তে নামে ৷

New Delhi, Jan 17 (ANI): Lawyer of Nirbhaya's parents, Seema Kushwaha, on January 17 thanked President Ram Nath Kovind for rejecting the mercy plea of one of the convicts in the heinous rape case. She said, "This is very good news for us, we are going to argue on Patiala Court on stopping the other three convicts on filing mercy plea as they have already given seven days time earlier to file the mercy plea, so that the death sentence will be executed on coming 22 Jan." She also said that hanging Nirbhaya's culprits will also impact other rape cases in the country. The President rejected the mercy plea of Mukesh Singh, one of the four men facing the gallows in the 2012 Nirbhaya gangrape and murder case.
Last Updated : Jan 18, 2020, 10:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.