লখনউ, 18 জানুয়ারি : নিখোঁজ জালিস আনসারি ওরফে ডঃ বম্বকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ জালিস আনসারি, উত্তরপ্রদেশের সন্ত কবির নগরের বাসিন্দা ৷ তিনি একজন MBBS ৷ গত 16 তারিখ থেকেই নিখোঁজ ছিল 1993 - র মু্ম্বই বিস্ফোরণে অভিযুক্ত জালিস ( 68 ) ৷ কয়েকদিন আগে প্যারোলে জেল থেকে মুক্তি পায় সে ৷ তাকে যাবজ্জীবন জেলের সাজা শোনায় আদালত ৷
পুলিশ সূত্রে খবর, আনসারি নেপাল রুটে দেশ থেকে পালানোর চেষ্টা করছিল ৷ তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷ উত্তরপ্রদেশের শীর্ষ পুলিশকর্তা ও পি সিং বলেন , " গতকাল মসজিদ থেকে বেরোনোর সময় জালিস আনসারিকে গ্রেপ্তার করা হয় ৷ তাকে লখনউতে আনা হয়েছে । এটি উত্তরপ্রদেশ পুলিশের একটি অন্যতম সফলতা ৷ "
পুলিশের সন্দেহ, জালিস দেশের 50 টিরও বেশি বোমা বিস্ফোরণের সঙ্গে যুক্ত ৷ সে SIMI , ইন্ডিয়ান মুজাহিদিন-এর মতো সন্ত্রাসবাদী দলের সঙ্গে যুক্ত ৷ তিনি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে বোমা বানাতে শেখান বলেও অভিযোগ ৷ 2008 ও 2011 সালের মু্ম্বই হামলায় NIA-র তরফে তাকে জিজ্ঞাসাবাদও করা হয় ৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, আনসারিকে রাজস্থানের আজমের কেন্দ্রীয় কারাগারে রাখা হয় ৷ সেখান থেকে তিন সপ্তাহের প্যারোলে সে মুক্তি পায় ৷ চলতি সপ্তাহে শুক্রবার তার আত্মসমর্পণ করার কথা ছিল ৷ প্যারোল চলাকালীন তার উপস্থিতি নিশ্চিত করতে প্রতিদিন অগ্রিপদা থানায় 10.30 থেকে 12টার মধ্যে তাকে হাজিরার নির্দেশ ছিল । তবে গত বৃহস্পতিবার আনসারি থানায় যায়নি ৷ এরপর তার ছেলে আনসারির নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা, মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী স্কয়্যাড ঘটনার তদন্তে নামে ৷