দিল্লি, 9 অগাস্ট : কংগ্রেসের নতুন সভাপতি নিয়ে প্রতিক্ষার অবসান হতে চলেছে সম্ভবত শনিবারই । সেই সভাপতি খুব সম্ভবত গান্ধি পরিবারের বাইরের কেউ । উঠে আসছে মুকুল ওয়াসনিকের নাম ৷
শুক্রবার UPA চেয়ারপার্সন সোনিয়া গান্ধির বাড়িতে বৈঠক করেন আহমেদ প্যাটেল, কে সি বেণুগোপাল, এ কে অ্যান্টনি-সহ দলের অভিজ্ঞ নেতারা । শনিবার বসছে কংগ্রেস কর্মসমিতির বৈঠক । সেখানেই সম্ভবত ঠিক হয়ে যাবে নতুন সভাপতির নাম । 59 বছর বয়সি মুকুল ওয়াসনিক এক সময় কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন । কংগ্রেসের আগামী সাংগঠনিক নির্বাচন পর্যন্ত তিনিই সভাপতি থাকতে পারেন । দু'দশকের মধ্যে এই প্রথম গান্ধি পরিবারের কাউকে কংগ্রেসের সর্বোচ্চ পদে বসানোর কথা হচ্ছে ।
কংগ্রেস সূত্রে খবর, প্রশাসনিক দক্ষতার কারণে দলের সভাপতির দৌড়ে এগিয়ে রয়েছেন মুকুল । দলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি । শুধু তাই নয় পি ভি নরসিমা রাও এবং মনমোহন সিং সরকারে তিনি মন্ত্রীও ছিলেন ।
শনিবার কংগ্রেসের কর্মসমিতি আনুষ্ঠানিকভাবে রাহুল গান্ধিকে ধন্যবাদ জ্ঞাপন করবে দলকে এতদিন নেতৃত্ব দেওয়ার জন্য ৷ রাহুল ইস্তফা দেওয়ার সময়েই বলেছিলেন, এবার গান্ধি পরিবারের বাইরে কাউকে কংগ্রেস সভাপতি পদে বেছে নিতে হবে । সোনিয়া এবং সদ্য রাজনীতিতে যোগ দেওয়া প্রিয়ঙ্কা গান্ধিও দলের শীর্ষ পদে থাকতে রাজি হননি । কংগ্রেসের 134 বছরের ইতিহাসে বেশিরভাগ সময় নেহরু-গান্ধি পরিবারের সদস্যরাই দলের শীর্ষ পদে থেকেছেন । বর্তমানে ওই পরিবারের তিন সদস্য, সোনিয়া, রাহুল ও প্রিয়ঙ্কা রাজনীতিতে সক্রিয় হলেও দলের হাল ধরতে রাজি নন কেউ ৷ গান্ধি পরিবারের বাইরে কারও হাতেই দলের রাশ থাকবে বলে মনে করা হচ্ছে ৷ সেই সূত্রেই উঠে আসছে ওয়াসনিকের নাম ৷