ETV Bharat / bharat

কংগ্রেস সভাপতির দৌড়ে এগিয়ে মুকুল ওয়াসনিক, ঘোষণা কালই? - Politics

প্রশাসনিক দক্ষতার কারণে দলের সভাপতির দৌড়ে এগিয়ে রয়েছেন মুকুল ওয়াসনিক

কংগ্রেসের নতুন সভাপতির দৌড়ে এগিয়ে মুকুল ওয়াসনিক, ঘোষণা কালই?
author img

By

Published : Aug 9, 2019, 9:34 PM IST

Updated : Aug 10, 2019, 7:35 AM IST

দিল্লি, 9 অগাস্ট : কংগ্রেসের নতুন সভাপতি নিয়ে প্রতিক্ষার অবসান হতে চলেছে সম্ভবত শনিবারই । সেই সভাপতি খুব সম্ভবত গান্ধি পরিবারের বাইরের কেউ । উঠে আসছে মুকুল ওয়াসনিকের নাম ৷

শুক্রবার UPA চেয়ারপার্সন সোনিয়া গান্ধির বাড়িতে বৈঠক করেন আহমেদ প্যাটেল, কে সি বেণুগোপাল, এ কে অ্যান্টনি-সহ দলের অভিজ্ঞ নেতারা । শনিবার বসছে কংগ্রেস কর্মসমিতির বৈঠক । সেখানেই সম্ভবত ঠিক হয়ে যাবে নতুন সভাপতির নাম । 59 বছর বয়সি মুকুল ওয়াসনিক এক সময় কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন । কংগ্রেসের আগামী সাংগঠনিক নির্বাচন পর্যন্ত তিনিই সভাপতি থাকতে পারেন । দু'দশকের মধ্যে এই প্রথম গান্ধি পরিবারের কাউকে কংগ্রেসের সর্বোচ্চ পদে বসানোর কথা হচ্ছে ।

কংগ্রেস সূত্রে খবর, প্রশাসনিক দক্ষতার কারণে দলের সভাপতির দৌড়ে এগিয়ে রয়েছেন মুকুল । দলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি । শুধু তাই নয় পি ভি নরসিমা রাও এবং মনমোহন সিং সরকারে তিনি মন্ত্রীও ছিলেন ।

শনিবার কংগ্রেসের কর্মসমিতি আনুষ্ঠানিকভাবে রাহুল গান্ধিকে ধন্যবাদ জ্ঞাপন করবে দলকে এতদিন নেতৃত্ব দেওয়ার জন্য ৷ রাহুল ইস্তফা দেওয়ার সময়েই বলেছিলেন, এবার গান্ধি পরিবারের বাইরে কাউকে কংগ্রেস সভাপতি পদে বেছে নিতে হবে । সোনিয়া এবং সদ্য রাজনীতিতে যোগ দেওয়া প্রিয়ঙ্কা গান্ধিও দলের শীর্ষ পদে থাকতে রাজি হননি । কংগ্রেসের 134 বছরের ইতিহাসে বেশিরভাগ সময় নেহরু-গান্ধি পরিবারের সদস্যরাই দলের শীর্ষ পদে থেকেছেন । বর্তমানে ওই পরিবারের তিন সদস্য, সোনিয়া, রাহুল ও প্রিয়ঙ্কা রাজনীতিতে সক্রিয় হলেও দলের হাল ধরতে রাজি নন কেউ ৷ গান্ধি পরিবারের বাইরে কারও হাতেই দলের রাশ থাকবে বলে মনে করা হচ্ছে ৷ সেই সূত্রেই উঠে আসছে ওয়াসনিকের নাম ৷

দিল্লি, 9 অগাস্ট : কংগ্রেসের নতুন সভাপতি নিয়ে প্রতিক্ষার অবসান হতে চলেছে সম্ভবত শনিবারই । সেই সভাপতি খুব সম্ভবত গান্ধি পরিবারের বাইরের কেউ । উঠে আসছে মুকুল ওয়াসনিকের নাম ৷

শুক্রবার UPA চেয়ারপার্সন সোনিয়া গান্ধির বাড়িতে বৈঠক করেন আহমেদ প্যাটেল, কে সি বেণুগোপাল, এ কে অ্যান্টনি-সহ দলের অভিজ্ঞ নেতারা । শনিবার বসছে কংগ্রেস কর্মসমিতির বৈঠক । সেখানেই সম্ভবত ঠিক হয়ে যাবে নতুন সভাপতির নাম । 59 বছর বয়সি মুকুল ওয়াসনিক এক সময় কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন । কংগ্রেসের আগামী সাংগঠনিক নির্বাচন পর্যন্ত তিনিই সভাপতি থাকতে পারেন । দু'দশকের মধ্যে এই প্রথম গান্ধি পরিবারের কাউকে কংগ্রেসের সর্বোচ্চ পদে বসানোর কথা হচ্ছে ।

কংগ্রেস সূত্রে খবর, প্রশাসনিক দক্ষতার কারণে দলের সভাপতির দৌড়ে এগিয়ে রয়েছেন মুকুল । দলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি । শুধু তাই নয় পি ভি নরসিমা রাও এবং মনমোহন সিং সরকারে তিনি মন্ত্রীও ছিলেন ।

শনিবার কংগ্রেসের কর্মসমিতি আনুষ্ঠানিকভাবে রাহুল গান্ধিকে ধন্যবাদ জ্ঞাপন করবে দলকে এতদিন নেতৃত্ব দেওয়ার জন্য ৷ রাহুল ইস্তফা দেওয়ার সময়েই বলেছিলেন, এবার গান্ধি পরিবারের বাইরে কাউকে কংগ্রেস সভাপতি পদে বেছে নিতে হবে । সোনিয়া এবং সদ্য রাজনীতিতে যোগ দেওয়া প্রিয়ঙ্কা গান্ধিও দলের শীর্ষ পদে থাকতে রাজি হননি । কংগ্রেসের 134 বছরের ইতিহাসে বেশিরভাগ সময় নেহরু-গান্ধি পরিবারের সদস্যরাই দলের শীর্ষ পদে থেকেছেন । বর্তমানে ওই পরিবারের তিন সদস্য, সোনিয়া, রাহুল ও প্রিয়ঙ্কা রাজনীতিতে সক্রিয় হলেও দলের হাল ধরতে রাজি নন কেউ ৷ গান্ধি পরিবারের বাইরে কারও হাতেই দলের রাশ থাকবে বলে মনে করা হচ্ছে ৷ সেই সূত্রেই উঠে আসছে ওয়াসনিকের নাম ৷

New Delhi, Aug 9(ANI): The National Film Festival Awards which is India's most prominent award ceremony celebrating the best of Indian Cinema was announced. National Film awards turn 66. Every year, the awards are announced in April and the ceremony is held on May. But this year, the awards were postponed in the wake of the general elections. The jury members of the NFA submitted their report to Information and Broadcasting Minister Prakash Javadekar with their final recommendations in various categories. The winning list is being released by the Information and Broadcasting, Along with 'Andhadhun' many movies like 'URI' brags the National Film Awards.
Last Updated : Aug 10, 2019, 7:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.