দিল্লি, 27 সেপ্টেম্বর: এগিয়ে আসছে বিহারের বিধানসভা নির্বাচন । রণকৌশল ঠিক করতে আদা জল খেয়ে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলি । নির্বাচনের রণকৌশল ঠিক করতে এবার কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের সঙ্গে সাক্ষাৎ করলেন বিকাশশীল দলের প্রধান মুকেশ সাহানি । নির্বাচনী কৌশল, আসন ভাগাভাগির বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ।
সূত্রের খবর, 25টি আসনে লড়াইয়ের লক্ষ্য রয়েছে মুকেশ সাহানির । বিহারে UPA ক্ষমতায় আসলে তিনি যেন উপ-মুখ্যমন্ত্রী পদে আসীন হন । আগাম সেই আবেদনও করেছেন সাহানি । জোট থেকে সরে গিয়েছে কয়েকটি দল । তাই VIP-কে জিততে গেলে 25টি আসনে লড়তেই হবে বলে দাবি জানান সাহানি ।
মহাজোট থেকে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন মুখমন্ত্রী তথা হিন্দুস্তানি আওম মোর্চার জাতীয় সভাপতি জিতান রাম মানঝি । যোগদান করেছেন NDA -তে । সূত্রের খবর RLSP প্রধান উপেন্দ্র কুসওয়ালা মহাজোটে 35টি আসন চেয়েছেন । তবে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে তেজস্বী যাদবকে গ্রহণ করতে নারাজ এই মহাজোট । উপেন্দ্র কুসওয়ালার দাবিকে উড়িয়ে দিয়েছে RJD । খুব শিগগিরই এই দল থেকে বেশ কয়েজন মাথা যোগ দিতে পারেন NDA -তে ।
এদিকে, কংগ্রেসের স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান অবিনাশ পান্ডে জানান, RJD এবং কংগ্রেস যদি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে কে নির্বাচিত হবেন সেই সম্পর্কে যৌথ সিদ্ধান্তে না আসে তবে একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস । তিন দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন । প্রথম দফায় ভোটগ্রহণ হবে 28 অক্টোবর । দ্বিতীয় দফায় হবে 3 নভেম্বর ও তৃতীয় দফায় ভোট গ্রহণ পর্ব 7 নভেম্বর । 10 নভেম্বর ফলাফল ঘোষিত হবে।