ETV Bharat / bharat

'' খেলা দেখতেই মুলতুবি রাজ্যসভার অধিবেশন '' - New Zealand

স্বপনবাবুর কথায়, আসলে সাংসদরা ভারত-নিউজ়িল্যান্ডের ম্যাচ দেখতে চেয়েছিলেন। আর অন্য কিছু হতেই পারে না।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 9, 2019, 6:42 PM IST

Updated : Jul 10, 2019, 1:28 AM IST

দিল্লি, 9 জুলাই: কর্নাটক সরকারের টালমাটাল পরিস্থিতি। এনিয়ে সাংসদদের বাগবিতণ্ডায় আজ উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভার অধিবেশন । শেষ পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন । তা নিয়ে বিরোধী দলের সাংসদদের একহাত নিলেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ।

টুইটে তিনি লেখেন, "আসলে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় গোলমাল করেছে বিশেষ কারণে । ভারত ও নিউজ়িল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ যাতে দেখতে পারেন সেজন্য ওই দুই দলের সাংসদরা রাজ্যসভায় ঝামেলা করেছিল যাতে অধিবেশন মুলতুবি হয়ে যায় । এছাড়া আর কোনও কারণ থাকতেই পারে না । "

উল্লেখ্য, আজ টসে জিতে প্রথমে ব্যাট করে নিউজ়িল্যান্ড । কিন্তু তাদের শুরুটা ভালো হয়নি । বুমরা-ভুবির দাপটে কিউইদের প্রথম রান আসে ইনিংসের 17তম বলে । ধীর গতিতে রান করায় চাপে পড়ে কিউইরা । স্বপনবাবুর টুইটকে নেটিজ়েনদের অনেকেই সমর্থন জানিয়েছেন। কেউ কেউ অবশ্য পালটা BJP-র বিরুদ্ধে তোপ দাগেন ।

দিল্লি, 9 জুলাই: কর্নাটক সরকারের টালমাটাল পরিস্থিতি। এনিয়ে সাংসদদের বাগবিতণ্ডায় আজ উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভার অধিবেশন । শেষ পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন । তা নিয়ে বিরোধী দলের সাংসদদের একহাত নিলেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ।

টুইটে তিনি লেখেন, "আসলে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় গোলমাল করেছে বিশেষ কারণে । ভারত ও নিউজ়িল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ যাতে দেখতে পারেন সেজন্য ওই দুই দলের সাংসদরা রাজ্যসভায় ঝামেলা করেছিল যাতে অধিবেশন মুলতুবি হয়ে যায় । এছাড়া আর কোনও কারণ থাকতেই পারে না । "

উল্লেখ্য, আজ টসে জিতে প্রথমে ব্যাট করে নিউজ়িল্যান্ড । কিন্তু তাদের শুরুটা ভালো হয়নি । বুমরা-ভুবির দাপটে কিউইদের প্রথম রান আসে ইনিংসের 17তম বলে । ধীর গতিতে রান করায় চাপে পড়ে কিউইরা । স্বপনবাবুর টুইটকে নেটিজ়েনদের অনেকেই সমর্থন জানিয়েছেন। কেউ কেউ অবশ্য পালটা BJP-র বিরুদ্ধে তোপ দাগেন ।

New Delhi, July 09(ANI): Actor Jessica Chastain revealed that the filming of her upcoming film '355' has officially commenced. She shared a behind-the-scenes clip of the film and wrote, "Principal photography for '355' movie has officially commenced!" The clip features Chastain meeting her co-stars and the film director, Simon Kinberg. Along with Chastain, the film also has Diane Kruger, Lupita Nyong'o, Fan Bingbing, Penelope Cruz, Sebastian Stan, and Edgar Ramirez. The upcoming thriller is being directed by Simon Kinberg, who has previously helmed 'Dark Phoenix'. The film revolves around Chastain, Nyong'o, Cruz and Fan, who play spies from international agencies around the world. These women must bond together, overcoming their suspicions and conflicts, to use all their talents and training to stop an event from occurring that could thrust the teetering world into total chaos.
Along the way, these strangers and enemies become comrades and friends, and a new faction is formed - code-named '355'. The movie is being produced by Chastain through her Freckle Films banner alongside Kelly Carmichael and Kinberg.

Last Updated : Jul 10, 2019, 1:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.