ETV Bharat / bharat

চাকরির নামে বিদেশে পাচার, যুবতিকে ফেরানোর আর্জি মায়ের

author img

By

Published : Feb 4, 2020, 9:49 PM IST

বিদেশে চাকরির টোপ দিয়ে রিয়াধে পাচার করে দেওয়া হয়েছে মেয়েকে ৷ তাকে দেশে ফিরিয়ে আনার জন্য মা সায়েদা সুলতানা কাতর আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে ৷

syeda sultana
সায়েদা সুলতানা

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি : কথা ছিল বিদেশে বিউটিশিয়ানের চাকরি দেবে ৷ মোটা টাকার মাইনের ফাঁদে পা দিয়ে 2017 সালে 2 জন এজেন্টের হাতে মেয়েকে তুলে দেন হায়দরাবাদের বাসিন্দা সায়েদা সুলতানা ৷ কিন্তু কথা মতো হয়নি কিছুই ৷ বিউটিশিয়ানের চাকরি তো দূরের কথা ৷ কপালে জোটে লোকের বাড়িতে ঝি-এর কাজ ৷ ঠিক করে মেলে না খাবার কিংবা জলও ৷ এভাবেই কেটে গেছে 3 বছর ৷

আমরিন সুলতানা যখন 16 বছরের, চাঁদ নামে এক এজেন্ট তার মা সায়েদা সুলতানাকে বলে, সে সৌদি আরবের দাম্মাম শহরে আমরিনকে বিউটিশিয়ানের চাকরি দেবে ৷ 20 থেকে 25 হাজার টাকা মাইনে পাবে আমরিন ৷ আমরিনের বাবা মারা যাওয়ায় তাদের পরিবারের অবস্থা ভালো নয় ৷ তাই এত টাকা মাইনের কথা শুনে আমরিন এক কথায় রাজি হয়ে যায় ৷ কিন্তু আমরিনকে দাম্মামের বদলে রিয়াধে পাচার করে দেয় চাঁদ ৷ সেখানে তাকে লোকের বাড়িতে কাজ করতে হত, ঠিক করে মিলত না খাবার বা সামান্য পানীয় জলটুকুও ৷ উপরন্তু পাওনা ছিল মারধর ৷

বিদেশে চাকরির টোপ দিয়ে রিয়াধে পাচার করে দেওয়া মেয়েকে দেশে ফিরিয়ে আনার জন্য এখন মা সায়েদা সুলতানা কাতর আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে ৷ আমরিনের মা সায়েদা সুলতানা বলেন, ‘‘আমরিনকে যখন রিয়াধ নিয়ে যায়, তখন আধার কার্ড অনুযায়ী ওর বয়স ছিল 16 বছর ৷ কিন্তু এজেন্ট নকল কাগজ বানিয়ে তাতে আমরিনের বয়স দেখায় 28 বছর ৷ আমার কেন্দ্রীয় সরকার ও রিয়াধের ভারতীয় দুতাবাসের কাছে অনুরোধ, তারা যেন আমার মেয়েকে রিয়াধ থেকে উদ্ধার করে এই দেশে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনে ৷’’

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি : কথা ছিল বিদেশে বিউটিশিয়ানের চাকরি দেবে ৷ মোটা টাকার মাইনের ফাঁদে পা দিয়ে 2017 সালে 2 জন এজেন্টের হাতে মেয়েকে তুলে দেন হায়দরাবাদের বাসিন্দা সায়েদা সুলতানা ৷ কিন্তু কথা মতো হয়নি কিছুই ৷ বিউটিশিয়ানের চাকরি তো দূরের কথা ৷ কপালে জোটে লোকের বাড়িতে ঝি-এর কাজ ৷ ঠিক করে মেলে না খাবার কিংবা জলও ৷ এভাবেই কেটে গেছে 3 বছর ৷

আমরিন সুলতানা যখন 16 বছরের, চাঁদ নামে এক এজেন্ট তার মা সায়েদা সুলতানাকে বলে, সে সৌদি আরবের দাম্মাম শহরে আমরিনকে বিউটিশিয়ানের চাকরি দেবে ৷ 20 থেকে 25 হাজার টাকা মাইনে পাবে আমরিন ৷ আমরিনের বাবা মারা যাওয়ায় তাদের পরিবারের অবস্থা ভালো নয় ৷ তাই এত টাকা মাইনের কথা শুনে আমরিন এক কথায় রাজি হয়ে যায় ৷ কিন্তু আমরিনকে দাম্মামের বদলে রিয়াধে পাচার করে দেয় চাঁদ ৷ সেখানে তাকে লোকের বাড়িতে কাজ করতে হত, ঠিক করে মিলত না খাবার বা সামান্য পানীয় জলটুকুও ৷ উপরন্তু পাওনা ছিল মারধর ৷

বিদেশে চাকরির টোপ দিয়ে রিয়াধে পাচার করে দেওয়া মেয়েকে দেশে ফিরিয়ে আনার জন্য এখন মা সায়েদা সুলতানা কাতর আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে ৷ আমরিনের মা সায়েদা সুলতানা বলেন, ‘‘আমরিনকে যখন রিয়াধ নিয়ে যায়, তখন আধার কার্ড অনুযায়ী ওর বয়স ছিল 16 বছর ৷ কিন্তু এজেন্ট নকল কাগজ বানিয়ে তাতে আমরিনের বয়স দেখায় 28 বছর ৷ আমার কেন্দ্রীয় সরকার ও রিয়াধের ভারতীয় দুতাবাসের কাছে অনুরোধ, তারা যেন আমার মেয়েকে রিয়াধ থেকে উদ্ধার করে এই দেশে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনে ৷’’


Patna (Bihar), Feb 04 (ANI): The poster war is continued between Rashtriya Janata Dal (RJD) and Janata Dal (United) in Patna. RJD put 'mocking' poster of Bihar Chief Minister Nitish Kumar. Mockery image of Prime Minister Narendra Modi can also be seen at the poster. In the poster, RJD put several question marks over his tenure in the state. The fight between the RJD and JD(U) has come to light ahead of Bihar Vidhan Sabha polls.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.