ETV Bharat / bharat

লকডাউনের পরে চাকরি ফিরে পাওয়ার আশায় 73 শতাংশ ভারতীয় - বেকারত্ব

লকডাউনের জেরে শহরের বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন । এই পরিস্থিতিতে তাঁঁরা আশা করছেন, লকডাউন উঠলে চাকরি ফিরে পাবেন ।

Jobs in India after lockdown
লকডাউনের পরে ভারতে কর্মসংস্থান
author img

By

Published : Jun 7, 2020, 1:42 PM IST

দিল্লি, 7 জুন : লকডাউনে দেশের বিভিন্ন শহরের কর্মহীন হয়ে পড়া মানুষ কাজ ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন । ইপসোস নামে একটি সংস্থার সাম্প্রতিক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে ।

সমীক্ষায় দেখা গেছে, শহরবাসীদের মধ্যে যারা কাজ হারিয়েছেন, তাঁঁদের বেশিরভাগ মনে করেন, লকডাউন তুলে নেওয়ার পর তাঁঁরা চাকরি ফিরে পাবেন । সংস্থার পক্ষ থেকে এই বিষয়ের উপর সারা বিশ্বে সমীক্ষা চালানো হয় । তারমধ্যে কাজ ফিরে পাওয়ার আশা ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি । আমেরিকা অস্ট্রেলিয়া ও ব্রাজিলের মতো দেশে মোট 16টি মার্কেটে সমীক্ষা চালানো হয় । তারমধ্যে 73 শতাংশ ভারতীয় চাকরি ফিরে পাওয়ার আশা করেছেন ।

ইপসোসের ভারতীয় শাখার CEO অমিত আদারকর জানান, কোরোনা ভাইরাসের জেলে বহু সংস্থা ঝাঁপ ফেলেছে । এই পরিস্থিতিতে ফ্রান্সের বাসিন্দারা সব থেকে বেশি নিরাশ । সে দেশের নাগরিকদের 69 শতাংশ মনে করেন, তাঁঁদের চাকরি ফিরবে না । একইভাবে স্পেনের 62 শতাংশ, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ আফ্রিকার 61 শতাংশ মানুষ মনে করেন তাদের কাজ ফিরবে না ।

দিল্লি, 7 জুন : লকডাউনে দেশের বিভিন্ন শহরের কর্মহীন হয়ে পড়া মানুষ কাজ ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন । ইপসোস নামে একটি সংস্থার সাম্প্রতিক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে ।

সমীক্ষায় দেখা গেছে, শহরবাসীদের মধ্যে যারা কাজ হারিয়েছেন, তাঁঁদের বেশিরভাগ মনে করেন, লকডাউন তুলে নেওয়ার পর তাঁঁরা চাকরি ফিরে পাবেন । সংস্থার পক্ষ থেকে এই বিষয়ের উপর সারা বিশ্বে সমীক্ষা চালানো হয় । তারমধ্যে কাজ ফিরে পাওয়ার আশা ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি । আমেরিকা অস্ট্রেলিয়া ও ব্রাজিলের মতো দেশে মোট 16টি মার্কেটে সমীক্ষা চালানো হয় । তারমধ্যে 73 শতাংশ ভারতীয় চাকরি ফিরে পাওয়ার আশা করেছেন ।

ইপসোসের ভারতীয় শাখার CEO অমিত আদারকর জানান, কোরোনা ভাইরাসের জেলে বহু সংস্থা ঝাঁপ ফেলেছে । এই পরিস্থিতিতে ফ্রান্সের বাসিন্দারা সব থেকে বেশি নিরাশ । সে দেশের নাগরিকদের 69 শতাংশ মনে করেন, তাঁঁদের চাকরি ফিরবে না । একইভাবে স্পেনের 62 শতাংশ, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ আফ্রিকার 61 শতাংশ মানুষ মনে করেন তাদের কাজ ফিরবে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.