ETV Bharat / bharat

সিনেমাস্কোপে এক দশক

দশকের শেষপ্রান্তে দাঁড়িয়ে রয়েছি আমরা । ফিরে দেখা যাক এই দশকের অন্যতম 25টি ছবি ।

author img

By

Published : Dec 29, 2019, 8:28 PM IST

Updated : Jan 5, 2020, 3:25 PM IST

film
film

দশক পেরিয়ে যাচ্ছি আমরা । স্মৃতির বায়োস্কোপে চোখ রেখে ফিরে দেখার সময় । এই দশ বছরে ভারতীয় ও আন্তর্জাতিক সিনেমায় বহু ছবি বারবার আলোচনায় উঠে এসেছে । বক্সঅফিস হিট হয়েছে প্রচুর ছবি । আবার কোনও কোনও ছবি বক্সঅফিসে সেভাবে সাড়া না ফেললেও সমালোচক ও সমঝদারদের প্রশংসা পেয়েছিল । দশক শেষের দোরগোড়ায় এসে তেমনই কয়েকটি ছবিকে ফিরে দেখা যাক আরও একবার ।

গ্যাংস অফ ওয়াসেপুর (1 ও 2 ) (2012)

film
গ্যাংস অফ ওয়াসেপুর

অনুরাগ কাশ্যপের অন্যতম আলোচিত ছবি গ্যাংস অফ ওয়াসেপুর 1 ও 2 । ওয়াসেপুরের কয়লা মাফিয়াদের পারিবারিক ও গোষ্ঠীদ্বন্দ্ব এবং স্থানীয় রাজনীতি ছবির বিষয়বস্তু । বলিউডের 'লার্জার দ্যান লাইফ' ইওটোপিয়ান ন্যারেটিভকে ভেঙে দৃশ্যায়িত হয়েছিল ডিসটোপিয়া ও ডার্কনেস । এই ছবির জন্য মনোজ বাজপেয়ি সেরা অভিনেতা হিসেবে পেয়েছেন এশিয়া পেসিফিক পুরস্কার । নওয়াজ়উদ্দিন সিদ্দিকি পেয়েছেন জাতীয় পুরস্কার । ছবিটি আন্তর্জাতিক ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি পুরস্কার পায় সেরা সংলাপের জন্য । বেস্ট ফিল্ম (ক্রিটিক্স) হিসেবে জিতে নেয় 2013-র ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড । ছবিতে আঞ্চলিক গানের ব্যবহার প্রশংসিত হয়েছিল ।

কাহানি (2012)

সুজয় ঘোষ পরিচালিত কাহানি ছবিটি সাড়া ফেলেছিল দর্শকমহলে । কলকাতার প্রেক্ষাপটে তৈরি ছবিটির প্রধান চরিত্র বিদ্যা বাগচি লন্ডন থেকে কলকাতায় আসেন তাঁর নিখোঁজ স্বামীর খোঁজে । এরপর সময়ের সঙ্গে সঙ্গে খুলতে থাকে একে একে রহস্যের পরত । প্রধান নারী চরিত্রকে কেন্দ্র করে থ্রিলারের এক অসাধারণ স্ক্রিনপ্লে উপহার দিয়েছিলেন সুজয় । সেরা পরিচালক হিসেবে জিতে ছিলেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড । স্ক্রিনপ্লে রাইটার হিসেবে জিতেছিলেন জাতীয় পুরস্কারও । বিদ্যা বালান জিতেছিলেন সেরা অভিনেত্রীর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ।

কুইন (2013)

বিকাশ বহেল পরিচালিত 'কুইন' 2015 সালে সেরা ছবি হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল । প্রধান চরিত্র রানির ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা রানাওয়াত । পেয়েছিলেন সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার । ছবির গল্পে জীবনের বাঁধা ছক থেকে বেরিয়ে স্বাধীনতা খুঁজেছিলেন রানি । সেই অর্থে নারী স্বাধীনতাই এই ছবির প্রধান চরিত্র । সমালোচক মহলে প্রশংসিত হয়েছিল, বক্সঅফিসেও সাড়া জাগিয়েছিল 'কুইন' ।

বাহুবলী : দ্য কনক্লুশন (2017) ও বাহুবলী : দ্য বিগিনিং (2015)

film
বাহুবলী

ভারতের বিগ বাজেট ছবিগুলির মধ্যে অন্যতম বাহুবলী । বাহুবলী : দ্য বিগিনিং-এ যে রহস্য তৈরি হয়েছিল, বাহুবলীকে কাটাপ্পা কেন মেরেছিল সেই রহস্যের সমাধান হয় দ্য কনক্লুসন পার্টে । গ্রাফিক্সের এরকম অসাধারণ ব্যবহার খুব কম ভারতীয় ছবিতেই এখনও পর্যন্ত দেখা গেছে । বিদেশেও জনপ্রিয় হয় ছবিদুটি ।

মাসান (2015)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মাসান শব্দের অর্থ 'শ্মশান' । অর্থাৎ মৃত্যুর জঠরে যেন ভালবাসার সূত্রপাত হয়েছিল এই ছবির ন্যারেটিভে । আঞ্চলিক পরিসর ও সংস্কৃতির দৃশ্যায়ন এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় । সেরা ডেবিউ পরিচালক হিসেবে এই ছবির পরিচালক নীরজ ঘ্যায়ন পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড । ইন্ডিয়ান ওশিয়েন ব্যান্ডের সঙ্গীত প্রশংসিত হয়েছিল ।

পিকু (2015)

শহর কলকাতা সুজিত সরকার পরিচালিত এই ছবির অন্যতম প্রেক্ষাপট । এক মেয়ে ও তাঁর বৃদ্ধ বাবার সম্পর্কের রসায়ন এই ছবির স্টোরিলাইন । অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি পিকু বাঙালির মন যেমন জয় করেছিল, একইসঙ্গে প্রশংসিত হয়েছিল জাতীয় দর্শকের কাছে । ছবির চিত্রনাট্য সমালোচকমহলে প্রশংসা পেয়েছিল । শ্রেষ্ঠ চিত্রনাট্য লেখক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন জুহি চতুর্বেদী ।

লিপস্টিক আন্ডার মাই বুরখা (2016)

অলংকৃতা শ্রীবাস্তব পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার আগেই শোরগোল ফেলেছিল । ইন্ডিয়ান ফিল্ম সেনসর বোর্ড ছবিটিকে 'অবাস্তব' ও 'অশ্লীল' বলে প্রথমে ছাড়পত্র দেয়নি । তারপর আইন-আদালতের ঝক্কি পেরিয়ে অবশেষে মুক্তি পায় ছবিটি । সাড়াও ফেলেছিল দর্শকমহলে । বুরখার আড়ালে থাকা নারীসত্ত্বাকে বড়পর্দায় দেখিয়েছিল লিপস্টিক আন্ডার মাই বুরখা ।

দঙ্গল (2016)

নীতেশ তিওয়ারি পরিচালিত গীতা ফোগত ও ববিতা কুমারীর জীবনীমূলক ছবি দঙ্গল । নারী প্রধান এই ছবিটি বক্স অফিসে হিট হয়েছিল । পেয়েছিল সমালোচকদের প্রশংসা । আমির খানের অভিনয়ও প্রশংসিত হয়েছিল । শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ ছবি হিসেবে জিতেছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ।

পিঙ্ক (2016)

অনিরুদ্ধ রায়চৌধুরি পরিচালনা করেন । ছবিটির প্রযোজনা করেছিলেন সুজিত সরকার । অমিতাভ বচ্চন অভিনীত ছবিটি সাড়া ফেলেছিল দর্শক মহলে । তিনজন চাকুরিজীবী স্বাধীন মেয়ের জীবনযাপনই এই ছবির কেন্দ্রবিন্দু । ছবির প্লাস পয়েন্ট সংলাপ । শান্তনু মৈত্রের ব্যাকগ্রাউন্ড স্কোর ছবিটিকে একটি অন্যমাত্রা দেয় । তৈরি হয় থ্রিল, একটু একটু করে গড়ে দেয় লড়াইয়ের জমি । সামাজিক সমস্যার উপর তৈরি শ্রেষ্ঠ ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিল পিঙ্ক ।

প্যাডম্যান (2018)

film
প্যাডম্যান

মহিলাদের ঋতু চলাকালীন তাঁদের স্বাস্থ্যসচেতনতা ও স্যানিটারি প্যাড ব্যবহার এই ছবির বিষয়বস্তু । ছবিটি পরিচালনা করেছিলেন আর বালকি । অরুণাচলম মুরুগানানথম গ্রামের দরিদ্র মহিলাদের জন্য সস্তায় স্যানিটারি ন্যাপকিন তৈরি করতেন । তাঁর জীবনের উপর তৈরি এই ছবিটি । অরুণাচলমের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার । ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্নে সেরা অভিনেতা ও সেরা পরিচালকের পুরস্কার পান অক্ষয় কুমার ও আর বালকি ।

অক্টোবর (2018)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সুজিত সরকারের 'অক্টোবর' ছবি একটি অন্যরকম ভালোবাসার ছবি । ড্যান (অভিনয়ে বরুণ ধাওয়ান) এবং শিউলি (অভিনয়ে- বনিতা) ছবির প্রধান দুই চরিত্র । ছবিটি সাড়া ফেলেছিল দর্শক ও সমালোচক মহলে । ছবির গল্প জুহি চতুর্বেদীর । অভীক মুখোপাধ্যায়ের সিনেমাটোগ্রাফি ও শান্তনু মৈত্রর মিউজ়িক প্রশংসিত হয়েছিল । বলিউড মেনস্ট্রিমে 'অক্টোবর' এক স্বতন্ত্র্য প্রেমের ছবি । সেরা অভিনেতা হিসেবে NBT উৎসব পুরস্কার (2018) পেয়েছিলেন বরুণ ধাওয়ান ।

শব্দ (2012)

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি শব্দ-তে একজন ফলি শিল্পী প্রধান ভূমিকায় রয়েছেন । তাঁর পার্সেপশন থেকে ফুটিয়ে তোলা হয়েছে ছবির দৃশ্যপট । ছবিতে পালটে গেছে শব্দের বাঁধা ধরা ব্যবহার । প্রাথমিক শব্দগুলি গৌণ হয়ে ওঠে, প্রাধান্য পায় অ্যাম্বিয়েন্স (পারিপার্শ্বিক) শব্দ । পরিচালকের এই পদক্ষেপ বাংলা ছবিকে এক নতুন বিষয়ের সঙ্গে পরিচয় করিয়েছে । বাংলা ভাষায় শ্রেষ্ঠ ছবি হিসেবে শব্দ জাতীয় পুরস্কার পায় । সমালোচক মহলে সাড়া ফেলেছিল ছবিটি ।

চিত্রাঙ্গদা (2012)

film
চিত্রাঙ্গদা

রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা নৃত্যনাট্যকে সমকালীন দৃষ্টিকোণ থেকে দর্শকদের সামনে উপস্থাপন করেছিলেন ঋতুপর্ণ ঘোষ । অভিনয় করেছিলেন ঋতুপর্ণ ঘোষ , জিশু সেনগুপ্ত । জেন্ডার এবং প্রেম এই ছবির ন্যারেটিভে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরা হয় । প্রাধান্য পায় অপূর্ণ ইচ্ছেগুলো । জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল চিত্রাঙ্গদা ।

আসা যাওয়ার মাঝে (2014)

আদিত্য বিক্রম সেনগুপ্তের প্রথম পরিচালনা । কম বাজেটে তৈরি ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিল সমালোচক মহলে । প্রায় সংলাপহীন ছবিটি নিঃশব্দের এক ভালবাসার গল্প বলে । ছবির লং শট, লং টেক এক নতুনের সাক্ষী বানায় বাংলা ছবিকে । শ্রেষ্ঠ অডিয়োগ্রাফির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিল আসা যাওয়ার মাঝে । প্রশংসিত হয়েছিল ঋত্বিক চক্রবর্তী ও বাসবদত্তার অভিনয় ।

film
আসা যাওয়ার মাঝে

দ্য কোর্ট (2015)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

62তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ফিচার ফিল্ম হিসেবে মনোনীত হয়েছিল কোর্ট । আঞ্চলিক ভাষার ছবিগুলির মধ্যে অন্যতম প্রশংসিত ছবিটি জিতে নিয়েছিল 17টি আন্তর্জাতিক পুরস্কারও । কোর্টরুম ড্রামার সত্যতা দৃশ্যায়িত হয়েছিল এই ছবিতে । একজন সমাজকর্মীর মুম্বই সেশন কোর্টে বিচার ও তাকে ঘিরে একাধিক ঘটনাই এই ছবির স্টোরিলাইন । ফিকশন ও ননফিকশন ন্যারেটিভের মধ্যবর্তী বিভাজনরেখা মুছে দিয়েছিল মারাঠি ভাষার ছবি কোর্ট ।

চার্লি (2015)

মার্টিন প্রাক্কট পরিচালিত দুলকার সলমন ও পার্বতী অভিনীত ছবি 'চার্লি' । মালায়লম ছবির ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে বেশি ব্যবসা করেছে এই ছবিটি । ভবঘুরে চার্লির প্রেমে পড়ে টেসরা খুঁজে বেড়ায় তাকে । আর এইভাবেই এগোয় ছবির গল্প । কেরালা চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবি , শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেত্রী , শ্রেষ্ঠ আলোকচিত্র, শ্রেষ্ঠ চিত্রনাট্য , শ্রেষ্ঠ আর্ট ডিরেকশন , শ্রেষ্ঠ সাউন্ড মিক্সিং-র পুরস্কার পায় ।

সহজ পাঠের গপ্পো (2017)

film
সহজ পাঠের গপ্পো

মানসমুকুল পাল পরিচালিত ছবি সহজ পাঠের গপ্পো ছবিটির ন্যারেটিভ এক শিশুর দৃষ্টিভঙ্গী থেকে দেখা । ছবিতে বিষাদের একাধিক এলিমেন্ট থাকলেও ছবিটিতে দুঃখ নেই কোনও । বেঁচে থাকা আর তার পাশাপাশি রয়েছে ঈশ্বরের সঙ্গে শিশুমনের কথোপকথন, যে মন ঈশ্বরকে প্রায়ই প্রশ্ন করে সেই গ্রামেরই জনৈক ব্যক্তি তাঁর বাড়িতে তাদের খাওয়ার নিমন্ত্রণ করবে তো ? বাংলার গ্রাম্য পরিসর এই ছবিতে দৃশ্যায়িত হয়েছিল । শ্রেষ্ঠ শিশু অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পায় নুর ইসলাম ও সামিউল আলম ।

ভিলেজ রকস্টার (2017)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অসমের একটি ছোটো গ্রামের কয়েকটি ছোটো ছেলে-মেয়ে রকস্টার হওয়ার স্বপ্ন দেখে । প্রধান চরিত্র ধুনু একটা গিটার কিনতে চায় । রিমা দাস পরিচালিত এই ছবিটি অহমিয়া ভাষায় শ্রেষ্ঠ ছবি হিসেবে জাতীয় পুরস্কার জেতে । ব্রিক্স ফিল্ম ফেস্টিভালে জেতে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড । বক্স অফিসে সেভাবে সাড়া না ফেললেও সমালোচকমহলে প্রশংসিত হয়েছিল ভিলেজ রকস্টার । ছবিতে দৃশ্যায়িত হয়েছিল অসমের এক প্রত্যন্ত গ্রামের আঞ্চলিক সংস্কৃতি ।

দিস ইজ় নট আ ফিল্ম (2011)

film
দিস ইজ় নট আ ফিল্ম

অফসাইড ছবিটি পরিচালনা করেছিলেন জাফর পানাহি । তারপরই রাষ্ট্রের কাছে তিনি বিতর্কিত হয়ে ওঠেন । ইরানিয়ান নিউ ওয়েভের এই বিখ্যাত পরিচালকের থেকে কেড়ে নেওয়া হয় ক্যামেরা । তাঁকে গৃহবন্দী করা হয় । এরপরও তিনি দিস ইজ় নট আ ফিল্ম বানান । সেই ছবির ন্যারেটিভে জানা যায় কেমন আছেন পরিচালক । জীবনযাপনের এক তথ্যচিত্রই হয়ে উঠেছে ফিকশন ন্যারেটিভ । কান চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হন জাফর পানাহি ।

দ্য ডার্ক নাইট রাইজ়েস (2012)

ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান ট্রিলজির তৃতীয় তথা শেষ ছবি । সুপারহিরো কমিকস্ট্রিপের তথাকথিত হিরো বনাম ভিলেনের একপার্শ্বিক লড়াইয়ের বদলে বহুমাত্রিক চরিত্রগুলির জটিলতা ও সংঘাত, রাষ্ট্রের ক্ষমতার অলিন্দে দুর্নীতির ব্যাভিচার ছিল এই ছবির মূল উপজীব্য । বাড়তি পাওনা অসাধারণ সিনেমাটোগ্রাফি । ছবিটি সমালোচকদের প্রশংসা আদায়ের পাশাপাশি বক্সঅফিসেও ঝড় তুলেছিল ।

ব্লু ইজ় দ্য ওয়ার্মেস্ট কালার (2013)

film
ব্লু ইজ় দ্য ওয়ার্মেস্ট কালার

আবদুল্লাতিফ কাশিশের পরিচালিত ব্লু ইজ় দ্য ওয়ার্মেস্ট কালার পেয়েছিল পাম দে'অঁর পুরস্কার । এছাড়াও আন্তর্জাতিকস্তরে প্রশংসা পায় ছবিটি । জিতে নেয় একাধিক পুরস্কার । সমলিঙ্গের দুই মানুষের প্রেমের আখ্যান উপহার পেয়েছিল দর্শকমহল ।

ট্রেন টু বুসান (2016)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ইয়ন সাং হো পরিচালিত ট্রেন টু বুসান ছবিটি আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে । দক্ষিণ কোরিয়ার জ়ম্বি হরর-থ্রিলর জঁরের (genre) এই ছবিটির অধিকাংশই ট্রেনের কামরার মধ্যে । ছবির বাঁধন তৈরি করে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা । দর্শক মহলে প্রিয় ছবিটি প্রশংসিত হয়েছিল সমালোচক মহলেও । ছবির ক্রাফট ও মেকিং প্রশংসা পেয়েছে ।

লা লা ল্যান্ড (2016)

ড্যামিয়েন শ্যাজ়েল পরিচালিত মার্কিন রোমান্টিক সংগীতধর্মী কৌতুকপূর্ণ নাট্য চলচ্চিত্র । ছবিটি মুক্তির পরপরই সমালোচকদের প্রশংসা পায় । ছবিটি 74তম গোল্ডেন গ্লোব পুরস্কারে মনোনীত সাতটি বিভাগেই পুরস্কার জিতে সর্বোচ্চ ও সকল বিভাগে পুরস্কার জেতার রেকর্ড ভাঙে । 70তম ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কারে 11টি বিভাগে মনোনীত হয় । সেরা পরিচালক, সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কারও জিতে নেয় ।

ডুব (2017)

ফারুকি পরিচালিত ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ডুব । জাভেদ হাসানের ভূমিকায় মুখ্য চরিত্রে অভিনয় করেন ইরফান খান । শুধুমাত্র সময় এবং পরিসরের ব্যবহার করে ক্যামেরার ধীর গতিও কবিতা লিখতে পারে , তাই প্রমাণ করে ‘ডুব’। ছবিতে সঙ্গীতের ব্যবহার প্রশংসিত হয়েছিল ।

পিরিয়ড. এন্ড অফ সেনটেন্স (2018)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

লস অ্যাঞ্জেলেসের ওয়াকউড স্কুলের শিক্ষিকা মেলিসা বার্টন ও পড়ুয়াদের প্যাড প্রজেক্টের অংশ হিসাবে প্রাথমিকভাবে প্রকাশ্যে আসে ‘পিরিয়ড. এন্ড অফ সেনটেন্স’। ছবির প্রেক্ষাপট দিল্লির কাছেই হাপুর গ্রামের মেয়েদের সংগ্রাম । শ্রেষ্ঠ তথ্যচিত্র হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পায় ।

দশক পেরিয়ে যাচ্ছি আমরা । স্মৃতির বায়োস্কোপে চোখ রেখে ফিরে দেখার সময় । এই দশ বছরে ভারতীয় ও আন্তর্জাতিক সিনেমায় বহু ছবি বারবার আলোচনায় উঠে এসেছে । বক্সঅফিস হিট হয়েছে প্রচুর ছবি । আবার কোনও কোনও ছবি বক্সঅফিসে সেভাবে সাড়া না ফেললেও সমালোচক ও সমঝদারদের প্রশংসা পেয়েছিল । দশক শেষের দোরগোড়ায় এসে তেমনই কয়েকটি ছবিকে ফিরে দেখা যাক আরও একবার ।

গ্যাংস অফ ওয়াসেপুর (1 ও 2 ) (2012)

film
গ্যাংস অফ ওয়াসেপুর

অনুরাগ কাশ্যপের অন্যতম আলোচিত ছবি গ্যাংস অফ ওয়াসেপুর 1 ও 2 । ওয়াসেপুরের কয়লা মাফিয়াদের পারিবারিক ও গোষ্ঠীদ্বন্দ্ব এবং স্থানীয় রাজনীতি ছবির বিষয়বস্তু । বলিউডের 'লার্জার দ্যান লাইফ' ইওটোপিয়ান ন্যারেটিভকে ভেঙে দৃশ্যায়িত হয়েছিল ডিসটোপিয়া ও ডার্কনেস । এই ছবির জন্য মনোজ বাজপেয়ি সেরা অভিনেতা হিসেবে পেয়েছেন এশিয়া পেসিফিক পুরস্কার । নওয়াজ়উদ্দিন সিদ্দিকি পেয়েছেন জাতীয় পুরস্কার । ছবিটি আন্তর্জাতিক ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি পুরস্কার পায় সেরা সংলাপের জন্য । বেস্ট ফিল্ম (ক্রিটিক্স) হিসেবে জিতে নেয় 2013-র ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড । ছবিতে আঞ্চলিক গানের ব্যবহার প্রশংসিত হয়েছিল ।

কাহানি (2012)

সুজয় ঘোষ পরিচালিত কাহানি ছবিটি সাড়া ফেলেছিল দর্শকমহলে । কলকাতার প্রেক্ষাপটে তৈরি ছবিটির প্রধান চরিত্র বিদ্যা বাগচি লন্ডন থেকে কলকাতায় আসেন তাঁর নিখোঁজ স্বামীর খোঁজে । এরপর সময়ের সঙ্গে সঙ্গে খুলতে থাকে একে একে রহস্যের পরত । প্রধান নারী চরিত্রকে কেন্দ্র করে থ্রিলারের এক অসাধারণ স্ক্রিনপ্লে উপহার দিয়েছিলেন সুজয় । সেরা পরিচালক হিসেবে জিতে ছিলেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড । স্ক্রিনপ্লে রাইটার হিসেবে জিতেছিলেন জাতীয় পুরস্কারও । বিদ্যা বালান জিতেছিলেন সেরা অভিনেত্রীর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ।

কুইন (2013)

বিকাশ বহেল পরিচালিত 'কুইন' 2015 সালে সেরা ছবি হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল । প্রধান চরিত্র রানির ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা রানাওয়াত । পেয়েছিলেন সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার । ছবির গল্পে জীবনের বাঁধা ছক থেকে বেরিয়ে স্বাধীনতা খুঁজেছিলেন রানি । সেই অর্থে নারী স্বাধীনতাই এই ছবির প্রধান চরিত্র । সমালোচক মহলে প্রশংসিত হয়েছিল, বক্সঅফিসেও সাড়া জাগিয়েছিল 'কুইন' ।

বাহুবলী : দ্য কনক্লুশন (2017) ও বাহুবলী : দ্য বিগিনিং (2015)

film
বাহুবলী

ভারতের বিগ বাজেট ছবিগুলির মধ্যে অন্যতম বাহুবলী । বাহুবলী : দ্য বিগিনিং-এ যে রহস্য তৈরি হয়েছিল, বাহুবলীকে কাটাপ্পা কেন মেরেছিল সেই রহস্যের সমাধান হয় দ্য কনক্লুসন পার্টে । গ্রাফিক্সের এরকম অসাধারণ ব্যবহার খুব কম ভারতীয় ছবিতেই এখনও পর্যন্ত দেখা গেছে । বিদেশেও জনপ্রিয় হয় ছবিদুটি ।

মাসান (2015)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মাসান শব্দের অর্থ 'শ্মশান' । অর্থাৎ মৃত্যুর জঠরে যেন ভালবাসার সূত্রপাত হয়েছিল এই ছবির ন্যারেটিভে । আঞ্চলিক পরিসর ও সংস্কৃতির দৃশ্যায়ন এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় । সেরা ডেবিউ পরিচালক হিসেবে এই ছবির পরিচালক নীরজ ঘ্যায়ন পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড । ইন্ডিয়ান ওশিয়েন ব্যান্ডের সঙ্গীত প্রশংসিত হয়েছিল ।

পিকু (2015)

শহর কলকাতা সুজিত সরকার পরিচালিত এই ছবির অন্যতম প্রেক্ষাপট । এক মেয়ে ও তাঁর বৃদ্ধ বাবার সম্পর্কের রসায়ন এই ছবির স্টোরিলাইন । অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি পিকু বাঙালির মন যেমন জয় করেছিল, একইসঙ্গে প্রশংসিত হয়েছিল জাতীয় দর্শকের কাছে । ছবির চিত্রনাট্য সমালোচকমহলে প্রশংসা পেয়েছিল । শ্রেষ্ঠ চিত্রনাট্য লেখক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন জুহি চতুর্বেদী ।

লিপস্টিক আন্ডার মাই বুরখা (2016)

অলংকৃতা শ্রীবাস্তব পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার আগেই শোরগোল ফেলেছিল । ইন্ডিয়ান ফিল্ম সেনসর বোর্ড ছবিটিকে 'অবাস্তব' ও 'অশ্লীল' বলে প্রথমে ছাড়পত্র দেয়নি । তারপর আইন-আদালতের ঝক্কি পেরিয়ে অবশেষে মুক্তি পায় ছবিটি । সাড়াও ফেলেছিল দর্শকমহলে । বুরখার আড়ালে থাকা নারীসত্ত্বাকে বড়পর্দায় দেখিয়েছিল লিপস্টিক আন্ডার মাই বুরখা ।

দঙ্গল (2016)

নীতেশ তিওয়ারি পরিচালিত গীতা ফোগত ও ববিতা কুমারীর জীবনীমূলক ছবি দঙ্গল । নারী প্রধান এই ছবিটি বক্স অফিসে হিট হয়েছিল । পেয়েছিল সমালোচকদের প্রশংসা । আমির খানের অভিনয়ও প্রশংসিত হয়েছিল । শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ ছবি হিসেবে জিতেছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ।

পিঙ্ক (2016)

অনিরুদ্ধ রায়চৌধুরি পরিচালনা করেন । ছবিটির প্রযোজনা করেছিলেন সুজিত সরকার । অমিতাভ বচ্চন অভিনীত ছবিটি সাড়া ফেলেছিল দর্শক মহলে । তিনজন চাকুরিজীবী স্বাধীন মেয়ের জীবনযাপনই এই ছবির কেন্দ্রবিন্দু । ছবির প্লাস পয়েন্ট সংলাপ । শান্তনু মৈত্রের ব্যাকগ্রাউন্ড স্কোর ছবিটিকে একটি অন্যমাত্রা দেয় । তৈরি হয় থ্রিল, একটু একটু করে গড়ে দেয় লড়াইয়ের জমি । সামাজিক সমস্যার উপর তৈরি শ্রেষ্ঠ ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিল পিঙ্ক ।

প্যাডম্যান (2018)

film
প্যাডম্যান

মহিলাদের ঋতু চলাকালীন তাঁদের স্বাস্থ্যসচেতনতা ও স্যানিটারি প্যাড ব্যবহার এই ছবির বিষয়বস্তু । ছবিটি পরিচালনা করেছিলেন আর বালকি । অরুণাচলম মুরুগানানথম গ্রামের দরিদ্র মহিলাদের জন্য সস্তায় স্যানিটারি ন্যাপকিন তৈরি করতেন । তাঁর জীবনের উপর তৈরি এই ছবিটি । অরুণাচলমের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার । ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্নে সেরা অভিনেতা ও সেরা পরিচালকের পুরস্কার পান অক্ষয় কুমার ও আর বালকি ।

অক্টোবর (2018)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সুজিত সরকারের 'অক্টোবর' ছবি একটি অন্যরকম ভালোবাসার ছবি । ড্যান (অভিনয়ে বরুণ ধাওয়ান) এবং শিউলি (অভিনয়ে- বনিতা) ছবির প্রধান দুই চরিত্র । ছবিটি সাড়া ফেলেছিল দর্শক ও সমালোচক মহলে । ছবির গল্প জুহি চতুর্বেদীর । অভীক মুখোপাধ্যায়ের সিনেমাটোগ্রাফি ও শান্তনু মৈত্রর মিউজ়িক প্রশংসিত হয়েছিল । বলিউড মেনস্ট্রিমে 'অক্টোবর' এক স্বতন্ত্র্য প্রেমের ছবি । সেরা অভিনেতা হিসেবে NBT উৎসব পুরস্কার (2018) পেয়েছিলেন বরুণ ধাওয়ান ।

শব্দ (2012)

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি শব্দ-তে একজন ফলি শিল্পী প্রধান ভূমিকায় রয়েছেন । তাঁর পার্সেপশন থেকে ফুটিয়ে তোলা হয়েছে ছবির দৃশ্যপট । ছবিতে পালটে গেছে শব্দের বাঁধা ধরা ব্যবহার । প্রাথমিক শব্দগুলি গৌণ হয়ে ওঠে, প্রাধান্য পায় অ্যাম্বিয়েন্স (পারিপার্শ্বিক) শব্দ । পরিচালকের এই পদক্ষেপ বাংলা ছবিকে এক নতুন বিষয়ের সঙ্গে পরিচয় করিয়েছে । বাংলা ভাষায় শ্রেষ্ঠ ছবি হিসেবে শব্দ জাতীয় পুরস্কার পায় । সমালোচক মহলে সাড়া ফেলেছিল ছবিটি ।

চিত্রাঙ্গদা (2012)

film
চিত্রাঙ্গদা

রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা নৃত্যনাট্যকে সমকালীন দৃষ্টিকোণ থেকে দর্শকদের সামনে উপস্থাপন করেছিলেন ঋতুপর্ণ ঘোষ । অভিনয় করেছিলেন ঋতুপর্ণ ঘোষ , জিশু সেনগুপ্ত । জেন্ডার এবং প্রেম এই ছবির ন্যারেটিভে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরা হয় । প্রাধান্য পায় অপূর্ণ ইচ্ছেগুলো । জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল চিত্রাঙ্গদা ।

আসা যাওয়ার মাঝে (2014)

আদিত্য বিক্রম সেনগুপ্তের প্রথম পরিচালনা । কম বাজেটে তৈরি ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিল সমালোচক মহলে । প্রায় সংলাপহীন ছবিটি নিঃশব্দের এক ভালবাসার গল্প বলে । ছবির লং শট, লং টেক এক নতুনের সাক্ষী বানায় বাংলা ছবিকে । শ্রেষ্ঠ অডিয়োগ্রাফির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিল আসা যাওয়ার মাঝে । প্রশংসিত হয়েছিল ঋত্বিক চক্রবর্তী ও বাসবদত্তার অভিনয় ।

film
আসা যাওয়ার মাঝে

দ্য কোর্ট (2015)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

62তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ফিচার ফিল্ম হিসেবে মনোনীত হয়েছিল কোর্ট । আঞ্চলিক ভাষার ছবিগুলির মধ্যে অন্যতম প্রশংসিত ছবিটি জিতে নিয়েছিল 17টি আন্তর্জাতিক পুরস্কারও । কোর্টরুম ড্রামার সত্যতা দৃশ্যায়িত হয়েছিল এই ছবিতে । একজন সমাজকর্মীর মুম্বই সেশন কোর্টে বিচার ও তাকে ঘিরে একাধিক ঘটনাই এই ছবির স্টোরিলাইন । ফিকশন ও ননফিকশন ন্যারেটিভের মধ্যবর্তী বিভাজনরেখা মুছে দিয়েছিল মারাঠি ভাষার ছবি কোর্ট ।

চার্লি (2015)

মার্টিন প্রাক্কট পরিচালিত দুলকার সলমন ও পার্বতী অভিনীত ছবি 'চার্লি' । মালায়লম ছবির ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে বেশি ব্যবসা করেছে এই ছবিটি । ভবঘুরে চার্লির প্রেমে পড়ে টেসরা খুঁজে বেড়ায় তাকে । আর এইভাবেই এগোয় ছবির গল্প । কেরালা চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবি , শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেত্রী , শ্রেষ্ঠ আলোকচিত্র, শ্রেষ্ঠ চিত্রনাট্য , শ্রেষ্ঠ আর্ট ডিরেকশন , শ্রেষ্ঠ সাউন্ড মিক্সিং-র পুরস্কার পায় ।

সহজ পাঠের গপ্পো (2017)

film
সহজ পাঠের গপ্পো

মানসমুকুল পাল পরিচালিত ছবি সহজ পাঠের গপ্পো ছবিটির ন্যারেটিভ এক শিশুর দৃষ্টিভঙ্গী থেকে দেখা । ছবিতে বিষাদের একাধিক এলিমেন্ট থাকলেও ছবিটিতে দুঃখ নেই কোনও । বেঁচে থাকা আর তার পাশাপাশি রয়েছে ঈশ্বরের সঙ্গে শিশুমনের কথোপকথন, যে মন ঈশ্বরকে প্রায়ই প্রশ্ন করে সেই গ্রামেরই জনৈক ব্যক্তি তাঁর বাড়িতে তাদের খাওয়ার নিমন্ত্রণ করবে তো ? বাংলার গ্রাম্য পরিসর এই ছবিতে দৃশ্যায়িত হয়েছিল । শ্রেষ্ঠ শিশু অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পায় নুর ইসলাম ও সামিউল আলম ।

ভিলেজ রকস্টার (2017)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অসমের একটি ছোটো গ্রামের কয়েকটি ছোটো ছেলে-মেয়ে রকস্টার হওয়ার স্বপ্ন দেখে । প্রধান চরিত্র ধুনু একটা গিটার কিনতে চায় । রিমা দাস পরিচালিত এই ছবিটি অহমিয়া ভাষায় শ্রেষ্ঠ ছবি হিসেবে জাতীয় পুরস্কার জেতে । ব্রিক্স ফিল্ম ফেস্টিভালে জেতে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড । বক্স অফিসে সেভাবে সাড়া না ফেললেও সমালোচকমহলে প্রশংসিত হয়েছিল ভিলেজ রকস্টার । ছবিতে দৃশ্যায়িত হয়েছিল অসমের এক প্রত্যন্ত গ্রামের আঞ্চলিক সংস্কৃতি ।

দিস ইজ় নট আ ফিল্ম (2011)

film
দিস ইজ় নট আ ফিল্ম

অফসাইড ছবিটি পরিচালনা করেছিলেন জাফর পানাহি । তারপরই রাষ্ট্রের কাছে তিনি বিতর্কিত হয়ে ওঠেন । ইরানিয়ান নিউ ওয়েভের এই বিখ্যাত পরিচালকের থেকে কেড়ে নেওয়া হয় ক্যামেরা । তাঁকে গৃহবন্দী করা হয় । এরপরও তিনি দিস ইজ় নট আ ফিল্ম বানান । সেই ছবির ন্যারেটিভে জানা যায় কেমন আছেন পরিচালক । জীবনযাপনের এক তথ্যচিত্রই হয়ে উঠেছে ফিকশন ন্যারেটিভ । কান চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হন জাফর পানাহি ।

দ্য ডার্ক নাইট রাইজ়েস (2012)

ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান ট্রিলজির তৃতীয় তথা শেষ ছবি । সুপারহিরো কমিকস্ট্রিপের তথাকথিত হিরো বনাম ভিলেনের একপার্শ্বিক লড়াইয়ের বদলে বহুমাত্রিক চরিত্রগুলির জটিলতা ও সংঘাত, রাষ্ট্রের ক্ষমতার অলিন্দে দুর্নীতির ব্যাভিচার ছিল এই ছবির মূল উপজীব্য । বাড়তি পাওনা অসাধারণ সিনেমাটোগ্রাফি । ছবিটি সমালোচকদের প্রশংসা আদায়ের পাশাপাশি বক্সঅফিসেও ঝড় তুলেছিল ।

ব্লু ইজ় দ্য ওয়ার্মেস্ট কালার (2013)

film
ব্লু ইজ় দ্য ওয়ার্মেস্ট কালার

আবদুল্লাতিফ কাশিশের পরিচালিত ব্লু ইজ় দ্য ওয়ার্মেস্ট কালার পেয়েছিল পাম দে'অঁর পুরস্কার । এছাড়াও আন্তর্জাতিকস্তরে প্রশংসা পায় ছবিটি । জিতে নেয় একাধিক পুরস্কার । সমলিঙ্গের দুই মানুষের প্রেমের আখ্যান উপহার পেয়েছিল দর্শকমহল ।

ট্রেন টু বুসান (2016)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ইয়ন সাং হো পরিচালিত ট্রেন টু বুসান ছবিটি আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে । দক্ষিণ কোরিয়ার জ়ম্বি হরর-থ্রিলর জঁরের (genre) এই ছবিটির অধিকাংশই ট্রেনের কামরার মধ্যে । ছবির বাঁধন তৈরি করে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা । দর্শক মহলে প্রিয় ছবিটি প্রশংসিত হয়েছিল সমালোচক মহলেও । ছবির ক্রাফট ও মেকিং প্রশংসা পেয়েছে ।

লা লা ল্যান্ড (2016)

ড্যামিয়েন শ্যাজ়েল পরিচালিত মার্কিন রোমান্টিক সংগীতধর্মী কৌতুকপূর্ণ নাট্য চলচ্চিত্র । ছবিটি মুক্তির পরপরই সমালোচকদের প্রশংসা পায় । ছবিটি 74তম গোল্ডেন গ্লোব পুরস্কারে মনোনীত সাতটি বিভাগেই পুরস্কার জিতে সর্বোচ্চ ও সকল বিভাগে পুরস্কার জেতার রেকর্ড ভাঙে । 70তম ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কারে 11টি বিভাগে মনোনীত হয় । সেরা পরিচালক, সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কারও জিতে নেয় ।

ডুব (2017)

ফারুকি পরিচালিত ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ডুব । জাভেদ হাসানের ভূমিকায় মুখ্য চরিত্রে অভিনয় করেন ইরফান খান । শুধুমাত্র সময় এবং পরিসরের ব্যবহার করে ক্যামেরার ধীর গতিও কবিতা লিখতে পারে , তাই প্রমাণ করে ‘ডুব’। ছবিতে সঙ্গীতের ব্যবহার প্রশংসিত হয়েছিল ।

পিরিয়ড. এন্ড অফ সেনটেন্স (2018)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

লস অ্যাঞ্জেলেসের ওয়াকউড স্কুলের শিক্ষিকা মেলিসা বার্টন ও পড়ুয়াদের প্যাড প্রজেক্টের অংশ হিসাবে প্রাথমিকভাবে প্রকাশ্যে আসে ‘পিরিয়ড. এন্ড অফ সেনটেন্স’। ছবির প্রেক্ষাপট দিল্লির কাছেই হাপুর গ্রামের মেয়েদের সংগ্রাম । শ্রেষ্ঠ তথ্যচিত্র হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পায় ।

Bengaluru, Dec 29 (ANI): Finance Minister Nirmala Sitharaman paid tribute to Pejavara Mutt chief, Vishwesha Teertha Swami in Bengaluru. Chief Minister Yediyurappa also attended the last ceremony. Vishwesha Teertha passed away at Udupi Sri Krishna Mutt earlier on December 29. State Government has announced three-day state mourning.

Last Updated : Jan 5, 2020, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.