ETV Bharat / bharat

সিনেপাড়া : ঘুরে দেখা এক বছর

author img

By

Published : Dec 31, 2019, 6:58 PM IST

Updated : Dec 31, 2019, 10:10 PM IST

2019-র কোন ছবিগুলি বক্স অফিস হিট ? কোন ছবিগুলি সমালোচকদের প্রশংসা পেল ? বছর শেষের মুহূর্তে আরও একবার দেখে নিই সেরকমই কিছু বহু আলোচিত ছবি ।

film
film

উনিশ পার করে কুড়িতে পড়ছে এই শতক । তার আগে ফিরে দেখি 2019 । কোন ছবিগুলি দর্শকের মন জয় করেছিল, কোন ছবিগুলি উঠে এসেছে সিনেফিলদের পছন্দের তালিকায় । আরও একবার ঘুরে আসি সিনেপাড়া ।

জোকার (2019)

film
জোকার

টড ফিলিপ্স পরিচালিত জোকার ছবিটি এই বছর সর্বাধিক আলোচিত ছবিগুলির মধ্যে অন্যতম । ব্যাটম্যানের ডিসি কমিক্সেরই অনুকরণেই এই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে । ছবিটি ইলিউশন ও রিয়েলিটির মধ্যবর্তী এক পরিসরকে উপস্থাপন করে । ভিলেনের সংজ্ঞাকে ভেঙেচুরে আবার মনে করিয়ে দেয় এই মুহূর্তে রাষ্ট্রের খলনায়কটি কে । ন্যারেটিভে নিষ্ঠুরতাই হাস্যকৌতুকের বিষয়বস্তু হয়ে ওঠে ।

অ্যাভেঞ্জারস এন্ডগেম (2019)

অ্যাভেঞ্জারসের 22তম সুপারহিরো সিরিজের শেষ ছবি অ্যাভেঞ্জারস এন্ডগেম । মার্ভেলের সুপার হিরোদের জীবনও অন্য পাঁচজন সাধারণ মানুষের মতো । যে কারণেই অন্য সুপার হিরোদের চেয়ে ক্যাপ্টেন আমেরিকারা আলাদা । ভক্তদের মনে হয়তো অ্যাভেঞ্জারসের চরিত্রগুলো সহানুভূতির বড় একটি স্থান দখল করে নিয়েছে সে কারণেই । বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছিল অ্যান্থনি এবং জো রুসো পরিচালিত এই ছবিটি ।

গাল্লি বয় (2019)

film
গাল্লি বয়

মুম্বইয়ের নালাসোপারা ভারতের র্যাপ ক্যাপিটাল । এই ছবির প্রেক্ষাপট । বিখ্যাত ভারতীয় র্যাপার ডিভাইন ও নেইজ়ির জীবন দ্বারা অনুপ্রাণিত হয়েই এই ছবির পরিচালনা করেন জ়োয়া আখতর । রনভির সিং ও আলিয়া ভাট অভিনীত ছবি গাল্লি বয় শহরের প্রান্তিক অঞ্চলের অন্তরকাহিনীকে পর্দায় নিয়ে আসে ।

আর্টিকেল 15 (2019)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উত্তরপ্রদেশের এক গ্রামের সত্য ঘটনা এই ছবির স্টোরিলাইন । ভারতের জাতিভেদপ্রথা শ্রেণিশোষণের নগ্নরূপ উঠে আসে এই ছবিতে । সাম্প্রতিক হিন্দুত্ববাদী রাজনৈতিক প্রেক্ষাপটে ছবিটির জাতিগত বর্ণগত রাজনীতি, পিতৃতান্ত্রিক জেন্ডার রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে । সমালোচকমহলে প্রশংসা পায় ও একইসঙ্গে বক্সঅফিস হিটও হয় । লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে অডিয়েন্স অ্যাওয়ার্ড পায় অনুভব সিনহার এই ছবি ।

হামিদ (2019)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কাশ্মীরের প্রেক্ষাপটে তৈরি এই ছবির প্রধান ভূমিকায় এক শিশু চরিত্র । একদিন হঠাৎই হারিয়ে যায় তার বাবা । আর ফিরে আসে না । রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে লড়তে দেওয়ালে পিঠ ঠেকে যায় হামিদের । একদিন পাথর তুলে নেয় । এজাজ় খান পরিচালিত ছবিতে শ্রেষ্ঠ শিশু অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিল তলহাদ আরশদ ।

উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক (2019)

উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক একটি ভারতীয় অ্যাকশন ছবি । পরিচালনা করেছেন আদিত্য ধর । ভিকি কৌশল, পরেশ রাওয়াল, মোহিত রায়না ও ইয়ামি গৌতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন । 2016 সালের উরি আক্রমণের প্রতিশোধের নাটকীয় ঘটনা এই ছবিতে দৃশ্যায়িত হয়েছে । সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া আসে । ভিকি কৌশল শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পায় ।

গুমনামি (2019)

বাংলা ভাষার রহস্যধর্মী ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায় । মুক্তি পাওয়ার আগেই একাধিক বিতর্কের মুখে পড়ে এই ছবি । গুমনামি বাবার কাহিনি অবলম্বনে এই ছবির স্টোরিলাইন । অনুজ ধর ও চন্দ্রচূড় ঘোষের লেখা 'কোনানড্রাম' থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে এই ছবিটি । গুমনামি বাবার চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।

ভবিষ্যতের ভূত (2019)

film
ভবিষ্যতের ভূত

অনীক দত্ত পরিচালিত ভবিষ্যতের ভূত ছবিটি মুক্তির পর শহরের হলগুলিতে প্রদর্শনী বন্ধ করে দেয় রাজ্য সরকার । এই নিয়ে বিতর্কের মুখে পড়তে হয় সরকারকে । পরে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার নোটিশ পাঠায় শীর্ষ আদালত । দর্শকমহলে জনপ্রিয় হওয়ার পাশাপাশি সমালোচকমহলেও আলোচনা হয় ছবিটি নিয়ে ।

মুখার্জী দার বউ (2019)

পৃথা চক্রবর্তীর প্রথম সিনেমা । আর প্রথমবারই দর্শকমন জিতে নিয়েছেন পৃথা । চিত্রনাট্যকার সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন শাশুড়ি-বউমার চরিত্র । পদবী নিয়ে এবার সচেতন হওয়ায় সময় এসেছে তা তিনি বুঝিয়ে দিয়েছেন ছবিতে ।

আমিষ (2019)

ভারতের আঞ্চলিক ভাষায় যে ছবিগুলি এই বছর মুক্তি পেয়েছে তার মধ্যে অন্যতম ভাস্কর হাজারিকা পরিচালিত ছবি আমিষ । একটি প্রেমের ছবি । ছবির প্রধান দুই চরিত্র সুমন ও নির্মালি । তবে আমিষের উপস্থাপন, ন্যারেটিভ স্ট্রাকচার অবশ্যই স্বতন্ত্র । স্বজাতিভক্ষণের এত আকর্ষণীয় উপস্থাপনা আগে দেখেনি ভারতীয় দর্শক । স্বজাতিভক্ষণকে রোমান্টিসিজমের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে পরিচালক এক প্রেমের আখ্যান উপহার দিয়েছেন দর্শকদের । জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছে আমিষ ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">


নগরকীর্তন (2019)

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হয়েছে । প্রশংসা পেয়েছে সমালোচক মহলেও । একজন ট্রান্সসেক্সুয়াল পুরুষের প্রেমের উপাখ্যান নগরকীর্তন । ন্যারেটিভে আরও প্রাধন্য পেয়েছে বাংলার আঞ্চলিক সঙ্গীত, কীর্তন । প্রশংসা পেয়েছে ঋত্বিক চক্রবর্তী ও ঋদ্ধি সেনের অভিনয় ।

উনিশ পার করে কুড়িতে পড়ছে এই শতক । তার আগে ফিরে দেখি 2019 । কোন ছবিগুলি দর্শকের মন জয় করেছিল, কোন ছবিগুলি উঠে এসেছে সিনেফিলদের পছন্দের তালিকায় । আরও একবার ঘুরে আসি সিনেপাড়া ।

জোকার (2019)

film
জোকার

টড ফিলিপ্স পরিচালিত জোকার ছবিটি এই বছর সর্বাধিক আলোচিত ছবিগুলির মধ্যে অন্যতম । ব্যাটম্যানের ডিসি কমিক্সেরই অনুকরণেই এই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে । ছবিটি ইলিউশন ও রিয়েলিটির মধ্যবর্তী এক পরিসরকে উপস্থাপন করে । ভিলেনের সংজ্ঞাকে ভেঙেচুরে আবার মনে করিয়ে দেয় এই মুহূর্তে রাষ্ট্রের খলনায়কটি কে । ন্যারেটিভে নিষ্ঠুরতাই হাস্যকৌতুকের বিষয়বস্তু হয়ে ওঠে ।

অ্যাভেঞ্জারস এন্ডগেম (2019)

অ্যাভেঞ্জারসের 22তম সুপারহিরো সিরিজের শেষ ছবি অ্যাভেঞ্জারস এন্ডগেম । মার্ভেলের সুপার হিরোদের জীবনও অন্য পাঁচজন সাধারণ মানুষের মতো । যে কারণেই অন্য সুপার হিরোদের চেয়ে ক্যাপ্টেন আমেরিকারা আলাদা । ভক্তদের মনে হয়তো অ্যাভেঞ্জারসের চরিত্রগুলো সহানুভূতির বড় একটি স্থান দখল করে নিয়েছে সে কারণেই । বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছিল অ্যান্থনি এবং জো রুসো পরিচালিত এই ছবিটি ।

গাল্লি বয় (2019)

film
গাল্লি বয়

মুম্বইয়ের নালাসোপারা ভারতের র্যাপ ক্যাপিটাল । এই ছবির প্রেক্ষাপট । বিখ্যাত ভারতীয় র্যাপার ডিভাইন ও নেইজ়ির জীবন দ্বারা অনুপ্রাণিত হয়েই এই ছবির পরিচালনা করেন জ়োয়া আখতর । রনভির সিং ও আলিয়া ভাট অভিনীত ছবি গাল্লি বয় শহরের প্রান্তিক অঞ্চলের অন্তরকাহিনীকে পর্দায় নিয়ে আসে ।

আর্টিকেল 15 (2019)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উত্তরপ্রদেশের এক গ্রামের সত্য ঘটনা এই ছবির স্টোরিলাইন । ভারতের জাতিভেদপ্রথা শ্রেণিশোষণের নগ্নরূপ উঠে আসে এই ছবিতে । সাম্প্রতিক হিন্দুত্ববাদী রাজনৈতিক প্রেক্ষাপটে ছবিটির জাতিগত বর্ণগত রাজনীতি, পিতৃতান্ত্রিক জেন্ডার রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে । সমালোচকমহলে প্রশংসা পায় ও একইসঙ্গে বক্সঅফিস হিটও হয় । লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে অডিয়েন্স অ্যাওয়ার্ড পায় অনুভব সিনহার এই ছবি ।

হামিদ (2019)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কাশ্মীরের প্রেক্ষাপটে তৈরি এই ছবির প্রধান ভূমিকায় এক শিশু চরিত্র । একদিন হঠাৎই হারিয়ে যায় তার বাবা । আর ফিরে আসে না । রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে লড়তে দেওয়ালে পিঠ ঠেকে যায় হামিদের । একদিন পাথর তুলে নেয় । এজাজ় খান পরিচালিত ছবিতে শ্রেষ্ঠ শিশু অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিল তলহাদ আরশদ ।

উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক (2019)

উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক একটি ভারতীয় অ্যাকশন ছবি । পরিচালনা করেছেন আদিত্য ধর । ভিকি কৌশল, পরেশ রাওয়াল, মোহিত রায়না ও ইয়ামি গৌতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন । 2016 সালের উরি আক্রমণের প্রতিশোধের নাটকীয় ঘটনা এই ছবিতে দৃশ্যায়িত হয়েছে । সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া আসে । ভিকি কৌশল শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পায় ।

গুমনামি (2019)

বাংলা ভাষার রহস্যধর্মী ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায় । মুক্তি পাওয়ার আগেই একাধিক বিতর্কের মুখে পড়ে এই ছবি । গুমনামি বাবার কাহিনি অবলম্বনে এই ছবির স্টোরিলাইন । অনুজ ধর ও চন্দ্রচূড় ঘোষের লেখা 'কোনানড্রাম' থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে এই ছবিটি । গুমনামি বাবার চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।

ভবিষ্যতের ভূত (2019)

film
ভবিষ্যতের ভূত

অনীক দত্ত পরিচালিত ভবিষ্যতের ভূত ছবিটি মুক্তির পর শহরের হলগুলিতে প্রদর্শনী বন্ধ করে দেয় রাজ্য সরকার । এই নিয়ে বিতর্কের মুখে পড়তে হয় সরকারকে । পরে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার নোটিশ পাঠায় শীর্ষ আদালত । দর্শকমহলে জনপ্রিয় হওয়ার পাশাপাশি সমালোচকমহলেও আলোচনা হয় ছবিটি নিয়ে ।

মুখার্জী দার বউ (2019)

পৃথা চক্রবর্তীর প্রথম সিনেমা । আর প্রথমবারই দর্শকমন জিতে নিয়েছেন পৃথা । চিত্রনাট্যকার সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন শাশুড়ি-বউমার চরিত্র । পদবী নিয়ে এবার সচেতন হওয়ায় সময় এসেছে তা তিনি বুঝিয়ে দিয়েছেন ছবিতে ।

আমিষ (2019)

ভারতের আঞ্চলিক ভাষায় যে ছবিগুলি এই বছর মুক্তি পেয়েছে তার মধ্যে অন্যতম ভাস্কর হাজারিকা পরিচালিত ছবি আমিষ । একটি প্রেমের ছবি । ছবির প্রধান দুই চরিত্র সুমন ও নির্মালি । তবে আমিষের উপস্থাপন, ন্যারেটিভ স্ট্রাকচার অবশ্যই স্বতন্ত্র । স্বজাতিভক্ষণের এত আকর্ষণীয় উপস্থাপনা আগে দেখেনি ভারতীয় দর্শক । স্বজাতিভক্ষণকে রোমান্টিসিজমের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে পরিচালক এক প্রেমের আখ্যান উপহার দিয়েছেন দর্শকদের । জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছে আমিষ ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">


নগরকীর্তন (2019)

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হয়েছে । প্রশংসা পেয়েছে সমালোচক মহলেও । একজন ট্রান্সসেক্সুয়াল পুরুষের প্রেমের উপাখ্যান নগরকীর্তন । ন্যারেটিভে আরও প্রাধন্য পেয়েছে বাংলার আঞ্চলিক সঙ্গীত, কীর্তন । প্রশংসা পেয়েছে ঋত্বিক চক্রবর্তী ও ঋদ্ধি সেনের অভিনয় ।

Kochi (Kerala), Dec 31 (ANI): 'The Trap', a larger than life installation has been visualised and designed by KK Ajithkumar with coordination of Biju Thomas to draw public attention towards the big problem of plastic menace. This awareness campaign focuses mainly on the problems created by the single use and throw plastic bottles. Step into this massive bottle, which is 25-foot-tall and 6 feet in diameter to experience how it feels to be trapped from all sides by plastic waste. Each bottle that forms the building block of this installation has been collected as waste from various locations.
Last Updated : Dec 31, 2019, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.