দিল্লি , 26 সেপ্টেম্বর : 2020 সালের 1 সেপ্টেম্বর পর্যন্ত 400-টির বেশি সাংবিধানিক মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে ৷ পাঁচ বিচারপতি , সাত বিচারপতি ও নয় বিচারপতির বেঞ্চে এখনও পর্যন্ত মোট 435টি মামলা বিচারাধীন রয়েছে ৷ গত দুই মাসেও সংখ্যাটা একই ছিল ৷ এর থেকে বোঝা যাচ্ছে, এই দুই মাসে একটি মামলারও নিষ্পত্তি হয়নি ৷
এই 435টি মামলার মধ্যে 46টি মূল বিষয় এবং 389টি সংযুক্ত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে । পাঁচ বিচারপতির বেঞ্চে মোট 286টি মামলা , সাত বিচারপতির বেঞ্চে 13টি মামলা এবং নয় বিচারপতির বেঞ্চে 135টি মামলা বিচারাধীন রয়েছে।
সাংবিধানিক এবং অন্যান্য বিভাগের মামলাসহ মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে 62 হাজার 54টি । এর মধ্যে 12 হাজার 461টি এমন মামলা রয়েছে , যা শুনানির জন্য আদালতে তালিকাভুক্ত করা যায়নি । এছাড়া 12 হাজার 381টি অসম্পূর্ণ বিভিন্ন মামলা এবং 80টি নিয়মিত শুনানির জন্য প্রস্তুত নয় । এই দুইয়ের ক্ষেত্রে কোর্ট ফি , নোটিস প্রদান না করা ইত্যাদি বিষয়গুলি সম্পন্ন হয়নি বলে আদালত শুনানি করতে পারবে না ৷
কয়েকজন আইন বিশেষজ্ঞের মতে , ভার্চুয়াল শুনানির ফলেও মামলাগুলির শুনানি বাকি থেকে গেছে ৷ শীর্ষ আদালত কয়েকটি বিভাগ এবং কিছু আদালত কক্ষের বিচারের ক্ষেত্রে পরীক্ষামূলক ভাবে শারীরিকভাবে উপস্থিত থেকে পুনরায় শুনানির সিদ্ধান্ত নিয়েছে ৷ তবে আদালত এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে শারীরিকভাবে উপস্থিতিতে শুনানি বন্ধ রেখেছে ।