দিল্লি, 15 জুন : নির্ধারিত সময়ের আগেই দেশের পশ্চিম ও মধ্য ভাগে ঢুকে পড়েছে বর্ষা ৷ কোরোনা আবহের মধ্যে আগাম বর্ষার বৃষ্টি উপভোগ করতে শুরু করেছে মানুষ ৷ তার মধ্যেই বৃষ্টিপ্রেমীদের জন্য খারাপ খবর এল ৷ চলতি সপ্তাহে না কি থমকে যাবে বর্ষার গতি ৷ দুর্বল নিম্নচাপের কারণেই এই পরিস্থিতি ৷ জানাল আবহাওয়া দপ্তর ৷
নিম্নচাপ অঞ্চলের ঘূর্ণি সঞ্চালন বর্ষার অগ্রগতিতে সাহায্য করে ৷ কিন্তু, চলতি সপ্তাহে নিম্নচাপ দুর্বল হয়ে পড়েছে ৷ ফলে এক সপ্তাহের জন্য থমকে যাবে বর্ষা ৷ ফলে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনাও কম ৷ জানিয়েছেন IMD-র ডিরেক্টর জেনেরাল মৃত্যুঞ্জয় মহাপাত্র ৷ যদিও আশার বাণীও শুনিয়েছেন তিনি ৷
আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে ৷ যা বর্ষার গতির অগ্রগতিতে সাহায্য করবে ৷ যদিও মহারাষ্ট্র, গুজরাত, মধ্য ও পূর্ব ভারতের বেশিরভাগ এলাকায় আগামী 4-5 দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD ৷ গত 2-3 দিনের মধ্যে কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মধ্য প্রদেশের দক্ষিণভাগ, গুজরাট, বিদর্ভ, ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
চলতি বছরে মুম্বই সহ মহারাষ্ট্রের কিছু অংশ গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশে আগেভাগেই ঢুকে পড়েছে বর্ষা ৷ ওইসব অঞ্চলগুলিতে বৃষ্টিও চলছে ৷