নয়ডা, 1 এপ্রিল : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা ঘিরে একাধিক বিতর্ক দেখা দিল। গতকাল গ্রেটার নয়ডার বিসারা গ্রামে সভা ছিল তাঁর। মঞ্চের প্রথম সারিতেই দেখা যায় বিশাল সিং রানাকে। তিনি মহম্মদ আখলাককে পিটিয়ে হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত। সেইসঙ্গে যোগীর বক্তব্য নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। যোগী বলেন, "কংগ্রেস জঙ্গিদের বিরিয়ানি খাইয়েছে। মোদির সেনা জঙ্গিদের ঘরে ঢুকে গুলি মেরে এসেছে।" এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সভা থেকে যোগী বলেন, "কংগ্রেসের আমলে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ওরা জঙ্গিদের বিরিয়ানি খাইয়েছে। আর মোদির সেনা (জওয়ান) ওদের ঘরে ঢুকে গুলি মেরে এসেছে। এটাই পার্থক্য। কংগ্রেস নেতৃত্ব মাসুদ আজ়হারের মতো জঙ্গিদের সাথে আছে। সন্ত্রাসবাদে মদত দিচ্ছে। কিন্তু, মোদিজির নেতৃত্বে আজ সন্ত্রাসবাদীদের সব ঘাঁটি ধ্বংস হয়েছে।"
"মোদির সেনা" মন্তব্য নিয়ে আজ টুইটে যোগীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, "ভারতীয় সেনাকে মোদির সেনা বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যা শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। এই ধরনের ব্যবহার সত্যিই অপমানজনক। আমরা দেশের সেনাকে নিয়ে গর্বিত। ওরা সবার জন্য। দেশের সম্পদ। BJP-র ক্যাসেট নয়। দেশের মানুষের উচিত এই ধরনের মন্তব্যের প্রতিবাদ করা।"