ETV Bharat / bharat

গান্ধি জয়ন্তীতে রাজঘাটে মোদি ও সোনিয়া, "সংকল্প যাত্রা"-য় অমিত

প্রধানমন্ত্রীর পাশাপাশি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজঘাটে গিয়ে গান্ধির স্মৃতিতে শ্রদ্ধা জানান । গান্ধি জন্মজয়ন্তী উপলক্ষে আজ দিল্লির শালিমার বাগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ "গান্ধি সংকল্প যাত্রা"-য় অংশ নেন ।

গান্ধি জয়ন্তীতে রাজঘাটে মোদি
author img

By

Published : Oct 2, 2019, 2:47 PM IST

Updated : Oct 2, 2019, 2:53 PM IST

দিল্লি, 2 অক্টোবর : গান্ধি জন্মজয়ন্তীতে রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ সকাল সাড়ে সাতটা নাগাদ প্রধানমন্ত্রী রাজঘাটে যান । সেখানে তিনি গান্ধির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।

আজ গান্ধির পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন । রাজঘাট থেকে প্রধানমন্ত্রী যান বিজয়ঘাট । সেখানে তিনি লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিতে ফুল দিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান । এছাড়া সংসদ ভবনেও মহাত্মা গান্ধি ও লাল বাহাদুর শাস্ত্রির ছবিতে ফুল দিয়ে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান ।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি গান্ধির স্মৃতিতে শ্রদ্ধা জানান
গান্ধির স্মৃতিতে শ্রদ্ধা জানান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি

প্রধানমন্ত্রীর পাশাপাশি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজঘাটে গিয়ে গান্ধির স্মৃতিতে শ্রদ্ধা জানান । গান্ধি জন্মজয়ন্তী উপলক্ষে আজ দিল্লির শালিমার বাগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ "গান্ধি সংকল্প যাত্রা"-য় অংশ নেন ।

গান্ধি জন্মজয়ন্তী উপলক্ষে আজ দিল্লির শালিমার বাগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ
গান্ধি জন্মজয়ন্তী উপলক্ষে আজ দিল্লির শালিমার বাগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ "গান্ধি সংকল্প যাত্রা"-য় অংশ নেন

নরেন্দ্র মোদি আজ সন্ধ্যায় আহমেদাবাদে গান্ধির সবরমতি আশ্রমে যাবেন । সেখানে সবরমতি নদীর ধারে এক অনুষ্ঠানে তিনি 2000 গ্রাম প্রধানের সামনে দেশকে প্রকাশ্যে শৌচকর্ম থেকে মুক্ত করার বিষয়টি ঘোষণা করবেন ।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজঘাটে গিয়ে গান্ধির স্মৃতিতে শ্রদ্ধা জানান
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজঘাটে গিয়ে গান্ধির স্মৃতিতে শ্রদ্ধা জানান

দিল্লি, 2 অক্টোবর : গান্ধি জন্মজয়ন্তীতে রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ সকাল সাড়ে সাতটা নাগাদ প্রধানমন্ত্রী রাজঘাটে যান । সেখানে তিনি গান্ধির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।

আজ গান্ধির পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন । রাজঘাট থেকে প্রধানমন্ত্রী যান বিজয়ঘাট । সেখানে তিনি লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিতে ফুল দিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান । এছাড়া সংসদ ভবনেও মহাত্মা গান্ধি ও লাল বাহাদুর শাস্ত্রির ছবিতে ফুল দিয়ে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান ।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি গান্ধির স্মৃতিতে শ্রদ্ধা জানান
গান্ধির স্মৃতিতে শ্রদ্ধা জানান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি

প্রধানমন্ত্রীর পাশাপাশি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজঘাটে গিয়ে গান্ধির স্মৃতিতে শ্রদ্ধা জানান । গান্ধি জন্মজয়ন্তী উপলক্ষে আজ দিল্লির শালিমার বাগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ "গান্ধি সংকল্প যাত্রা"-য় অংশ নেন ।

গান্ধি জন্মজয়ন্তী উপলক্ষে আজ দিল্লির শালিমার বাগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ
গান্ধি জন্মজয়ন্তী উপলক্ষে আজ দিল্লির শালিমার বাগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ "গান্ধি সংকল্প যাত্রা"-য় অংশ নেন

নরেন্দ্র মোদি আজ সন্ধ্যায় আহমেদাবাদে গান্ধির সবরমতি আশ্রমে যাবেন । সেখানে সবরমতি নদীর ধারে এক অনুষ্ঠানে তিনি 2000 গ্রাম প্রধানের সামনে দেশকে প্রকাশ্যে শৌচকর্ম থেকে মুক্ত করার বিষয়টি ঘোষণা করবেন ।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজঘাটে গিয়ে গান্ধির স্মৃতিতে শ্রদ্ধা জানান
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজঘাটে গিয়ে গান্ধির স্মৃতিতে শ্রদ্ধা জানান
Intro:
21-09-19



সুজয় ঘোষ



কলকাতা: জনসংযোগে বিজেপির নয়া অস্ত্র। " মনপে বাপু" কর্মসূচি বিজেপির। মহাত্মাগান্ধির ১৫০ তম জন্মবার্ষিকীতে তাকে শোদ্ধা জানাতে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। এই কর্মসূচি শুরু হবে ২ অক্টোবর থেকে শেষ হবে ৩১ জানুয়ারি পর্যন্ত পদযাত্রা চলবে। মূল কর্মসূচি শেষ হবে ৩১ অক্টোবর। এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।২ অক্টোবর দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুরে এই কর্মসূচির সূচণা করবে।


এই কর্মসূচিতে ৫ থেকে ১৫ কিলোমিটার হাটতে হবে বিজেপির সমস্ত সাংসদ, বিধায়ক ও বিজেপির কার্যকর্তাদের। এই কর্মসূচি গান্ধিজিকে উৎসর্গ করতেই নেওয়া হয়েছে। ২ তারিখ জাতীরজনক মহাত্মাগান্ধি ১৫০ তম জন্মবর্ষে এই কর্মসূচি বিজেপির। আজ ভিডিও কনফারেন্সে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও কার্যকরি সভাপতি জেপি নাড্ডা এই নির্দেশ দিয়েছে। দেশজুরে এই কর্মসূচির সূচণা হবে। আজ রাজ্য দপ্তরে এই কর্মসূচি মূল কনভেনার অভিনেতা ও দিল্লির বিজেপির রাজ্য সভাপতি মনোজ তেওয়ারি এই কথা জানান।


মনোজ তেওয়ারি বলেন, " আজ আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আমাদের জনসংযোগ করার জন্য বার্তা দিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কর ছাড়ের ক্ষেত্রে এক যুগান্তকারি ঘোষণা করেছেন। বিভিন্ন বিষয়ে প্রচুর পরিমানে কর ছাড় দেওয়া হয়েছে। ব্যাবসায়ীদের সুবির্ধার্তেই এই কর ছাড়ের পদক্ষেপ নিয়েছে সরকার। দলের প্রতিটি সাংসদ, বিধায়ক, মুখ্যমন্ত্রী, সভাপতি প্রত্যাক কর্মীকে সরকারের এই পদক্ষেপে প্রচার করার নির্দেশ দিয়েছেন সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ। এর দ্বারা আমাদের মেক- ইন- ইন্ডিয়া যে ভাবনা রয়েছে। তা সার্থক হবে। এর পর বেদেশী শিল্পপতিদের আরও আহ্বায়ন জানাবো"Body:কপিConclusion:কপি
Last Updated : Oct 2, 2019, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.