ETV Bharat / bharat

ভোটের নতুন রেকর্ড গড়ুন; বিহারবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীর - বিহার নির্বাচন

ভোট শুরু হতেই ভোটারদের "নতুন রেকর্ড গড়ার" জন্য আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইট করে প্রচুর সংখ্যায় ভোট দিতে বিহারবাসী, বিশেষত বিহারের যুব সমাজকে আহ্বান জানিয়েছেন অমিত শাহও ।

Narendra Modi
Narendra Modi
author img

By

Published : Nov 7, 2020, 1:59 PM IST

দিল্লি, 7 নভেম্বর : বিহারে তৃতীয় ও শেষ দফার ভোট শুরু হতেই ভোটারদের "নতুন রেকর্ড গড়ার" জন্য আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্যানডেমিক পরিস্থিতিতে দেশের বৃহত্তম নির্বাচনের শেষ পর্বে আজ বিহারে 243টি আসনের মধ্যে 78টিতে ভোটগ্রহণ হচ্ছে ।

হিন্দিতে একটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "তৃতীয় ও চূড়ান্ত পর্বের ভোট চলছে বিহারে । আমি সকল ভোটারকে প্রচুর সংখ্যায় ভোট দিয়ে গণতন্ত্রের এই উৎসবে অংশ নিতে এবং একটি নতুন রেকর্ড গড়ার আবেদন করছি । আর হ্যাঁ, দয়া করে সকলে মাস্ক পরুন এবং সোশাল ডিসটেন্সিং মেনে চলুন ।"

বিহারে বিধানসভা ভোটের জন্য 12টিরও বেশি প্রচারসভা করেছেন প্রধানমন্ত্রী । এর আগেই তিনি জোর দিয়ে বলেছেন, "আবারও NDA-কেই নির্বাচন করবে বিহারবাসী ।" বিহারে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের চতুর্থ মেয়াদের দাবিদার BJP-JD(U) জোটের মুখ নীতীশ কুমার । এটিই তাঁর শেষ নির্বাচন বলে চলতি সপ্তাহের শুরুতেই ঘোষণা নীতীশ কুমার ।

বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মঞ্চে দেখা গিয়েছে নীতীশ কুমার ।

এদিকে, চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ শুরু হতেই টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । টুইটে প্রচুর সংখ্যায় ভোট দিতে বিহারবাসী, বিশেষত বিহারের যুব সমাজকে আহ্বান জানিয়েছেন তিনি ।

দিল্লি, 7 নভেম্বর : বিহারে তৃতীয় ও শেষ দফার ভোট শুরু হতেই ভোটারদের "নতুন রেকর্ড গড়ার" জন্য আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্যানডেমিক পরিস্থিতিতে দেশের বৃহত্তম নির্বাচনের শেষ পর্বে আজ বিহারে 243টি আসনের মধ্যে 78টিতে ভোটগ্রহণ হচ্ছে ।

হিন্দিতে একটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "তৃতীয় ও চূড়ান্ত পর্বের ভোট চলছে বিহারে । আমি সকল ভোটারকে প্রচুর সংখ্যায় ভোট দিয়ে গণতন্ত্রের এই উৎসবে অংশ নিতে এবং একটি নতুন রেকর্ড গড়ার আবেদন করছি । আর হ্যাঁ, দয়া করে সকলে মাস্ক পরুন এবং সোশাল ডিসটেন্সিং মেনে চলুন ।"

বিহারে বিধানসভা ভোটের জন্য 12টিরও বেশি প্রচারসভা করেছেন প্রধানমন্ত্রী । এর আগেই তিনি জোর দিয়ে বলেছেন, "আবারও NDA-কেই নির্বাচন করবে বিহারবাসী ।" বিহারে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের চতুর্থ মেয়াদের দাবিদার BJP-JD(U) জোটের মুখ নীতীশ কুমার । এটিই তাঁর শেষ নির্বাচন বলে চলতি সপ্তাহের শুরুতেই ঘোষণা নীতীশ কুমার ।

বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মঞ্চে দেখা গিয়েছে নীতীশ কুমার ।

এদিকে, চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ শুরু হতেই টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । টুইটে প্রচুর সংখ্যায় ভোট দিতে বিহারবাসী, বিশেষত বিহারের যুব সমাজকে আহ্বান জানিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.