ETV Bharat / bharat

"নৌসেনার রণতরীকে ব্যক্তিগত ট্যাক্সি বানিয়েছিলেন রাজীব", মোদির মন্তব্যে কড়া সমালোচনা কংগ্রেসের

মোদি বায়ুসেনার জেট বিমানকে ব্যক্তিগত ট্যাক্সিতে পরিণত করেছেন । RTI-র দেওয়া একটি রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত BJP ভারতীয় বায়ুসেনাকে 1.4 কোটি টাকা দিয়েছে বলে দাবি করেছে কংগ্রেস মুখপাত্র সুরজেওয়ালা ।

নরেন্দ্র মোদি
author img

By

Published : May 9, 2019, 8:30 PM IST

Updated : May 11, 2019, 9:45 PM IST

দিল্লি, ৯ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র ৭৪৪ টাকার বিনিময়ে বায়ুসেনার জেট বিমানকে নিজের ব্যক্তিগত সফরের জন্য ব্যবহার করেছিলেন । জেট বিমানকে ব্যক্তিগত ট্যাক্সিতে পরিণত করেছেন মোদি । গতকাল রাজীব গান্ধিকে নিয়ে রাজধানীতে করা মোদির মন্তব্যের জবাব দিল কংগ্রেস ।

আজ দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, "মোদি বায়ুসেনার জেট বিমানকে ব্যক্তিগত ট্যাক্সিতে পরিণত করেছেন । RTI-র দেওয়া একটি রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত BJP ভারতীয় বায়ুসেনাকে ১.৪ কোটি টাকা দিয়েছে । কারণ, বায়ুসেনরা থেকে ভাড়া করা জেট বিমানে প্রধানমন্ত্রী ২৪০টি অন্তর্দেশীয় ব্যক্তিগত সফর করেছেন । মোদির বেশকিছু সফরের ক্ষেত্রে BJP খুব কম বিমান মাশুল দিয়েছে বায়ুসেনাকে । যেমন, চলতি বছরের ১৫ জানুয়ারি মোদির একটি সফরের জন্য বায়ুসেনাকে মাত্র ৭৪৪ টাকা বিমান মাশুল দিয়েছে BJP ।"

গতকাল দিল্লিতে একটি জনসভায় মোদি দাবি করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি ভারতীয় নৌবাহিনীর INS-বিরাট যুদ্ধজাহাজ নিয়ে পারিবারিক ছুটি কাটাতে লাক্ষাদ্বীপ যান । তাঁর সঙ্গে যায় শ্বশুরবাড়ির লোকজনও । আসলে নৌসেনার রণতরীকে ব্যক্তিগত ট্যাক্সিতে পরিণত করেছিলেন রাজীব গান্ধি । আজ মোদির অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেস নেতৃত্ব দাবি করেছে এটা মোদির পক্ষেই বলা সম্ভব । কারণ, একমাত্র মোদিই ভোটের সময় বায়ুসেনার জেট বিমান ব্যবহার করেছিলেন ।

এদিকে, INS-বিরাটের তৎকালীন উপ-নৌসেনাপতি বিনোদ পাসরিচা মোদির মন্তব্য সম্পূর্ণ ভুল বলে দাবি করেন । তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে কোনও পারিবারিক ছুটি কাটাতে যাননি । প্রাক্তন প্রধানমন্ত্রী একটি সরকারি কাজেই স্ত্রী সোনিয়া গান্ধি ও পুত্র রাহুল গান্ধি-সহ দুজন নৌসেনা আধিকারিককে নিয়ে INS-বিরাটে করে লাক্ষাদ্বীপে যান । রাজীব গান্ধি সেইসময় বেশকিছু বৈঠক সারেন । রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নৌসেনার নামকে ব্যবহার করা হচ্ছে । এটা সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেন বিনোদ পাসরিচা ।

যদিও মোদির বক্তব্যের সমর্থনে INS বিরাটের প্রাক্তন নৌসেনা আধিকারিক ভি কে জেটলি জানান, সেইসময় ওই রণতরীতে এসে রাত্রিযাপন করেছিলেন সস্ত্রীক রাজীব গান্ধি । পরে সেখান থেকে হেলিকপ্টারে করে তাঁরা লাক্ষাদ্বীপ চলে যান ।

দিল্লি, ৯ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র ৭৪৪ টাকার বিনিময়ে বায়ুসেনার জেট বিমানকে নিজের ব্যক্তিগত সফরের জন্য ব্যবহার করেছিলেন । জেট বিমানকে ব্যক্তিগত ট্যাক্সিতে পরিণত করেছেন মোদি । গতকাল রাজীব গান্ধিকে নিয়ে রাজধানীতে করা মোদির মন্তব্যের জবাব দিল কংগ্রেস ।

আজ দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, "মোদি বায়ুসেনার জেট বিমানকে ব্যক্তিগত ট্যাক্সিতে পরিণত করেছেন । RTI-র দেওয়া একটি রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত BJP ভারতীয় বায়ুসেনাকে ১.৪ কোটি টাকা দিয়েছে । কারণ, বায়ুসেনরা থেকে ভাড়া করা জেট বিমানে প্রধানমন্ত্রী ২৪০টি অন্তর্দেশীয় ব্যক্তিগত সফর করেছেন । মোদির বেশকিছু সফরের ক্ষেত্রে BJP খুব কম বিমান মাশুল দিয়েছে বায়ুসেনাকে । যেমন, চলতি বছরের ১৫ জানুয়ারি মোদির একটি সফরের জন্য বায়ুসেনাকে মাত্র ৭৪৪ টাকা বিমান মাশুল দিয়েছে BJP ।"

গতকাল দিল্লিতে একটি জনসভায় মোদি দাবি করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি ভারতীয় নৌবাহিনীর INS-বিরাট যুদ্ধজাহাজ নিয়ে পারিবারিক ছুটি কাটাতে লাক্ষাদ্বীপ যান । তাঁর সঙ্গে যায় শ্বশুরবাড়ির লোকজনও । আসলে নৌসেনার রণতরীকে ব্যক্তিগত ট্যাক্সিতে পরিণত করেছিলেন রাজীব গান্ধি । আজ মোদির অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেস নেতৃত্ব দাবি করেছে এটা মোদির পক্ষেই বলা সম্ভব । কারণ, একমাত্র মোদিই ভোটের সময় বায়ুসেনার জেট বিমান ব্যবহার করেছিলেন ।

এদিকে, INS-বিরাটের তৎকালীন উপ-নৌসেনাপতি বিনোদ পাসরিচা মোদির মন্তব্য সম্পূর্ণ ভুল বলে দাবি করেন । তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে কোনও পারিবারিক ছুটি কাটাতে যাননি । প্রাক্তন প্রধানমন্ত্রী একটি সরকারি কাজেই স্ত্রী সোনিয়া গান্ধি ও পুত্র রাহুল গান্ধি-সহ দুজন নৌসেনা আধিকারিককে নিয়ে INS-বিরাটে করে লাক্ষাদ্বীপে যান । রাজীব গান্ধি সেইসময় বেশকিছু বৈঠক সারেন । রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নৌসেনার নামকে ব্যবহার করা হচ্ছে । এটা সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেন বিনোদ পাসরিচা ।

যদিও মোদির বক্তব্যের সমর্থনে INS বিরাটের প্রাক্তন নৌসেনা আধিকারিক ভি কে জেটলি জানান, সেইসময় ওই রণতরীতে এসে রাত্রিযাপন করেছিলেন সস্ত্রীক রাজীব গান্ধি । পরে সেখান থেকে হেলিকপ্টারে করে তাঁরা লাক্ষাদ্বীপ চলে যান ।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
UK POOL - AP CLIENTS ONLY
Gillingham - 9 May 2019
1. Wide of UK opposition Labour Party leader Jeremy Corbyn approaching lectern
2. SOUNDBITE (English) Jeremy Corbyn, UK opposition Labour Party leader:
"No one expected us to be holding these European elections but the government's complete failure on Brexit means they're going ahead against a backdrop of division and frustration. A vote for Labour is a vote to bring our divided country back together. Labour is the only party with a plan to unite our country and make it work for the many, not the few. We will end austerity, invest in our economy and our communities and raise wages and living standards. Labour's alternative plan for Brexit which protects jobs, living standards and communities would end the chaos caused by the Conservatives."
3. Corbyn speaking
4. SOUNDBITE (English) Jeremy Corbyn, UK opposition Labour Party leader:
"Labour agreed to talks because it believed it was the right thing to do, to see if we could get a better deal in line with our plan, the needs of businesses and trade unions. A deal that would see us leave the EU but keep a close relationship with our major trading partners. So far in those talks there's been no big offer. And the red lines remain in place. It's actually quite difficult negotiating with a disintegrating government with cabinet ministers jockeying for succession rather than working for an agreement. It is in the country's interest to try to get this sorted one way or the other. But we can never accept the government's bad deal or a disastrous no-deal. So if we can't get a sensible deal along the lines of our alternative plan or a General Election, Labour backs the option of a public vote on it."
5. News conference
UK POOL - AP CLIENTS ONLY
London - 9 May 2019
6. SOUNDBITE (English) Vince Cable, leader of pro-EU British party the Liberal Democrats:
(++on meeting with the government++)
"We hope they'll (the government) take it seriously. We're pushing for the government to recognise that it's in their interests and the country's interests. We have a People's vote with the option to remain. Closed down the issue rather than this European election, which won't resolve any problems."
++BLACK FRAMES++
7. SOUNDBITE (English) Vince Cable, leader of pro-EU British party the Liberal Democrats:
"We are moving into a new politics. The Tory party and the Labour Party are in a terrible state. Potentially disintegrating, potentially, if that happens we need a new centrist, liberal, social, democratic, moderate force and parties working together which is what we're doing today."
++ENDS ON SOUNDBITE++
STORYLINE:
The UK's main opposition Labour Party on Thursday launched their European elections campaign.
The party's leader Jeremy Corbyn appealed to voters that Labour is the only party that would unite the country.
Commenting on the Brexit compromise talks with UK Prime Minister Theresa May, Corbyn said "there has been no big offer, and the red lines remain".
Meanwhile, a delegation of pro-EU British lawmakers from the Liberal Democrats and Change UK held talks with the government, hoping to push for a public vote on any Brexit deal.
Speaking before the meeting, Cable said "the Tory party and the Labour Party are in a terrible state" and that they are "potentially disintegrating".
"If that happens we need a new centrist, liberal, social, democratic, moderate force and parties working together", he added.  
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
Last Updated : May 11, 2019, 9:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.