ETV Bharat / bharat

কৃষির ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্ত, কৃষি বিল পাশের পর আবেগপ্রবণ মোদি - রাজ্যসভায় পাশ কৃষি বিল

এই বিল কৃষিক্ষেত্রের সম্পূর্ণ রূপান্তর ও কোটি কোটি কৃষকদের ক্ষমতায়নের নিশ্চয়তা দেবে । রাজ্যসভায় কৃষি বিল পাশের পর বললেন আবেগপ্রবণ প্রধানমন্ত্রী ।

PM
PM
author img

By

Published : Sep 20, 2020, 4:49 PM IST

দিল্লি, 20 সেপ্টেম্বর : আনন্দে চোখে জল চলে এল । কৃষকদের পাশে দাঁড়াতে পারলাম আমরা । দেশের কৃষির ইতিহাসে ঐতিহাসিক মুহূর্ত । কৃষি বিল পাশের পর এ ভাবেই নিজের আবেগের প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

রাজ্যসভায় এই বিল নিয়ে আলোচনার সময় চরম বিরোধিতা ও নাটকীয়তার মধ্যেই এই বিল পাশ হওয়ার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী ।

এই বিল পাশের পর টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "ভারতীয় কৃষির ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্ত ! সংসদে এই বিল পাশের জন্য আমাদের কৃষকদের অভিনন্দন । এই বিল কৃষিক্ষেত্রের সম্পূর্ণ রূপান্তর ও কোটি কোটি কৃষকদের ক্ষমতায়নের নিশ্চয়তা দেবে ।"

আরও পড়ুন : প্রতিবাদ-বিক্ষোভ উড়িয়ে রাজ্যসভায় পাশ কৃষি বিল

লোকসভার পর রাজ্যসভাতেও প্রতিবাদ উড়িয়ে পাশ হয়ে গেল কৃষি বিল । তুমুল বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই ধ্বনি ভোটে পাশ হয় বিলটি । বিলের তীব্র বিরোধিতা করেন বিরোধীরা । রাজ্যসভায় তৃণমূল সদস্য ডেরেক ও'ব্রায়েন ওয়েলে নেমে আসেন । রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে হাউজ় রুল বুক দেখান । বলেন, ওঁরা সংসদের নিয়ম ভেঙেছেন ।

আরও পড়ুন : কৃষকদের 70 বছরের অবিচার থেকে মুক্তি দিল মোদি সরকার, দাবি নাড্ডার

কৃষি সংক্রান্ত তিনটি বিল -- অত্যাবশ্যক পণ্য আইন সংশোধন,কৃষিজাত পণ্যের লেনদেন ও বাণিজ্যিক উন্নতি এবং কৃষিজাত পণ্যের মূল্যের ক্ষেত্রে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ণ, আগেই লোকসভায় পাশ হয়েছিল । আজ দ্বিতীয় ও তৃতীয় বিল দুটি রাজ্যসভার পেশ করা হয় । আর তখনই শুরু হয় গণ্ডগোল । তৃণমূল কংগ্রেসের ডেরেক ও'ব্রায়েন এটিকে "গণতন্ত্রের হত্যা" বলে উল্লেখ করেন ।

আরও পড়ুন : "RSTV সেন্সর করা হচ্ছে" কৃষি বিল ইশুতে ওয়েলে নেমে প্রতিবাদ ডেরেকের

রাজ্যসভার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "তারা (কেন্দ্র) প্রতারণা করছে । সংসদের প্রতিটি নিয়ম তারা ভাঙছে । কেন্দ্র বলছে এটা ঐতিহাসিক দিন । সত্যিই এটা ঐতিহাসিক দিন, তবে সবথেকে নেতিবাচক দিক থেকে । তারা রাজ্যসভা টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে, যাতে মানুষ দেখতে না পারে কী হচ্ছে । রাজ্যসভা টিভিকে সেন্সর করা হচ্ছে ।"

দিল্লি, 20 সেপ্টেম্বর : আনন্দে চোখে জল চলে এল । কৃষকদের পাশে দাঁড়াতে পারলাম আমরা । দেশের কৃষির ইতিহাসে ঐতিহাসিক মুহূর্ত । কৃষি বিল পাশের পর এ ভাবেই নিজের আবেগের প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

রাজ্যসভায় এই বিল নিয়ে আলোচনার সময় চরম বিরোধিতা ও নাটকীয়তার মধ্যেই এই বিল পাশ হওয়ার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী ।

এই বিল পাশের পর টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "ভারতীয় কৃষির ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্ত ! সংসদে এই বিল পাশের জন্য আমাদের কৃষকদের অভিনন্দন । এই বিল কৃষিক্ষেত্রের সম্পূর্ণ রূপান্তর ও কোটি কোটি কৃষকদের ক্ষমতায়নের নিশ্চয়তা দেবে ।"

আরও পড়ুন : প্রতিবাদ-বিক্ষোভ উড়িয়ে রাজ্যসভায় পাশ কৃষি বিল

লোকসভার পর রাজ্যসভাতেও প্রতিবাদ উড়িয়ে পাশ হয়ে গেল কৃষি বিল । তুমুল বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই ধ্বনি ভোটে পাশ হয় বিলটি । বিলের তীব্র বিরোধিতা করেন বিরোধীরা । রাজ্যসভায় তৃণমূল সদস্য ডেরেক ও'ব্রায়েন ওয়েলে নেমে আসেন । রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে হাউজ় রুল বুক দেখান । বলেন, ওঁরা সংসদের নিয়ম ভেঙেছেন ।

আরও পড়ুন : কৃষকদের 70 বছরের অবিচার থেকে মুক্তি দিল মোদি সরকার, দাবি নাড্ডার

কৃষি সংক্রান্ত তিনটি বিল -- অত্যাবশ্যক পণ্য আইন সংশোধন,কৃষিজাত পণ্যের লেনদেন ও বাণিজ্যিক উন্নতি এবং কৃষিজাত পণ্যের মূল্যের ক্ষেত্রে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ণ, আগেই লোকসভায় পাশ হয়েছিল । আজ দ্বিতীয় ও তৃতীয় বিল দুটি রাজ্যসভার পেশ করা হয় । আর তখনই শুরু হয় গণ্ডগোল । তৃণমূল কংগ্রেসের ডেরেক ও'ব্রায়েন এটিকে "গণতন্ত্রের হত্যা" বলে উল্লেখ করেন ।

আরও পড়ুন : "RSTV সেন্সর করা হচ্ছে" কৃষি বিল ইশুতে ওয়েলে নেমে প্রতিবাদ ডেরেকের

রাজ্যসভার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "তারা (কেন্দ্র) প্রতারণা করছে । সংসদের প্রতিটি নিয়ম তারা ভাঙছে । কেন্দ্র বলছে এটা ঐতিহাসিক দিন । সত্যিই এটা ঐতিহাসিক দিন, তবে সবথেকে নেতিবাচক দিক থেকে । তারা রাজ্যসভা টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে, যাতে মানুষ দেখতে না পারে কী হচ্ছে । রাজ্যসভা টিভিকে সেন্সর করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.