ETV Bharat / bharat

'অসাধারণ' ফলাফল জামিয়ার, বলল মোদি সরকার - জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়

CAA বিরোধী আন্দোলনের জন্য জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের টার্গেট করার পর, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ফলাফলকে 'অসামান্য' বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক । 15 ডিসেম্বর ক্যাম্পাসে পুলিশ প্রবেশের পরই রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর ।

Jamia Milia
Jamia Milia
author img

By

Published : Jul 19, 2020, 9:55 PM IST

দিল্লি, 19 জুলাই : 2019-20 শিক্ষাবর্ষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির পারফরম্যান্সের ওপর একটি মূল্যায়ন করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক । যার ভিত্তিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ফলাফল অসাধারণ বলে জানিয়েছে মন্ত্রক । জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পাঠানো মন্ত্রকের একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই মূল্যায়নে মোট 95.23% নম্বর পেয়েছে এই বিশ্ববিদ্যালয় ।

CAA বিরোধী আন্দোলন চলাকালীন 15 ডিসেম্বর ক্যাম্পাসে পুলিশ প্রবেশের পর রণক্ষেত্রে পরিণত হয়েছিল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্বর ।

জামিয়ার উপাচার্য অধ্যাপক নাজ়মা আখতার এই সাফল্যের পিছনে উচ্চমানের শিক্ষাদান, প্রাসঙ্গিক এবং মনোনিবেশিত গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নত ধারণাকেই উল্লেখ করেছেন । আগামী বছরগুলিতে বিশ্ববিদ্যালয়টির কর্মদক্ষতা আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি । তাঁর মতে, সম্প্রতি যে চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে গিয়েছে এই বিশ্ববিদ্যালয় সেই কারণেই এই ফলাফল আরও তাৎপর্যপূর্ণ ।

গত মাসে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ঘোষিত জাতীয় প্রাতিষ্ঠানিক র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) র‌্যাঙ্কিংয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় দশম স্থানে রয়েছে এবং 'সামগ্রিক' বিভাগে, এর স্থান ছিল 16 নম্বরে ।

দিল্লি, 19 জুলাই : 2019-20 শিক্ষাবর্ষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির পারফরম্যান্সের ওপর একটি মূল্যায়ন করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক । যার ভিত্তিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ফলাফল অসাধারণ বলে জানিয়েছে মন্ত্রক । জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পাঠানো মন্ত্রকের একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই মূল্যায়নে মোট 95.23% নম্বর পেয়েছে এই বিশ্ববিদ্যালয় ।

CAA বিরোধী আন্দোলন চলাকালীন 15 ডিসেম্বর ক্যাম্পাসে পুলিশ প্রবেশের পর রণক্ষেত্রে পরিণত হয়েছিল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্বর ।

জামিয়ার উপাচার্য অধ্যাপক নাজ়মা আখতার এই সাফল্যের পিছনে উচ্চমানের শিক্ষাদান, প্রাসঙ্গিক এবং মনোনিবেশিত গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নত ধারণাকেই উল্লেখ করেছেন । আগামী বছরগুলিতে বিশ্ববিদ্যালয়টির কর্মদক্ষতা আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি । তাঁর মতে, সম্প্রতি যে চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে গিয়েছে এই বিশ্ববিদ্যালয় সেই কারণেই এই ফলাফল আরও তাৎপর্যপূর্ণ ।

গত মাসে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ঘোষিত জাতীয় প্রাতিষ্ঠানিক র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) র‌্যাঙ্কিংয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় দশম স্থানে রয়েছে এবং 'সামগ্রিক' বিভাগে, এর স্থান ছিল 16 নম্বরে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.