ETV Bharat / bharat

ক্ষমতার জন্য লোক দেখানো ভাবমূর্তি তৈরি করেছেন মোদি : রাহুল

লাদাখ ইশুতে ফের নরেন্দ্র মোদিকে আক্রমণ রাহুল গান্ধির ৷

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Jul 20, 2020, 5:31 PM IST

দিল্লি, 20 জুলাই : ক্ষমতায় আসার জন্য নিজের লোকদেখানো ভাবমূর্তি তৈরি করেছিলেন নরেন্দ্র মোদি । তাঁর সবচেয়ে বড় শক্তি ছিল এটাই । এখন সেটিই ভারতকে সবচেয়ে দুর্বল করে দিচ্ছে । ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে আজ ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে এই কথা বললেন রাহুল গান্ধি ।

টুইটারে আজ আরও একটি ভিডিয়ো পোস্ট করেন রাহুল । এটি শুধুমাত্র সামান্য সীমান্ত ইশু নয় বলেও মন্তব্য করেন কংগ্রেসের এই নেতা । “আমার উদ্বেগের কারণ, চিনারা আজ আমাদের দেশে প্রবেশ করেছে । নিজেদের কৌশল নিয়ে ভাবনা-চিন্তা না করে কিছুই করে না চিনারা । নিজেদের মতো করে তারা একটি বিশ্বকে ম্যাপ করছে এবং রূপ দেওয়ার চেষ্টা করছে,” বলেন রাহুল গান্ধি ।

চিনের পিপলস লিবারেশন আর্মির (PLA) দ্বারা লাদখের গালওয়ান এলাকায় 15 জুন এক অফিসারসহ 20 জন ভারতীয় সেনা শহিদ হওয়ার পর চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পরিস্থিতি পরিচালনার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন রাহুল গান্ধি । চিনারা ভারতে প্রবেশ করেনি - কেন্দ্রের তিনি এই দাবি বারবার প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা ।

দিল্লি, 20 জুলাই : ক্ষমতায় আসার জন্য নিজের লোকদেখানো ভাবমূর্তি তৈরি করেছিলেন নরেন্দ্র মোদি । তাঁর সবচেয়ে বড় শক্তি ছিল এটাই । এখন সেটিই ভারতকে সবচেয়ে দুর্বল করে দিচ্ছে । ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে আজ ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে এই কথা বললেন রাহুল গান্ধি ।

টুইটারে আজ আরও একটি ভিডিয়ো পোস্ট করেন রাহুল । এটি শুধুমাত্র সামান্য সীমান্ত ইশু নয় বলেও মন্তব্য করেন কংগ্রেসের এই নেতা । “আমার উদ্বেগের কারণ, চিনারা আজ আমাদের দেশে প্রবেশ করেছে । নিজেদের কৌশল নিয়ে ভাবনা-চিন্তা না করে কিছুই করে না চিনারা । নিজেদের মতো করে তারা একটি বিশ্বকে ম্যাপ করছে এবং রূপ দেওয়ার চেষ্টা করছে,” বলেন রাহুল গান্ধি ।

চিনের পিপলস লিবারেশন আর্মির (PLA) দ্বারা লাদখের গালওয়ান এলাকায় 15 জুন এক অফিসারসহ 20 জন ভারতীয় সেনা শহিদ হওয়ার পর চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পরিস্থিতি পরিচালনার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন রাহুল গান্ধি । চিনারা ভারতে প্রবেশ করেনি - কেন্দ্রের তিনি এই দাবি বারবার প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.