দুমকা(ঝাড়খণ্ড), 15 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পাশ হওয়ার পর থেকেই উত্তেজনা ছড়াতে শুরু করে অসমে । একাধিক মিছিল, বনধ, বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় রাজ্য । পুলিশের গুলিতে মৃত্যুও হয় দু'জনের । হিংসা যাতে না ছড়ায় তাই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা । এই পরিস্থিতিতে অসমবাসীকে টুইটের মাধ্যমে আশ্বস্তের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবার ফের অসম প্রসঙ্গে মুখ খুললেন নরেন্দ্র মোদি । অসমবাসীকে হিংসা থেকে দূরে থাকার জন্য জানালেন ধন্যবাদ । পাশাপাশি কংগ্রসকে আক্রমণ করলেন তিনি । আজ ঝাড়খণ্ডের দুমকায় নির্বাচনী প্রচারে এসে তিনি বলেন, "কংগ্রেস ও তার সহযোগীরা আগুন ছড়াচ্ছে ৷ তাদের কথা যখন শোনা হয় না, তারা আগুন ছড়ায় ৷ কারা হিংসা ছড়াচ্ছে, তা আপনারা তাদের পোশাক দেখেই সহজে চিহ্নিত করতে পারবেন ৷ "
লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই উত্তপ্ত হয় অসম । একাধিক মিছিল, বনধ, বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় রাজ্য । পুলিশের গুলিতে মৃত্যুও হয় দু'জনের । বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা । তখনই অসমবাসীর উদ্দেশে টুইটে বার্তা দেন নরেন্দ্র মোদি । লেখেন, "অসমের ভাইবোনদের আশ্বস্ত করতে চাই । নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলেও তাঁদের চিন্তার কোনও কারণ নেই । কেউ আপনাদের অধিকার, স্বতন্ত্র পরিচয় ও সুন্দর সংস্কৃতি কাড়তে পারবে না ।" কিন্তু তারপরও অসমে বিক্ষোভ অব্যাহত থাকে । যদিও অসমের পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক বলে দাবি করেন রাজ্য পুলিশের DG জ্যোতি মহন্ত । বলেন, "আমরা শান্তি ফিরিয়ে আনছি । পরিস্থিতি যথেষ্ট ভালো । সতর্ক আছি । পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছি ।"
আজ ঝাড়খণ্ডের দুমকায় একটি নির্বাচনী ব়্যালিতে অসম প্রসঙ্গে ফের মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অসমবাসীকে হিংসা থেকে দূরে থাকার জন্য ধন্যবাদ জানান । বলেন, "আমি অসমের ভাই ও বোনদের হিংসার সঙ্গে যুক্ত মানুষের থেকে দূরত্ব বজায় রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি । তারা শান্তিপূর্ণ পথে নিজেদের বক্তব্য রেখেছেন ।" পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, "কংগ্রেস ও তার সহযোগীরা আগুন ছড়াচ্ছে । যখনই তাদের কথা কেউ শোনে না তখনই তারা উত্তেজনা ছড়ায় । কারা হিংসা ছড়াচ্ছে তা সহজেই তাদের পোশাকের মাধ্যমে চিনতে পারবেন । "