ETV Bharat / bharat

কংগ্রেস ও সহযোগীরা আগুন ছড়াচ্ছে : মোদি - নরেন্দ্র মোদি

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ জারি অসমে ৷ ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে এসে অসমের বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে হিংসা থেকে দূরে থাকার জন্য অসমবাসীকে ধন্যবাদ জানালেন ধন্যবাদ ।

Narendra Modi
নরেন্দ্র মোদি
author img

By

Published : Dec 15, 2019, 5:52 PM IST

দুমকা(ঝাড়খণ্ড), 15 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পাশ হওয়ার পর থেকেই উত্তেজনা ছড়াতে শুরু করে অসমে । একাধিক মিছিল, বনধ, বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় রাজ্য । পুলিশের গুলিতে মৃত্যুও হয় দু'জনের । হিংসা যাতে না ছড়ায় তাই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা । এই পরিস্থিতিতে অসমবাসীকে টুইটের মাধ্যমে আশ্বস্তের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবার ফের অসম প্রসঙ্গে মুখ খুললেন নরেন্দ্র মোদি । অসমবাসীকে হিংসা থেকে দূরে থাকার জন্য জানালেন ধন্যবাদ । পাশাপাশি কংগ্রসকে আক্রমণ করলেন তিনি । আজ ঝাড়খণ্ডের দুমকায় নির্বাচনী প্রচারে এসে তিনি বলেন, "কংগ্রেস ও তার সহযোগীরা আগুন ছড়াচ্ছে ৷ তাদের কথা যখন শোনা হয় না, তারা আগুন ছড়ায় ৷ কারা হিংসা ছড়াচ্ছে, তা আপনারা তাদের পোশাক দেখেই সহজে চিহ্নিত করতে পারবেন ৷ "

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই উত্তপ্ত হয় অসম । একাধিক মিছিল, বনধ, বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় রাজ্য । পুলিশের গুলিতে মৃত্যুও হয় দু'জনের । বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা । তখনই অসমবাসীর উদ্দেশে টুইটে বার্তা দেন নরেন্দ্র মোদি । লেখেন, "অসমের ভাইবোনদের আশ্বস্ত করতে চাই । নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলেও তাঁদের চিন্তার কোনও কারণ নেই । কেউ আপনাদের অধিকার, স্বতন্ত্র পরিচয় ও সুন্দর সংস্কৃতি কাড়তে পারবে না ।" কিন্তু তারপরও অসমে বিক্ষোভ অব্যাহত থাকে । যদিও অসমের পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক বলে দাবি করেন রাজ্য পুলিশের DG জ্যোতি মহন্ত । বলেন, "আমরা শান্তি ফিরিয়ে আনছি । পরিস্থিতি যথেষ্ট ভালো । সতর্ক আছি । পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছি ।"

আজ ঝাড়খণ্ডের দুমকায় একটি নির্বাচনী ব়্যালিতে অসম প্রসঙ্গে ফের মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অসমবাসীকে হিংসা থেকে দূরে থাকার জন্য ধন্যবাদ জানান । বলেন, "আমি অসমের ভাই ও বোনদের হিংসার সঙ্গে যুক্ত মানুষের থেকে দূরত্ব বজায় রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি । তারা শান্তিপূর্ণ পথে নিজেদের বক্তব্য রেখেছেন ।" পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, "কংগ্রেস ও তার সহযোগীরা আগুন ছড়াচ্ছে । যখনই তাদের কথা কেউ শোনে না তখনই তারা উত্তেজনা ছড়ায় । কারা হিংসা ছড়াচ্ছে তা সহজেই তাদের পোশাকের মাধ্যমে চিনতে পারবেন । "

দুমকা(ঝাড়খণ্ড), 15 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পাশ হওয়ার পর থেকেই উত্তেজনা ছড়াতে শুরু করে অসমে । একাধিক মিছিল, বনধ, বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় রাজ্য । পুলিশের গুলিতে মৃত্যুও হয় দু'জনের । হিংসা যাতে না ছড়ায় তাই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা । এই পরিস্থিতিতে অসমবাসীকে টুইটের মাধ্যমে আশ্বস্তের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবার ফের অসম প্রসঙ্গে মুখ খুললেন নরেন্দ্র মোদি । অসমবাসীকে হিংসা থেকে দূরে থাকার জন্য জানালেন ধন্যবাদ । পাশাপাশি কংগ্রসকে আক্রমণ করলেন তিনি । আজ ঝাড়খণ্ডের দুমকায় নির্বাচনী প্রচারে এসে তিনি বলেন, "কংগ্রেস ও তার সহযোগীরা আগুন ছড়াচ্ছে ৷ তাদের কথা যখন শোনা হয় না, তারা আগুন ছড়ায় ৷ কারা হিংসা ছড়াচ্ছে, তা আপনারা তাদের পোশাক দেখেই সহজে চিহ্নিত করতে পারবেন ৷ "

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই উত্তপ্ত হয় অসম । একাধিক মিছিল, বনধ, বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় রাজ্য । পুলিশের গুলিতে মৃত্যুও হয় দু'জনের । বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা । তখনই অসমবাসীর উদ্দেশে টুইটে বার্তা দেন নরেন্দ্র মোদি । লেখেন, "অসমের ভাইবোনদের আশ্বস্ত করতে চাই । নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলেও তাঁদের চিন্তার কোনও কারণ নেই । কেউ আপনাদের অধিকার, স্বতন্ত্র পরিচয় ও সুন্দর সংস্কৃতি কাড়তে পারবে না ।" কিন্তু তারপরও অসমে বিক্ষোভ অব্যাহত থাকে । যদিও অসমের পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক বলে দাবি করেন রাজ্য পুলিশের DG জ্যোতি মহন্ত । বলেন, "আমরা শান্তি ফিরিয়ে আনছি । পরিস্থিতি যথেষ্ট ভালো । সতর্ক আছি । পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছি ।"

আজ ঝাড়খণ্ডের দুমকায় একটি নির্বাচনী ব়্যালিতে অসম প্রসঙ্গে ফের মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অসমবাসীকে হিংসা থেকে দূরে থাকার জন্য ধন্যবাদ জানান । বলেন, "আমি অসমের ভাই ও বোনদের হিংসার সঙ্গে যুক্ত মানুষের থেকে দূরত্ব বজায় রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি । তারা শান্তিপূর্ণ পথে নিজেদের বক্তব্য রেখেছেন ।" পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, "কংগ্রেস ও তার সহযোগীরা আগুন ছড়াচ্ছে । যখনই তাদের কথা কেউ শোনে না তখনই তারা উত্তেজনা ছড়ায় । কারা হিংসা ছড়াচ্ছে তা সহজেই তাদের পোশাকের মাধ্যমে চিনতে পারবেন । "

Mumbai, Dec 15 (ANI): Delegation of PMC Bank depositors met CM Thackeray at Matoshree on Dec 15. Hundreds of Punjab and Maharashtra Co-operative (PMC) Bank account holders protested outside Matoshree in Mumbai on Dec 15. Matoshree is the residence of Chief Minister Uddhav Thackeray. Some of the protesters were detained by the police.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.