ETV Bharat / bharat

সুপ্রিয়াকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পদ দিতে চেয়েছিলেন মোদি : শরদ পাওয়ার - modi pawer

মহারাষ্ট্রে BJP-কে সমর্থন করলে কন্যা সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে । নরেন্দ্র মোদির এই প্রস্তাব শুনে না করে দিয়েছিলেন তিনি । ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) প্রধান শরদ পাওয়ার সোমবার একটি মারাঠি নিউজ় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন ।

pawer modi
মোদি পাওয়ার
author img

By

Published : Dec 3, 2019, 9:42 PM IST

মুম্বই, 3 ডিসেম্বর : প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন । মহারাষ্ট্রে BJP-কে সমর্থন করলে কন্যা সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে । নরেন্দ্র মোদির প্রস্তাবে না করে দিয়েছিলেন তিনি । সোমবার একটি মারাঠি নিউজ় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) প্রধান শরদ পাওয়ার ।

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয় 24 অক্টোবর ৷ তারপর সরকার গঠন নিয়ে কয়েক সপ্তাহ টানাপোড়েন চলে ৷ প্রথমে দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ সঙ্গে উপমুখ্যমন্ত্রী হন NCP নেতা অজিত পাওয়ার ৷ কিন্তু, সুপ্রিম কোর্ট আস্থা ভোটের নির্দেশ দেওয়ার পর প্রথমে অজিত পাওয়ার পদত্যাগ করেন ৷ তারপরই পদত্যাগ করেন ফড়নবিশ ৷ এরপর NCP, কংগ্রেস ও শিবসেনা জোট সরকার গঠন করে ৷

মারাঠি নিউজ় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে NCP প্রধান শরদ পাওয়ার বলেন, মহারাষ্ট্রে BJP-কে সরকার গড়ার জন্য মাহায্য করতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এর পরিবর্তে পাওয়ার কন্যা সুপ্রিয়াকে মন্ত্রী করার প্রস্তাব দেন মোদি । পাওয়ার সাক্ষাৎকারে বলেন, "প্রধানমন্ত্রী একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন । আমি তাঁকে বলেছিলাম যে আপনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো । সেই সম্পর্ক বজায় থাকবে । কিন্তু আমার পক্ষে একসঙ্গে কাজ করা সম্ভব নয় ৷"


গত মাসে রাজ্যসভার অধিবেশনে প্রধানমন্ত্রী NCP প্রধান শরদ পাওয়ারের প্রশংসা করেন । সংসদীয় রীতিনীতি কী ভাবে মেনে চলতে হয় সে বিষয়ে NCP দলের কাছ থেকে অন্যদের শিক্ষা নিতে হবে । প্রধানমন্ত্রী এর আগেও এই মারাঠা রাজনীতিবিদের প্রশংসা করেন । এমন কী 2016 সালে পুণের এক সভায় মোদি বলেন যে শরদ পাওয়ার তাঁকে হাতে ধরে রাজনীতি শিখিয়েছেন ।

মুম্বই, 3 ডিসেম্বর : প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন । মহারাষ্ট্রে BJP-কে সমর্থন করলে কন্যা সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে । নরেন্দ্র মোদির প্রস্তাবে না করে দিয়েছিলেন তিনি । সোমবার একটি মারাঠি নিউজ় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) প্রধান শরদ পাওয়ার ।

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয় 24 অক্টোবর ৷ তারপর সরকার গঠন নিয়ে কয়েক সপ্তাহ টানাপোড়েন চলে ৷ প্রথমে দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ সঙ্গে উপমুখ্যমন্ত্রী হন NCP নেতা অজিত পাওয়ার ৷ কিন্তু, সুপ্রিম কোর্ট আস্থা ভোটের নির্দেশ দেওয়ার পর প্রথমে অজিত পাওয়ার পদত্যাগ করেন ৷ তারপরই পদত্যাগ করেন ফড়নবিশ ৷ এরপর NCP, কংগ্রেস ও শিবসেনা জোট সরকার গঠন করে ৷

মারাঠি নিউজ় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে NCP প্রধান শরদ পাওয়ার বলেন, মহারাষ্ট্রে BJP-কে সরকার গড়ার জন্য মাহায্য করতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এর পরিবর্তে পাওয়ার কন্যা সুপ্রিয়াকে মন্ত্রী করার প্রস্তাব দেন মোদি । পাওয়ার সাক্ষাৎকারে বলেন, "প্রধানমন্ত্রী একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন । আমি তাঁকে বলেছিলাম যে আপনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো । সেই সম্পর্ক বজায় থাকবে । কিন্তু আমার পক্ষে একসঙ্গে কাজ করা সম্ভব নয় ৷"


গত মাসে রাজ্যসভার অধিবেশনে প্রধানমন্ত্রী NCP প্রধান শরদ পাওয়ারের প্রশংসা করেন । সংসদীয় রীতিনীতি কী ভাবে মেনে চলতে হয় সে বিষয়ে NCP দলের কাছ থেকে অন্যদের শিক্ষা নিতে হবে । প্রধানমন্ত্রী এর আগেও এই মারাঠা রাজনীতিবিদের প্রশংসা করেন । এমন কী 2016 সালে পুণের এক সভায় মোদি বলেন যে শরদ পাওয়ার তাঁকে হাতে ধরে রাজনীতি শিখিয়েছেন ।

Chennai, Dec 03 (ANI): Shanmuga Subramanian, an amateur astronomer from Chennai helped National Aeronautics and Space Administration (NASA) located Chandrayaan-2's Vikram Lander on surface of the moon. NASA shared this information on its twitter handle. The picture indicated the impact spot of the Lander and associated debris field created by the crash with blue and green dots. While speaking to ANI he said, "I was able to find something out of the ordinary in a particular spot, so, I thought this must be the debris. I got confirmation from NASA on Dec 03."


For All Latest Updates

TAGGED:

modi pawer
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.