ETV Bharat / bharat

মোদি সরকারের দ্বিতীয় পর্বের প্রথম বছর ঐতিহাসিক সাফল্যে পূর্ণ : অমিত শাহ - মোদি ২.০ প্রথম বর্ষপূর্তি

গতবছর এই দিনেই নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন৷ দ্বিতীয় পর্যায়ের বর্ষপূর্তি উদযাপনের জন্য প্রস্তুত BJP। টুইটারে মোদিকে অভিনন্দন অমিত শাহ-জে পি নাড্ডার।

Amit shah
Amit shah
author img

By

Published : May 30, 2020, 11:29 AM IST

দিল্লি, ৩০ মে : মোদি সরকারের দ্বিতীয়পর্বের প্রথম বছর ঐতিহাসিক সাফল্যে পূর্ণ। কেন্দ্রীয় সরকারের প্রথম বর্ষপূর্তিকে এভাবেই ব্যাখ্যা করলেন BJP-র শীর্ষ নেতারা। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, "সরকারের এই বছরটাকে মানুষ মনে রাখবে কঠিন ও বড় সিদ্ধান্তের জন্য। যা দেশের ভাবমূর্তি বদলে দিয়েছে।" সেই একই সুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "মোদি সরকার 6 বছরে অনেক ঐতিহাসিক ভুল সংশোধন করেছে। এবং আত্মনির্ভরশীল ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। যা দেশের উন্নয়নের রাস্তা।"

টুইটারে অমিত শাহ লেখেন, "2.0-র প্রথম বছর সফলভাবে পূরণ করায় দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হার্দিক অভিনন্দন। এই বছরটা ঐতিহাসিক সাফল্যে পূর্ণ।"

  • ऐतिहासिक उपलब्धियों से परिपूर्ण मोदी 2.0 के एक वर्ष के सफल कार्यकाल पर देश के लोकप्रिय प्रधानमंत्री श्री @narendramodi जी को हृदयपूर्वक बधाई देता हूँ। मुझे पूर्ण विश्वास है कि आपके दूरदर्शी व निर्णायक नेतृत्व में भारत ऐसे ही निरंतर प्रगतिशील रहेगा। #1YearOfModi2

    — Amit Shah (@AmitShah) May 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে নাড্ডা বলেন, "দূরদর্শিতা ও নিবেদনের মাধ্যমে দেশের গণতন্ত্রে এক নতুন দিশা দেখিয়েছেন মোদি। সরকারের প্রত্যকটি সিদ্ধান্তের প্রতিচ্ছবি ফুটে উঠেছে মানবকল্যাণ ও দেশের স্বার্থে। দ্বিতীয় পর্বের প্রথম বছর সফলভাবে পূরণ করার জন্য আমি প্রধানমন্ত্রী এবং সরকারের অন্য সদস্যদের অভিনন্দন জানাচ্ছি। কঠিন ও বড় সিদ্ধান্ত এবং চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করার জন্য এই বছরটাকে মনে রাখা হবে। মোদি এমন এমন সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য মানুষ দশকের পর দশক ধরে অপেক্ষা করছিলেন। এই সিদ্ধান্তগুলি দেশের ভাবমূর্তি বদলে দিয়েছে।"

গতবছর এই দিনেই নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন৷ দ্বিতীয় পর্যায়ের বর্ষপূর্তি উদযাপনের জন্য প্রস্তুত BJP। একাধিক ডিজিটাল সাংবাদিক বৈঠক, ভার্চুয়াল র্যালির আয়োজন করা হয়েছে দলের তরফে।

দিল্লি, ৩০ মে : মোদি সরকারের দ্বিতীয়পর্বের প্রথম বছর ঐতিহাসিক সাফল্যে পূর্ণ। কেন্দ্রীয় সরকারের প্রথম বর্ষপূর্তিকে এভাবেই ব্যাখ্যা করলেন BJP-র শীর্ষ নেতারা। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, "সরকারের এই বছরটাকে মানুষ মনে রাখবে কঠিন ও বড় সিদ্ধান্তের জন্য। যা দেশের ভাবমূর্তি বদলে দিয়েছে।" সেই একই সুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "মোদি সরকার 6 বছরে অনেক ঐতিহাসিক ভুল সংশোধন করেছে। এবং আত্মনির্ভরশীল ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। যা দেশের উন্নয়নের রাস্তা।"

টুইটারে অমিত শাহ লেখেন, "2.0-র প্রথম বছর সফলভাবে পূরণ করায় দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হার্দিক অভিনন্দন। এই বছরটা ঐতিহাসিক সাফল্যে পূর্ণ।"

  • ऐतिहासिक उपलब्धियों से परिपूर्ण मोदी 2.0 के एक वर्ष के सफल कार्यकाल पर देश के लोकप्रिय प्रधानमंत्री श्री @narendramodi जी को हृदयपूर्वक बधाई देता हूँ। मुझे पूर्ण विश्वास है कि आपके दूरदर्शी व निर्णायक नेतृत्व में भारत ऐसे ही निरंतर प्रगतिशील रहेगा। #1YearOfModi2

    — Amit Shah (@AmitShah) May 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে নাড্ডা বলেন, "দূরদর্শিতা ও নিবেদনের মাধ্যমে দেশের গণতন্ত্রে এক নতুন দিশা দেখিয়েছেন মোদি। সরকারের প্রত্যকটি সিদ্ধান্তের প্রতিচ্ছবি ফুটে উঠেছে মানবকল্যাণ ও দেশের স্বার্থে। দ্বিতীয় পর্বের প্রথম বছর সফলভাবে পূরণ করার জন্য আমি প্রধানমন্ত্রী এবং সরকারের অন্য সদস্যদের অভিনন্দন জানাচ্ছি। কঠিন ও বড় সিদ্ধান্ত এবং চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করার জন্য এই বছরটাকে মনে রাখা হবে। মোদি এমন এমন সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য মানুষ দশকের পর দশক ধরে অপেক্ষা করছিলেন। এই সিদ্ধান্তগুলি দেশের ভাবমূর্তি বদলে দিয়েছে।"

গতবছর এই দিনেই নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন৷ দ্বিতীয় পর্যায়ের বর্ষপূর্তি উদযাপনের জন্য প্রস্তুত BJP। একাধিক ডিজিটাল সাংবাদিক বৈঠক, ভার্চুয়াল র্যালির আয়োজন করা হয়েছে দলের তরফে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.