ETV Bharat / bharat

বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, খুন BJP নেতা-সহ পরিবারের সদস্যরা - rabindra kharat

মহরাষ্ট্রের ভুসওয়ালে রবিবার রাতে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছে এক BJP নেতা সহ তাঁর পরিবারের তিন সদস্যর ও অন্য একব্যক্তির । হামলার পর দুষ্কৃতীরা পুলিশের কাছে আত্মসমর্পণ করে ।

BJp
author img

By

Published : Oct 7, 2019, 9:23 AM IST

ভুসওয়াল, 7 অক্টোবর : মহরাষ্ট্রের ভুসওয়ালে রবিবার রাতে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছে এক BJP নেতা সহ তাঁর পরিবারের তিন সদস্যর ও অন্য একব্যক্তির । হামলার পর দুষ্কৃতীরা পুলিশের কাছে আত্মসমর্পণ করে ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে স্থানীয় BJP নেতা রবীন্দ্র খরাত ও তাঁর পরিবারের সদস্যরা যখন বাড়িতে ছিলেন তখন দুষ্কৃতীরা হামলা চালায় । তারা বাড়িতে ঢুকেই গুলি চালাতে শুরু করে । গুলি চালানোর পাশাপাশি দুষ্কৃতীরা রবীন্দ্র ও অন্যদের উপর চাকু নিয়েও হামলা করে । হামলায় রবীন্দ্র খরাত (55), তাঁর ভাই সুনীল খরাত, রবীন্দ্রর ছেলে প্রেমসাগর খরাত, রোহিত খরাত এবং আরও এক ব্যক্তির মৃত্যু হয় । পুলিশ জানিয়েছে, যে ব্যক্তির পরিচয় জানা যায়নি তিনি সম্ভবত রবীন্দ্রর ছেলে প্রেমসাগরের বন্ধু । তিনি ঘটনার সময় রবীন্দ্রর বাড়িতে ছিলেন ।

গুরুতর জখম অবস্থায় পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু সেখানে তাঁদের মৃত্যু হয় । পুলিশ জানিয়েছে, হামলার পর দুষ্কৃতীরা ঘটনাস্থান থেকে পালিয়ে গেলেও কিছুক্ষণ পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে । তাদের গ্রেপ্তার করার পাশাপাশি হামলায় ব্যবহৃত সমস্ত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও পারিবারিক বিবাদের জেরেই এই হামলা ।

ভুসওয়াল, 7 অক্টোবর : মহরাষ্ট্রের ভুসওয়ালে রবিবার রাতে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছে এক BJP নেতা সহ তাঁর পরিবারের তিন সদস্যর ও অন্য একব্যক্তির । হামলার পর দুষ্কৃতীরা পুলিশের কাছে আত্মসমর্পণ করে ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে স্থানীয় BJP নেতা রবীন্দ্র খরাত ও তাঁর পরিবারের সদস্যরা যখন বাড়িতে ছিলেন তখন দুষ্কৃতীরা হামলা চালায় । তারা বাড়িতে ঢুকেই গুলি চালাতে শুরু করে । গুলি চালানোর পাশাপাশি দুষ্কৃতীরা রবীন্দ্র ও অন্যদের উপর চাকু নিয়েও হামলা করে । হামলায় রবীন্দ্র খরাত (55), তাঁর ভাই সুনীল খরাত, রবীন্দ্রর ছেলে প্রেমসাগর খরাত, রোহিত খরাত এবং আরও এক ব্যক্তির মৃত্যু হয় । পুলিশ জানিয়েছে, যে ব্যক্তির পরিচয় জানা যায়নি তিনি সম্ভবত রবীন্দ্রর ছেলে প্রেমসাগরের বন্ধু । তিনি ঘটনার সময় রবীন্দ্রর বাড়িতে ছিলেন ।

গুরুতর জখম অবস্থায় পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু সেখানে তাঁদের মৃত্যু হয় । পুলিশ জানিয়েছে, হামলার পর দুষ্কৃতীরা ঘটনাস্থান থেকে পালিয়ে গেলেও কিছুক্ষণ পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে । তাদের গ্রেপ্তার করার পাশাপাশি হামলায় ব্যবহৃত সমস্ত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও পারিবারিক বিবাদের জেরেই এই হামলা ।

Cuttack (Odisha), Oct 07 (ANI): Vice President M Venkaiah Naidu attended the 100 year celebration of publication of an Odia daily in Cuttack. Speaking at the event, VP Naidu stressed on the importance of journalistic ethics. He said, "Simply because of competition, and temptation for TRPs, media should not go for sensationalization, there has to be sense in what you propagate. Media should introspect seriously and see to it that they all adhere to standards." On the importance of media in democracy, he said, "Media has an important role to play in democracy, instances of fake and paid news, they're disturbing, few people are bringing bad name to journalistic community. I would like to caution everybody to see that we live by our value system and ethics." Putting stress on the importance of mother tongue, he said, "Mother tongue is very important as it came from mother's womb, bhasha aur bhawna ek sath chalte hain. Learn your mother tongue, promote it, and learn other languages too. Government schools/educational institutes must promote mother tongue upto primary level."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.